ETV Bharat / bharat

Amit Shah Praises PM Modi: দ্বিধাহীন ভাবে কড়া সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি, বললেন অমিত শাহ - হনুমান জয়ন্তী

বৃহস্পতিবার গুজরাতে একটি হনুমান মন্দিরের অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ৷

Amit Shah Praises PM Modi
Amit Shah Praises PM Modi
author img

By

Published : Apr 6, 2023, 6:47 PM IST

সালাংপুর (গুজরাত), 6 এপ্রিল: প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদি দ্বিধাহীন ভাবে যেকোনও কড়া সিদ্ধান্ত নিতে পারেন ৷ দেশে শান্তির পরিবেশ বজায় রেখেই সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করেন ৷ বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার-সহ মোদি সরকারের নেওয়া একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক সিদ্ধান্ত নিয়ে এই কথা বলেন অমিত শাহ ৷

আজ, বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে গুজরাতের বোতাড় জেলার সালাংপুর গ্রামে বিখ্যাত হনুমান মন্দির শ্রী কাস্থভঞ্জবন দেব মন্দিরে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে এদিন নতুন করে তৈরি করা রন্ধনশালার উদ্বোধন করেন তিনি ৷ তার পর জনতার উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন অমিত শাহ ৷

তাঁর মুখে রামজন্মভূমি ও সংবিধানের 370 ধারা অবলুপ্তি করার কথা শোনা যায় ৷ রাম জন্মভূমি ইস্যু কংগ্রেস টেনে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি ৷ পাশাপাশি আদালতের নির্দেশে যে রামমন্দির তৈরি হচ্ছে, সেটাও তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে জানান, রাম জন্মভূমি ইস্যু ও ধারা 370 এর অবলুপ্তি ঘটালে হিংসা ছড়াতে পারে বলে বারবার অভিযোগ করা হত ৷ কিন্তু এই সমস্যাগুলির সমাধানের পর কোনও হিংসা ছড়ায়নি ৷

এদিন বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস ছিল ৷ সেই দিনে হনুমান জয়ন্তী থাকায়, তা নিয়ে যোগসূত্র টানার চেষ্টা করেছেন অমিত শাহ ৷ অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবাণীদের বিজেপি শুরুর সময়ের কথাও তাঁর ভাষণে উঠেছে ৷ সেই সময় বিজেপিকে নিয়ে ব্যাঙ্গ করা হত বলেও তিনি দাবি করেছেন ৷

তাঁর কথায়, বিজেপি যখন লোকসভায় দু’টি আসন জিতেছিল, তখন সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি তাঁদের নিয়ে মস্করা করেছিলেন ৷ কিন্তু এখন দেশের 16টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে ৷ সংসদে বিজেপির সদস্য 400-রও বেশি ৷ একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপির সরকার যখনই কেন্দ্রে ক্ষমতায় এসেছে, তখনই ভারতীয় সংস্কৃতির উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে ৷ ভারতের সংস্কৃতি সারা বিশ্বে আরও জনপ্রিয় হয়েছে ৷

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে পড়ে বিরোধী শিবির মোদির কবর খোঁড়ার কথা বলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর

সালাংপুর (গুজরাত), 6 এপ্রিল: প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদি দ্বিধাহীন ভাবে যেকোনও কড়া সিদ্ধান্ত নিতে পারেন ৷ দেশে শান্তির পরিবেশ বজায় রেখেই সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করেন ৷ বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার-সহ মোদি সরকারের নেওয়া একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক সিদ্ধান্ত নিয়ে এই কথা বলেন অমিত শাহ ৷

আজ, বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে গুজরাতের বোতাড় জেলার সালাংপুর গ্রামে বিখ্যাত হনুমান মন্দির শ্রী কাস্থভঞ্জবন দেব মন্দিরে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে এদিন নতুন করে তৈরি করা রন্ধনশালার উদ্বোধন করেন তিনি ৷ তার পর জনতার উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন অমিত শাহ ৷

তাঁর মুখে রামজন্মভূমি ও সংবিধানের 370 ধারা অবলুপ্তি করার কথা শোনা যায় ৷ রাম জন্মভূমি ইস্যু কংগ্রেস টেনে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি ৷ পাশাপাশি আদালতের নির্দেশে যে রামমন্দির তৈরি হচ্ছে, সেটাও তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে জানান, রাম জন্মভূমি ইস্যু ও ধারা 370 এর অবলুপ্তি ঘটালে হিংসা ছড়াতে পারে বলে বারবার অভিযোগ করা হত ৷ কিন্তু এই সমস্যাগুলির সমাধানের পর কোনও হিংসা ছড়ায়নি ৷

এদিন বিজেপির 44তম প্রতিষ্ঠা দিবস ছিল ৷ সেই দিনে হনুমান জয়ন্তী থাকায়, তা নিয়ে যোগসূত্র টানার চেষ্টা করেছেন অমিত শাহ ৷ অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবাণীদের বিজেপি শুরুর সময়ের কথাও তাঁর ভাষণে উঠেছে ৷ সেই সময় বিজেপিকে নিয়ে ব্যাঙ্গ করা হত বলেও তিনি দাবি করেছেন ৷

তাঁর কথায়, বিজেপি যখন লোকসভায় দু’টি আসন জিতেছিল, তখন সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি তাঁদের নিয়ে মস্করা করেছিলেন ৷ কিন্তু এখন দেশের 16টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে ৷ সংসদে বিজেপির সদস্য 400-রও বেশি ৷ একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপির সরকার যখনই কেন্দ্রে ক্ষমতায় এসেছে, তখনই ভারতীয় সংস্কৃতির উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে ৷ ভারতের সংস্কৃতি সারা বিশ্বে আরও জনপ্রিয় হয়েছে ৷

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে পড়ে বিরোধী শিবির মোদির কবর খোঁড়ার কথা বলছে, অভিযোগ প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.