ETV Bharat / bharat

Amrit Brikshya Andolan: এক কোটি চারা রোপণের লক্ষ্যে অসমে 'অমৃত বৃক্ষ আন্দোলন', শুভেচ্ছা মোদির - এক কোটি চারা রোপণ

অসম সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন চলছে গত 9 সেপ্টেম্বর থেকে ৷ চলবে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত ৷ আজ এই অমৃত বৃক্ষ আন্দোলনের মেগা কর্মসূচি রয়েছে ৷ আজ একদিনে সব থেকে বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে চলেছে অসম বলে দাবি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর, অসম সরকারের এই উদ্যোগে প্রশংসা করলেন নরেন্দ্র মোদি।

অমৃত বৃক্ষ আন্দোলন
Amrit Brikshya Andolan
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:27 PM IST

অসম, 17 সেপ্টেম্বর: একদিনে রাজ্যজুড়ে সবথেকে বেশি বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। গত 9 সেপ্টেম্বর থেকে অসমে চলছে অমৃত বৃক্ষ আন্দোলন ৷ যা চলবে আগামী 20 তারিখ পর্যন্ত ৷ আজ, অমৃত বৃক্ষ আন্দোলনের মেগা কর্মসূচি রয়েছে ৷ একদিনে সব থেকে বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে চলেছে অসম বলে দাবি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর, অসম সরকারের এই উদ্যোগকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ দেশের পরিবেশকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে। এই সঙ্গে দেশের সবুজকে আরও বেশি বৃদ্ধি করবে।

Amrit Brikshya Andolan
হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অসম সরকারের লক্ষ্য অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে 1 কোটি চারা রোপণ করে বিশ্বরেকর্ড গড়া ৷ এই উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী রবিবার সকালে জনতা ভবনে 'অমৃত বৃক্ষ আন্দোলন'-এর উদ্বোধন করেন। বন ও পরিবেশ অধিদফতর আয়োজিত 'অমৃত বৃক্ষ আন্দোলন' অনুষ্ঠানে বন মন্ত্রণালয়-সহ অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলনের সূচনার পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে মুখ্যমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ করার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, "আজ আমাদের জন্য গর্বের দিন। আজ আমরা গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা শুরু করেছি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ শুরু হয়েছে। যদিও আমরা আজ এই উদ্যোগকে মেগা কর্মসূচি হিসাবে পালন করছি ৷" তবে এবার শুধু মাত্র গাছ লাগানো নয়, এই গাছগুলির যাতে উপযুক্ত রক্ষণাবক্ষেণ করা হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে। আর, এক কোটি বৃক্ষরোপণ করেই ক্ষান্ত হতে চাইছে না অসম সরকার।

আগামী বছর একদিনে 3 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে এখন থেকেই । এই 'অমৃত বৃক্ষ আন্দোলনের' উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাতে তিনি উল্লেখ করেছেন এই উদ্যোগ অসমের পরিবেশকে রক্ষা করতে পারবে। অসমে সবুজ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে সেই রাজ্যের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো

অসম, 17 সেপ্টেম্বর: একদিনে রাজ্যজুড়ে সবথেকে বেশি বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। গত 9 সেপ্টেম্বর থেকে অসমে চলছে অমৃত বৃক্ষ আন্দোলন ৷ যা চলবে আগামী 20 তারিখ পর্যন্ত ৷ আজ, অমৃত বৃক্ষ আন্দোলনের মেগা কর্মসূচি রয়েছে ৷ একদিনে সব থেকে বেশি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে চলেছে অসম বলে দাবি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর, অসম সরকারের এই উদ্যোগকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ দেশের পরিবেশকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে। এই সঙ্গে দেশের সবুজকে আরও বেশি বৃদ্ধি করবে।

Amrit Brikshya Andolan
হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অসম সরকারের লক্ষ্য অমৃত বৃক্ষ আন্দোলনের মাধ্যমে 1 কোটি চারা রোপণ করে বিশ্বরেকর্ড গড়া ৷ এই উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী রবিবার সকালে জনতা ভবনে 'অমৃত বৃক্ষ আন্দোলন'-এর উদ্বোধন করেন। বন ও পরিবেশ অধিদফতর আয়োজিত 'অমৃত বৃক্ষ আন্দোলন' অনুষ্ঠানে বন মন্ত্রণালয়-সহ অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলনের সূচনার পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানে মুখ্যমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ করার কথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, "আজ আমাদের জন্য গর্বের দিন। আজ আমরা গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা শুরু করেছি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ শুরু হয়েছে। যদিও আমরা আজ এই উদ্যোগকে মেগা কর্মসূচি হিসাবে পালন করছি ৷" তবে এবার শুধু মাত্র গাছ লাগানো নয়, এই গাছগুলির যাতে উপযুক্ত রক্ষণাবক্ষেণ করা হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে। আর, এক কোটি বৃক্ষরোপণ করেই ক্ষান্ত হতে চাইছে না অসম সরকার।

আগামী বছর একদিনে 3 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে এখন থেকেই । এই 'অমৃত বৃক্ষ আন্দোলনের' উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাতে তিনি উল্লেখ করেছেন এই উদ্যোগ অসমের পরিবেশকে রক্ষা করতে পারবে। অসমে সবুজ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে সেই রাজ্যের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.