ETV Bharat / bharat

Amit Shah: দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় বিপদ আল কায়দা ও আইসিস, মত অমিত শাহের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হয়েছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন (No Money for Terror Summit) ৷ দু’দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) ৷

Amit Shah says Al Qaeda and ISIS has emerged as significant challenge to regional security
Amit Shah: দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় বড় বিপদ আল কায়দা ও আইসিস, মত অমিত শাহের
author img

By

Published : Nov 18, 2022, 3:11 PM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর: আল কায়দা (Al Qaeda) ও আইসিসের (ISIS) প্রভাব বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

এদিন নয়াদিল্লিতে শুরু হয়েছে ‘নো মানি ফর টেরর’ নামে একটি আন্তর্জাতিক সম্মেলন (No Money for Terror Summit) ৷ সন্ত্রাসবাদে অর্থ সাহায্য বন্ধ করা নিয়েই দু’দিনের এই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে ৷ সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘2021 সালের অগস্টের পর থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিস্থিতি বদলে গিয়েছে ৷ নতুন এই সমীকরণগুলি সন্ত্রাসবাদে আর্থিত সাহায্য দেওয়ার বিষয়টিকে আরও গুরুতর করে দিয়েছে ৷’’ এর পর তাঁর সংযোজন, তিন দশক আগে ক্ষমতার বদলকে কেন্দ্র করে সারা বিশ্বকেই ভয়ঙ্কর ফল ভুগতে হয়েছে ৷ তার ফলস্বরূপ 9/11 হামলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷

প্রসঙ্গত, সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য নিয়ে বহুদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশ সরব ৷ 2018 সালে এই নিয়ে প্রথম একটি সম্মেলন আয়োজন করা হয় ফ্রান্সে ৷ পরের বছর অস্ট্রেলিয়ায় এই নিয়ে দ্বিতীয় সম্মেলন হয় ৷ তার পর করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে দু’বছর এই সম্মেলন হয় ৷ অবশেষে এবছর তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন আয়োজিত হয়েছে ৷

নয়াদিল্লিতে আয়োজিত এই সম্মেলনে 78টি দেশ ও বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন ৷ এদিন ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনিও সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য নিয়ে সরব হন ৷ নিশানা করেন চিন (China) ও পাকিস্তানকে ৷

তার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন ৷ একাধিক জঙ্গি সংগঠনের নামও তাঁর মুখে শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘গত বছর দক্ষিণ এশিয়া অঞ্চলে যে বদল এসেছে, তা উদ্বেগজনক ৷ আল কায়দার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে লস্কর-ই-তইবা ও জয়েশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন সন্ত্রাস ছড়াচ্ছে ৷’’

প্রধানমন্ত্রীর মতো অমিত শাহও পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন৷ জানান, অনেকে দু’রকম কথা বলে ৷ আর সন্ত্রাসবাদে মদত দেয় ৷ তাই সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল বা তাদের সাহায্যকারীদের উপেক্ষা করলে চলবে না ৷

আরও পড়ুন: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

নয়াদিল্লি, 18 নভেম্বর: আল কায়দা (Al Qaeda) ও আইসিসের (ISIS) প্রভাব বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

এদিন নয়াদিল্লিতে শুরু হয়েছে ‘নো মানি ফর টেরর’ নামে একটি আন্তর্জাতিক সম্মেলন (No Money for Terror Summit) ৷ সন্ত্রাসবাদে অর্থ সাহায্য বন্ধ করা নিয়েই দু’দিনের এই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে ৷ সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন ৷

তিনি বলেন, ‘‘2021 সালের অগস্টের পর থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিস্থিতি বদলে গিয়েছে ৷ নতুন এই সমীকরণগুলি সন্ত্রাসবাদে আর্থিত সাহায্য দেওয়ার বিষয়টিকে আরও গুরুতর করে দিয়েছে ৷’’ এর পর তাঁর সংযোজন, তিন দশক আগে ক্ষমতার বদলকে কেন্দ্র করে সারা বিশ্বকেই ভয়ঙ্কর ফল ভুগতে হয়েছে ৷ তার ফলস্বরূপ 9/11 হামলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ৷

প্রসঙ্গত, সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য নিয়ে বহুদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশ সরব ৷ 2018 সালে এই নিয়ে প্রথম একটি সম্মেলন আয়োজন করা হয় ফ্রান্সে ৷ পরের বছর অস্ট্রেলিয়ায় এই নিয়ে দ্বিতীয় সম্মেলন হয় ৷ তার পর করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে দু’বছর এই সম্মেলন হয় ৷ অবশেষে এবছর তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন আয়োজিত হয়েছে ৷

নয়াদিল্লিতে আয়োজিত এই সম্মেলনে 78টি দেশ ও বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন ৷ এদিন ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনিও সন্ত্রাসবাদে আর্থিক সাহায্য নিয়ে সরব হন ৷ নিশানা করেন চিন (China) ও পাকিস্তানকে ৷

তার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন ৷ একাধিক জঙ্গি সংগঠনের নামও তাঁর মুখে শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘গত বছর দক্ষিণ এশিয়া অঞ্চলে যে বদল এসেছে, তা উদ্বেগজনক ৷ আল কায়দার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে লস্কর-ই-তইবা ও জয়েশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন সন্ত্রাস ছড়াচ্ছে ৷’’

প্রধানমন্ত্রীর মতো অমিত শাহও পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন৷ জানান, অনেকে দু’রকম কথা বলে ৷ আর সন্ত্রাসবাদে মদত দেয় ৷ তাই সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল বা তাদের সাহায্যকারীদের উপেক্ষা করলে চলবে না ৷

আরও পড়ুন: সন্ত্রাসের মদতদাতাদের শায়েস্তা করার ডাক মোদির, তীব্র আক্রমণ চিন-পাকিস্তানকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.