ETV Bharat / bharat

Shah Enquires Flood Situation: গুজরাতের মুখ্যমন্ত্রী-দিল্লির এলজি-র সঙ্গে কথা, বন্যার খোঁজ নিলেন শাহ - যমুনা নদীর জলস্তরবৃদ্ধি

Amit Shah speaks to Gujarat CM, Delhi LG: গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও দিল্লির এলজি-র সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন অমিত শাহ ৷ টুইটে এ কথা জানিয়েছেন তিনি ৷

Shah Enquires Flood Situation
Shah Enquires Flood Situation
author img

By

Published : Jul 23, 2023, 2:55 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: গুজরাতের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নেন তিনি । দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গেও যমুনা নদীর জলস্তরবৃদ্ধি নিয়ে আলোচনা করেন শাহ ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার টুইটে এ কথা জানিয়ে লিখেছেন, "সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাতের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেলজি-র সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির বিষয়ে কথা বলেছি । এছাড়াও দিল্লির এলজি, শ্রী ভিকে সাক্সেনা জি-র সঙ্গে যমুনা নদীর জলস্তর নিয়ে আলোচনা হয়েছে । প্রয়োজনে সেখানকার লোকেদের সাহায্য করার জন্য যথেষ্ট সংখ্যক এসডিআরএফ ও এনডিআরএফ-এর দল রয়েছে ৷"

শনিবার গুজরাতের দক্ষিণাঞ্চল এবং সৌরাষ্ট্র অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে শহরাঞ্চলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় এবং বাঁধ ও নদীতে জলের স্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ায় গ্রামগুলিকে বিচ্ছিন্ন করেছে । উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির ফলে হথনিকুন্ড ব্যারেজ থেকে নদীতে ছাড়া জলের পরিমাণ বেড়ে যাওয়ায় দিল্লির যমুনার জলস্তর রবিবার আবার বিপদের সীমা লঙ্ঘন করেছে । নদীর জলস্তর আরও বৃদ্ধির ফলে দিল্লির বন্যা-কবলিত নিম্নাঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন কাজের উপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: ফের বাড়ছে যমুনার জলস্তর, সতর্কতা জারি করল প্রশাসন

গুজরাটের জুনাগড় জেলায় ভারী বৃষ্টিতে নদীতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা ঘটে ৷ ভারতীয় আবহাওয়া বিভাগ 24 জুলাই পর্যন্ত গুজরাতের বিভিন্ন জেলার জন্য লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে । এ দিকে, অতিরিক্ত বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়ে 205.75 মিটারে পৌঁছেছে । এর জেরে শনিবার জলস্তর বাড়ে হিন্দন নদীরও ৷ ফলে নদীর কাছাকাছি বাড়িগুলিতে ঢুকে পড়ে জল ৷ সতর্কতা জারি হয়েছে ওই সমস্ত এলাকায় ।

নয়াদিল্লি, 23 জুলাই: গুজরাতের বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হচ্ছে সে সম্পর্কে খোঁজখবর নেন তিনি । দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গেও যমুনা নদীর জলস্তরবৃদ্ধি নিয়ে আলোচনা করেন শাহ ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার টুইটে এ কথা জানিয়ে লিখেছেন, "সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে গুজরাতের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেলজি-র সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির বিষয়ে কথা বলেছি । এছাড়াও দিল্লির এলজি, শ্রী ভিকে সাক্সেনা জি-র সঙ্গে যমুনা নদীর জলস্তর নিয়ে আলোচনা হয়েছে । প্রয়োজনে সেখানকার লোকেদের সাহায্য করার জন্য যথেষ্ট সংখ্যক এসডিআরএফ ও এনডিআরএফ-এর দল রয়েছে ৷"

শনিবার গুজরাতের দক্ষিণাঞ্চল এবং সৌরাষ্ট্র অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে শহরাঞ্চলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয় এবং বাঁধ ও নদীতে জলের স্তর বিপদসীমা পেরিয়ে যাওয়ায় গ্রামগুলিকে বিচ্ছিন্ন করেছে । উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির ফলে হথনিকুন্ড ব্যারেজ থেকে নদীতে ছাড়া জলের পরিমাণ বেড়ে যাওয়ায় দিল্লির যমুনার জলস্তর রবিবার আবার বিপদের সীমা লঙ্ঘন করেছে । নদীর জলস্তর আরও বৃদ্ধির ফলে দিল্লির বন্যা-কবলিত নিম্নাঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন কাজের উপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: ফের বাড়ছে যমুনার জলস্তর, সতর্কতা জারি করল প্রশাসন

গুজরাটের জুনাগড় জেলায় ভারী বৃষ্টিতে নদীতে গাড়ি ভেসে যাওয়ার ঘটনা ঘটে ৷ ভারতীয় আবহাওয়া বিভাগ 24 জুলাই পর্যন্ত গুজরাতের বিভিন্ন জেলার জন্য লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে । এ দিকে, অতিরিক্ত বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়ে 205.75 মিটারে পৌঁছেছে । এর জেরে শনিবার জলস্তর বাড়ে হিন্দন নদীরও ৷ ফলে নদীর কাছাকাছি বাড়িগুলিতে ঢুকে পড়ে জল ৷ সতর্কতা জারি হয়েছে ওই সমস্ত এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.