ETV Bharat / bharat

New Parliament Inauguration:'মোদির দূরদর্শিতার প্রমাণ নয়া সংসদ ভবন', বিরোধীদের অনুষ্ঠান বয়কটকে গুরুত্বই দিলেন না অমিত শাহ - নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট বিরোধীদের

28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ 19টি বিরোধী দল জানিয়েছে তারা ওই অনুষ্ঠান বয়কট করবে ৷ তবে বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অমিত শাহ ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 24, 2023, 5:06 PM IST

নয়াদিল্লি, 24 মে: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক ৷ আগামী রবিবার, 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে এড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে দেশের সংসদীয় রাজনীতির পিঠস্থানের নয়া ভবনের উদ্বোধন করা হচ্ছে তাতে প্রবল আপত্তি তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম-সহ দেশের 19টি রাজনৈতিক দল ৷ এই ঘটনাকে সংবিধানের অবমাননার হিসেবে তুলে ধরে 28 তারিখের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই রাজননৈতিক দলগুলি ৷ তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক বৈঠকেও সেই মনোভাবেই প্রকাশ পেয়েছে ৷

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এদিন অমিত শাহ জানিয়েছেন, সরকার সব রাজনৈতিক দলকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ৷ দলগুলি তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে তারা কী করবে ৷ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে পুরনো ইতিহ্যের সঙ্গে নতুন ভারতের মেলবন্ধন বলে আখ্যা দিয়ে অমিত শাহর মন্তব্য, "রাজনীতি তার জায়গায় থাকুক, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়" ৷ একইসঙ্গে অমিত শাহ এদিন জানিয়েছেন, নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দূরদর্শিতার প্রমাণ ৷ এই সংসদ ভবন নির্মাণের সঙ্গে জড়িত 60 হাজার নির্মাণকর্মীকেও 28 তারিখ সম্মান জানাবেন প্রধানমন্ত্রী ৷

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রবিবারের অনুষ্ঠানে নয়া সংসদ ভবনে স্থাপন করা হবে ঐতিহাসিক রাজদণ্ড বা সেঙ্গল ৷ লোকসভার স্পিকারের আসনের কাছেই সেটি স্থাপন করা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেঙ্গল গ্রহণ করবেন ৷ সোনায় মোড়া রূপোর তৈরি ওই রাজদণ্ড বা সেঙ্গলের ঐতিহাসিক গুরুত্বও এদিন ব্যাখ্যা করেছেন অমিত শাহ ৷

  • PM Modi will dedicate the newly constructed building of Parliament to the nation on 28th May. A historical event is being revived on this occasion. The historic sceptre, 'Sengol', will be placed in new Parliament building. It was used on August 14, 1947, by PM Nehru when the… pic.twitter.com/NJnsdjNfrN

    — ANI (@ANI) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1947 সালের 14 অগস্ট রাতে ব্রিটিশরা যখন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে সে সময় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে ওই রাজদণ্ডটি তুলে দেওয়া হয় ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ৷ তামিলনাড়ুর থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল এই সেঙ্গলটি ৷ শাহ জানিয়েছেন, এতদিন এই ইতিহাস অনেকেরই জানা ছিল না ৷ কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই রাজদণ্ডের গুরুত্ব ও ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরার ৷ তামিল শব্দ 'সেনমাই' থেকে এসেছে এই সেঙ্গল শব্দটি ৷ এর অর্থ ন্যায়পরায়ণতা ৷ ওই রাজদণ্ডের মাথায় যে নন্দী রয়েছে সেটি ন্যায় বিচারের প্রতীক ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

নয়াদিল্লি, 24 মে: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে শুরু হয়েছে জোরদার বিতর্ক ৷ আগামী রবিবার, 28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানিয়ে তাঁকে এড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে দেশের সংসদীয় রাজনীতির পিঠস্থানের নয়া ভবনের উদ্বোধন করা হচ্ছে তাতে প্রবল আপত্তি তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম-সহ দেশের 19টি রাজনৈতিক দল ৷ এই ঘটনাকে সংবিধানের অবমাননার হিসেবে তুলে ধরে 28 তারিখের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই রাজননৈতিক দলগুলি ৷ তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার ৷ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক বৈঠকেও সেই মনোভাবেই প্রকাশ পেয়েছে ৷

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে এদিন অমিত শাহ জানিয়েছেন, সরকার সব রাজনৈতিক দলকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ৷ দলগুলি তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেবে তারা কী করবে ৷ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে পুরনো ইতিহ্যের সঙ্গে নতুন ভারতের মেলবন্ধন বলে আখ্যা দিয়ে অমিত শাহর মন্তব্য, "রাজনীতি তার জায়গায় থাকুক, এই অনুষ্ঠানের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়" ৷ একইসঙ্গে অমিত শাহ এদিন জানিয়েছেন, নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দূরদর্শিতার প্রমাণ ৷ এই সংসদ ভবন নির্মাণের সঙ্গে জড়িত 60 হাজার নির্মাণকর্মীকেও 28 তারিখ সম্মান জানাবেন প্রধানমন্ত্রী ৷

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, রবিবারের অনুষ্ঠানে নয়া সংসদ ভবনে স্থাপন করা হবে ঐতিহাসিক রাজদণ্ড বা সেঙ্গল ৷ লোকসভার স্পিকারের আসনের কাছেই সেটি স্থাপন করা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেঙ্গল গ্রহণ করবেন ৷ সোনায় মোড়া রূপোর তৈরি ওই রাজদণ্ড বা সেঙ্গলের ঐতিহাসিক গুরুত্বও এদিন ব্যাখ্যা করেছেন অমিত শাহ ৷

  • PM Modi will dedicate the newly constructed building of Parliament to the nation on 28th May. A historical event is being revived on this occasion. The historic sceptre, 'Sengol', will be placed in new Parliament building. It was used on August 14, 1947, by PM Nehru when the… pic.twitter.com/NJnsdjNfrN

    — ANI (@ANI) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1947 সালের 14 অগস্ট রাতে ব্রিটিশরা যখন ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে সে সময় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে ওই রাজদণ্ডটি তুলে দেওয়া হয় ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ৷ তামিলনাড়ুর থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল এই সেঙ্গলটি ৷ শাহ জানিয়েছেন, এতদিন এই ইতিহাস অনেকেরই জানা ছিল না ৷ কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এই রাজদণ্ডের গুরুত্ব ও ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরার ৷ তামিল শব্দ 'সেনমাই' থেকে এসেছে এই সেঙ্গল শব্দটি ৷ এর অর্থ ন্যায়পরায়ণতা ৷ ওই রাজদণ্ডের মাথায় যে নন্দী রয়েছে সেটি ন্যায় বিচারের প্রতীক ৷

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.