ETV Bharat / bharat

Amit Shah on Adani Row: বিজেপির কোনও কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই, দাবি অমিত শাহের

আদানি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Hindenburg-Adani Row) ৷ এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপির কোনও কিছু লুকানোর নেই, ভয় পাওয়ারও কিছু নেই ৷

Amit Shah on Adani Row
Amit Shah on Adani Row
author img

By

Published : Feb 14, 2023, 2:26 PM IST

আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ-আদানি বিতর্ক নিয়ে বিরোধীরা বিজেপির (BJP) নেতৃত্বাধীন সরকারকে নিশানা করেছে ৷ কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর যুক্তি, যেহেতু বিষয়টি এখন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিবেচনাধীন, তাই এই নিয়ে এখন তিনি এখন মন্তব্য করতে চাইছেন না ৷ তবে তিনি জানিয়েছেন যে বিজেপির কাছে কোনও কিছু নিয়ে ভয় পাওয়ারও নেই ৷ লুকানোরও কিছু নেই ৷

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে । শীর্ষ আদালত যখন বিষয়টি দেখছে, তখন একজন মন্ত্রী হিসাবে কোনও মন্তব্য করা ঠিক নয় । তবে এতে বিজেপির লুকানোর কিছু নেই ও ভয় পাওয়ারও কিছু নেই ।’’

মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) একটি রিপোর্ট প্রকাশ করে ৷ সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি করেছে ৷ এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করেছে কংগ্রেস ৷ সরকারি আনুকূল্যেও আদানি গোষ্ঠী এই জালিয়াতি করেছে বলে অভিযোগ ৷ তাই এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি তুলেছে বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্ত করারও দাবি তোলা হয়েছে ৷ আদানি গ্রুপে এলআইসি ও কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ কিন্তু সরকারের তরফে বিরোধীদের দাবিকে নস্যাৎ করা হয়েছে ৷

এই পরিস্থিতিতে বিজেপির অনেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেও নীরব রয়েছেন প্রধানমন্ত্রী ৷ শেষ পর্যন্ত মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ লোকসভায় রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে ৷ এই নিয়ে অমিত শাহের বক্তব্য, রাহুল কি বলবেন, তা নিয়ে ভাবা উচিত রাহুলের স্ক্রিপ্ট যাঁরা লিখছেন তাঁদের ৷

রাহুল সরকারের বিরুদ্ধে আদানি ইস্যুতে যে ক্রনি ক্যাপিটালিজমের অভিযোগ তুলেছেন, তা নিয়ে শাহ বলেন, "কোন প্রশ্নই নেই । আজ পর্যন্ত কেউ বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলতে পারেনি । তাদের (কংগ্রেস) আমলে, এজেন্সি তা সিএজি বা সিবিআই হোক না কেন, তারা দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিয়ে মামলা দায়ের করেছিল । সেখানে 12 লাখ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে ।’’

বিরোধীদের চ্যালেঞ্জও করেছেন অমিত শাহ ৷ তিনি এই ইস্যুতে বিরোধীদের আদালতের দ্বারস্থ হতে বলেছেন ৷ বলেছেন, ‘‘আদালত তো আর বিজেপির নিয়ন্ত্রণে নেই ৷’’ তাঁর অভিযোগ, বিরোধীরা শুধু হইচই করে ৷ তিনি পেগাসাস ইস্যুর কথাও টেনেছেন ৷ ওই ইস্যুতে বিরোধীরা হইচই করেছিল ৷ কিন্তু আদালত তো রায় দিয়েই দিয়েছে ৷

বিজেপির অনেকেই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে মনে করছেন ৷ এই নিয়ে শাহী জবাব, "হাজার হাজার ষড়যন্ত্র সত্যের ক্ষতি করতে পারে না । সত্য সূর্যের মতো উজ্জ্বল হয় । তারা 2002 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এটি করে আসছে । এবং প্রতিবার তিনি আরও শক্তিশালী হয়ে উঠছেন ও মানুষের মধ্যে আরও জনপ্রিয় হচ্ছেন ৷’’

