ETV Bharat / bharat

Amit Shah: 24 এর ভোটে সাফ হয়ে যাবে লালু-নীতীশের জোট, দাবি অমিত শাহের - 24 এর ভোটে সাফ হয়ে যাবে লালু নীতীশের জোট

শুক্রবার থেকে দু’দিনের বিহার সফরে রয়েছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ এদিন পূর্ণিয়া দলের জনসভায় ভাষণ দেন ৷ এছাড়া বিহারে বিজেপির বিধায়ক ও সাংসদদের বৈঠক করবেন ৷ এছাড়া বিহারে বিজেপির কোর কমিটির সঙ্গেও বৈঠক করার কথা তাঁর ৷

Amit Shah says Lalu Prasad Yadav Nitish Kumar duo will be wiped out in 2024 general elections
Amit Shah: 24 এর ভোটে সাফ হয়ে যাবে লালু-নীতীশের জোট, দাবি অমিত শাহের
author img

By

Published : Sep 23, 2022, 4:07 PM IST

পূর্ণিয়া (বিহার), 23 সেপ্টেম্বর : বিহারে মহাজোটের (Bihar Mahagathbandhan) সরকার আবার তৈরি হওয়ার পর শুক্রবার প্রথম সেখানে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ আর বিহারে দাঁড়িয়েই তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন ওই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) ৷ বিজেপির এই হেভিওয়েট নেতার কথায়, 2024 সালের লোকসভা নির্বাচনে সাফ হয়ে যাবে নীতীশ-লালুর জোট ৷ আর 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে বিজেপি (BJP) ৷

এদিন বিহারের পূর্ণিয়াতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল জন ভাবনা মহাসভার ৷ সেই মহাসভার মঞ্চ থেকেই নীতীশ ও লালুকে নিশানা করেন অমিত শাহ ৷ টেনে আনেন 2014 সালের লোকসভা ভোটের প্রসঙ্গ ৷ সেবার যে নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) বিহারে মাত্র দু’টি লোকসভা আসনে জিতেছিল, সেই কথা বলে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, 2005 সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হন ৷ তার পর থেকে তিনি ওই পদে রয়েছেন ৷ 2012 সাল পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে জোটে ছিলেন ৷ তার পর একাই সরকার চালান 2015 সাল পর্যন্ত ৷ ওই বছর আরজেডি (RJD) ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে ভোটে জেতেন ৷ 2017 সালে আবার মহাজোট ছেড়ে তিনি বিজেপির সঙ্গে জোট গড়েন ৷ সেই জোট তিনি মাস দু’য়েক আগে ভেঙে বেরিয়ে এসেছেন ৷

এই প্রসঙ্গ নিয়েই নীতীশ কুমারকে ‘না ঘরকা, না ঘাটকা’ বলে কটাক্ষ করেন অমিত শাহ ৷ তাঁর কটাক্ষ, নীতীশ কুমারের কোনও আদর্শ নেই ৷ তিনি শুধু ক্ষমতায় থাকার জন্য জোট করেন ৷

সেই কারণে শাহ দাবি করেছেন, বিহারের মানুষ নীতীশকে অনেক সুযোগ দিয়েছেন ৷ এবার আর তাঁরা লালু বা নীতীশের দলকে কোনও সুযোগ দেবেন না ৷ এবার বিহারে পদ্ম ফুটবে ৷

আরও পড়ুন : '2024-এ উপড়ে ফেলব বিজেপিকে', আত্মবিশ্বাসী লালু; শীঘ্রই নীতীশকে নিয়ে যাবেন সোনিয়ার দ্বারে

পূর্ণিয়া (বিহার), 23 সেপ্টেম্বর : বিহারে মহাজোটের (Bihar Mahagathbandhan) সরকার আবার তৈরি হওয়ার পর শুক্রবার প্রথম সেখানে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ আর বিহারে দাঁড়িয়েই তিনি কড়া ভাষায় আক্রমণ করলেন ওই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav) ৷ বিজেপির এই হেভিওয়েট নেতার কথায়, 2024 সালের লোকসভা নির্বাচনে সাফ হয়ে যাবে নীতীশ-লালুর জোট ৷ আর 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়বে বিজেপি (BJP) ৷

এদিন বিহারের পূর্ণিয়াতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে বিজেপির তরফে আয়োজন করা হয়েছিল জন ভাবনা মহাসভার ৷ সেই মহাসভার মঞ্চ থেকেই নীতীশ ও লালুকে নিশানা করেন অমিত শাহ ৷ টেনে আনেন 2014 সালের লোকসভা ভোটের প্রসঙ্গ ৷ সেবার যে নীতীশ কুমারের দল জেডিইউ (JDU) বিহারে মাত্র দু’টি লোকসভা আসনে জিতেছিল, সেই কথা বলে কটাক্ষ করেন ৷

প্রসঙ্গত, 2005 সালে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হন ৷ তার পর থেকে তিনি ওই পদে রয়েছেন ৷ 2012 সাল পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে জোটে ছিলেন ৷ তার পর একাই সরকার চালান 2015 সাল পর্যন্ত ৷ ওই বছর আরজেডি (RJD) ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে ভোটে জেতেন ৷ 2017 সালে আবার মহাজোট ছেড়ে তিনি বিজেপির সঙ্গে জোট গড়েন ৷ সেই জোট তিনি মাস দু’য়েক আগে ভেঙে বেরিয়ে এসেছেন ৷

এই প্রসঙ্গ নিয়েই নীতীশ কুমারকে ‘না ঘরকা, না ঘাটকা’ বলে কটাক্ষ করেন অমিত শাহ ৷ তাঁর কটাক্ষ, নীতীশ কুমারের কোনও আদর্শ নেই ৷ তিনি শুধু ক্ষমতায় থাকার জন্য জোট করেন ৷

সেই কারণে শাহ দাবি করেছেন, বিহারের মানুষ নীতীশকে অনেক সুযোগ দিয়েছেন ৷ এবার আর তাঁরা লালু বা নীতীশের দলকে কোনও সুযোগ দেবেন না ৷ এবার বিহারে পদ্ম ফুটবে ৷

আরও পড়ুন : '2024-এ উপড়ে ফেলব বিজেপিকে', আত্মবিশ্বাসী লালু; শীঘ্রই নীতীশকে নিয়ে যাবেন সোনিয়ার দ্বারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.