ETV Bharat / bharat

Gujarat Assembly Election 2022: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের - রাহুল গান্ধি

গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচার সভা থেকে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) আক্রমণ করলেন অমিত শাহ (Amit Shah) ৷ কী বললেন তিনি ?

Amit Shah targets Rahul Gandhi during a rally of Gujarat Assembly Election 2022
Gujarat Assembly Election 2022: গুজরাতে কংগ্রেসের কোনও মূল্য নেই, তাই 'রাহুল বাবা' আসছেন না ! কটাক্ষ শাহের
author img

By

Published : Nov 20, 2022, 8:35 PM IST

তাপি (গুজরাত), 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি-এর অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর প্রশ্ন, গুজরাতে ভোটের প্রচার চলছে ৷ এমন একটা সময় 'রাহুল বাবা' কোথায় গেলেন ! এই প্রশ্নেই অমিতের ব্যাখ্যা, গুজরাতের রাজনীতিতে কংগ্রেসের কোনও গুরুত্ব যে নেই, সেটা ভালোই জানেন রাহুল গান্ধি ৷ আর সেই কারণেই গুজরাতে প্রচার করতে আসছেন না তিনি ৷

রবিবার ভোটমুখী গুজরাতের তাপি জেলায় একটি জনসভা করেন অমিত শাহ ৷ সেই সভা থেকে রাজ্য়ের বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ৷ বলেন, যখন থেকে রাজ্যে বিজেপি-এর সরকার গঠিত হয়েছে, তখন থেকেই গুজরাতের লাগাতার উন্নতি হচ্ছে ৷ অমিত শাহের কথায়, "1990 সাল থেকে গুজরাতে বিজেপি-এর সরকার রয়েছে ৷ আর কংগ্রেস বলছে, গুজরাতে তাদের কাজই নাকি তাদের হয়ে প্রচার করবে ! যেখানে 1990 সাল থেকে কংগ্রেস এই রাজ্যের শাসন ক্ষমতাতেই নেই, সেখানে কোন কাজের কথা বলছে কংগ্রেস ? কংগ্রেস আসলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে ৷ কংগ্রেসের লজ্জা হওয়া উচিত ৷ যখন থেকে বিজেপি গুজরাতের শাসন ক্ষমতায় এসেছে, তখন থেকেই গুজরাতে সার্বিক উন্নয়ন হয়ে চলেছে ৷"

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় বোমা বিস্ফোরণের হুমকি ইন্দোরে

এদিন গুজরাতে দাঁড়িয়ে বিজেপি সরকারের দলিতবিরোধী ভাবমূর্তিই ঝেড়ে ফেলারও চেষ্টা করেন অমিত শাহ ৷ তিনি জানান, মোদি সরকারের আমলেই ভারত প্রথম তার দলিত মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ এই ঘটনাই প্রমাণ করে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার দলিত, আদিবাসীদের কতটা সম্মান করে ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেসের আমলে সরকারি বাজেটে দলিত ও আদিবাসীদের জন্য মাত্র 1 হাজার কোটি টাকা বরাদ্দ করা হত ৷ কিন্তু, বিজেপি সরকারের আমলে তা বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা করা হয়েছে ৷ গুজরাতে কংগ্রেসের কিছুই নয় ৷ আর সেই কারণেই 'রাহুল বাবা' গুজরাতে নির্বাচনী সভা করতে আসছেন না ৷ বদলে অন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ৷"

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছেন রাহুল গান্ধি ৷ এই কর্মসূচির মাধ্যমে কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রায় সামিল হয়েছেন কংগ্রেসের নেতা, কর্মী ও অনুগামীরা ৷

তাপি (গুজরাত), 20 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি-এর অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর প্রশ্ন, গুজরাতে ভোটের প্রচার চলছে ৷ এমন একটা সময় 'রাহুল বাবা' কোথায় গেলেন ! এই প্রশ্নেই অমিতের ব্যাখ্যা, গুজরাতের রাজনীতিতে কংগ্রেসের কোনও গুরুত্ব যে নেই, সেটা ভালোই জানেন রাহুল গান্ধি ৷ আর সেই কারণেই গুজরাতে প্রচার করতে আসছেন না তিনি ৷

রবিবার ভোটমুখী গুজরাতের তাপি জেলায় একটি জনসভা করেন অমিত শাহ ৷ সেই সভা থেকে রাজ্য়ের বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ৷ বলেন, যখন থেকে রাজ্যে বিজেপি-এর সরকার গঠিত হয়েছে, তখন থেকেই গুজরাতের লাগাতার উন্নতি হচ্ছে ৷ অমিত শাহের কথায়, "1990 সাল থেকে গুজরাতে বিজেপি-এর সরকার রয়েছে ৷ আর কংগ্রেস বলছে, গুজরাতে তাদের কাজই নাকি তাদের হয়ে প্রচার করবে ! যেখানে 1990 সাল থেকে কংগ্রেস এই রাজ্যের শাসন ক্ষমতাতেই নেই, সেখানে কোন কাজের কথা বলছে কংগ্রেস ? কংগ্রেস আসলে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে ৷ কংগ্রেসের লজ্জা হওয়া উচিত ৷ যখন থেকে বিজেপি গুজরাতের শাসন ক্ষমতায় এসেছে, তখন থেকেই গুজরাতে সার্বিক উন্নয়ন হয়ে চলেছে ৷"

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় বোমা বিস্ফোরণের হুমকি ইন্দোরে

এদিন গুজরাতে দাঁড়িয়ে বিজেপি সরকারের দলিতবিরোধী ভাবমূর্তিই ঝেড়ে ফেলারও চেষ্টা করেন অমিত শাহ ৷ তিনি জানান, মোদি সরকারের আমলেই ভারত প্রথম তার দলিত মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ এই ঘটনাই প্রমাণ করে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার দলিত, আদিবাসীদের কতটা সম্মান করে ৷

এই প্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেসের আমলে সরকারি বাজেটে দলিত ও আদিবাসীদের জন্য মাত্র 1 হাজার কোটি টাকা বরাদ্দ করা হত ৷ কিন্তু, বিজেপি সরকারের আমলে তা বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা করা হয়েছে ৷ গুজরাতে কংগ্রেসের কিছুই নয় ৷ আর সেই কারণেই 'রাহুল বাবা' গুজরাতে নির্বাচনী সভা করতে আসছেন না ৷ বদলে অন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ৷"

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছেন রাহুল গান্ধি ৷ এই কর্মসূচির মাধ্যমে কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রায় সামিল হয়েছেন কংগ্রেসের নেতা, কর্মী ও অনুগামীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.