আরও পড়ুন: বিশেষজ্ঞ কমিটি গঠনে আপত্তি নেই, আদানি কাণ্ডে জানাল কেন্দ্র

আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গ-আদানি বিতর্ক নিয়ে বিরোধীরা বিজেপির (BJP) নেতৃত্বাধীন সরকারকে নিশানা করেছে ৷ কিন্তু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর যুক্তি, যেহেতু বিষয়টি এখন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিবেচনাধীন, তাই এই নিয়ে এখন তিনি এখন মন্তব্য করতে চাইছেন না ৷ তবে তিনি জানিয়েছেন যে বিজেপির কাছে কোনও কিছু নিয়ে ভয় পাওয়ারও নেই ৷ লুকানোরও কিছু নেই ৷

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে । শীর্ষ আদালত যখন বিষয়টি দেখছে, তখন একজন মন্ত্রী হিসাবে কোনও মন্তব্য করা ঠিক নয় । তবে এতে বিজেপির লুকানোর কিছু নেই ও ভয় পাওয়ারও কিছু নেই ।’’

মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg Research) একটি রিপোর্ট প্রকাশ করে ৷ সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি করেছে ৷ এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিশানা করেছে কংগ্রেস ৷ সরকারি আনুকূল্যেও আদানি গোষ্ঠী এই জালিয়াতি করেছে বলে অভিযোগ ৷ তাই এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি তুলেছে বিরোধীরা ৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্ত করারও দাবি তোলা হয়েছে ৷ আদানি গ্রুপে এলআইসি ও কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ কিন্তু সরকারের তরফে বিরোধীদের দাবিকে নস্যাৎ করা হয়েছে ৷

এই পরিস্থিতিতে বিজেপির অনেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেও নীরব রয়েছেন প্রধানমন্ত্রী ৷ শেষ পর্যন্ত মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ লোকসভায় রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে ৷ এই নিয়ে অমিত শাহের বক্তব্য, রাহুল কি বলবেন, তা নিয়ে ভাবা উচিত রাহুলের স্ক্রিপ্ট যাঁরা লিখছেন তাঁদের ৷

রাহুল সরকারের বিরুদ্ধে আদানি ইস্যুতে যে ক্রনি ক্যাপিটালিজমের অভিযোগ তুলেছেন, তা নিয়ে শাহ বলেন, "কোন প্রশ্নই নেই । আজ পর্যন্ত কেউ বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলতে পারেনি । তাদের (কংগ্রেস) আমলে, এজেন্সি তা সিএজি বা সিবিআই হোক না কেন, তারা দুর্নীতির বিষয়টি বিবেচনায় নিয়ে মামলা দায়ের করেছিল । সেখানে 12 লাখ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে ।’’

বিরোধীদের চ্যালেঞ্জও করেছেন অমিত শাহ ৷ তিনি এই ইস্যুতে বিরোধীদের আদালতের দ্বারস্থ হতে বলেছেন ৷ বলেছেন, ‘‘আদালত তো আর বিজেপির নিয়ন্ত্রণে নেই ৷’’ তাঁর অভিযোগ, বিরোধীরা শুধু হইচই করে ৷ তিনি পেগাসাস ইস্যুর কথাও টেনেছেন ৷ ওই ইস্যুতে বিরোধীরা হইচই করেছিল ৷ কিন্তু আদালত তো রায় দিয়েই দিয়েছে ৷

বিজেপির অনেকেই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে মনে করছেন ৷ এই নিয়ে শাহী জবাব, "হাজার হাজার ষড়যন্ত্র সত্যের ক্ষতি করতে পারে না । সত্য সূর্যের মতো উজ্জ্বল হয় । তারা 2002 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এটি করে আসছে । এবং প্রতিবার তিনি আরও শক্তিশালী হয়ে উঠছেন ও মানুষের মধ্যে আরও জনপ্রিয় হচ্ছেন ৷’’

আরও পড়ুন: বিশেষজ্ঞ কমিটি গঠনে আপত্তি নেই, আদানি কাণ্ডে জানাল কেন্দ্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.