ETV Bharat / bharat

Hindi MBBS course Books: ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে - প্রথম হিন্দি এমবিবিএস বই

ভোপালে (Hindi version of MBBS course books) দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন (Hindi MBBS course Books) করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷

Amit Shah launches Hindi version of MBBS course books in Bhopal
ভোপালে দেশের প্রথম হিন্দি এমবিবিএস বইয়ের উদ্বোধন শাহের হাতে
author img

By

Published : Oct 16, 2022, 5:15 PM IST

ভোপাল, 16 অক্টোবর: দেশের প্রথম এমবিবিএস কোর্সের হিন্দি সংস্করণের (Hindi version of MBBS course books) বইয়ের উদ্বোধন হল (Hindi MBBS course Books)৷ রবিবার ভোপালে এই বইয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও সে রাজ্যের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারং ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "আজ যে গরিব ছাত্ররা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও ইংরেজির জালে বাঁধা পড়ে যায় এবং বহু ক্ষেত্রে সেই কারণে পরীক্ষায় পাশ করতে পারে না ও পড়াশোনা ছেড়ে দেয়, সেই ছাত্রদের জীবনে আজ একটি নয়া ঊষা এনে দিলেন অমিত শাহ ৷"

দেশের মধ্যে মধ্যপ্রদেশই প্রথম রাজ্য যেখানে হিন্দিতে এমবিবিএস কোর্স চালু হচ্ছে ৷ প্রাথমিক ভাবে ঠিক হয়েছে যে, তিনটি বিষয় হিন্দিতে পড়ানো হবে ৷ সেগুলি হল - অ্যানাটমি, ফিজিয়োলজি ও বায়োকেমিস্ট্রি ৷ ভোপালের গান্ধি মেডিক্যাল কলেজে গত 232 দিন ধরে হিন্দি সংস্করণের বইগুলি তৈরি করেছেন 97 জন বিশেষজ্ঞের একটি দল ৷ তাঁরা ইংরেজি থেকে হিন্দিতে বইগুলি অনুবাদ করেছেন ৷

মধ্যপ্রদেশের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারং রবিবার বলেছেন, হিন্দি মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় পরিবর্তন নিয়ে আসবে ৷ তাঁর কথায়, "এটা একটা বড় দিন ৷ দেশের মধ্যে এই প্রথমবার হিন্দিতে ডাক্তারির পড়াশোনা শুরু হতে চলেছে মধ্যপ্রদেশে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অ্যানাটমি, ফিজিয়োলজি ও বায়োকেমিস্ট্রির প্রথম বর্ষের সব বই উদ্বোধন করবেন ৷ এটা আমার কাছে দারুণ আনন্দের ৷ এ বার এটা স্পষ্ট হয়ে গেল যে, যদি ডাক্তারির পড়াশোনা হিন্দিতে করা সম্ভব হয় তাহলে যে কোনও কোর্সই হিন্দিতে করা সম্ভব ৷ যুব সম্প্রদায়ের মধ্যে বিশেষত যাঁরা হিন্দিভাষী তাঁদের জীবনে এর ফলে একটা বিরাট পরিবর্তন দেখা যাবে ৷"

আরও পড়ুন: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর

সারং আরও বলেন, "এটা করাটা খুব সহজ ছিল না ৷ আমরা খুব সহজ ভাষায় এটা তৈরি করেছি ৷ আমাদের ছাত্রদের যাতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধে হয়, সে জন্যই এই উদ্যোগ নেওয়া ৷ স্বাধীনতার 75 বছর পর এর থেকে ভালো কাজ আর কিছু হয়নি ৷ ইংরেজি হল দাসত্বের প্রতীক ৷ হিন্দি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল ৷"

ভোপাল, 16 অক্টোবর: দেশের প্রথম এমবিবিএস কোর্সের হিন্দি সংস্করণের (Hindi version of MBBS course books) বইয়ের উদ্বোধন হল (Hindi MBBS course Books)৷ রবিবার ভোপালে এই বইয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও সে রাজ্যের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারং ৷

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "আজ যে গরিব ছাত্ররা মেডিক্যাল কলেজে ভর্তি হলেও ইংরেজির জালে বাঁধা পড়ে যায় এবং বহু ক্ষেত্রে সেই কারণে পরীক্ষায় পাশ করতে পারে না ও পড়াশোনা ছেড়ে দেয়, সেই ছাত্রদের জীবনে আজ একটি নয়া ঊষা এনে দিলেন অমিত শাহ ৷"

দেশের মধ্যে মধ্যপ্রদেশই প্রথম রাজ্য যেখানে হিন্দিতে এমবিবিএস কোর্স চালু হচ্ছে ৷ প্রাথমিক ভাবে ঠিক হয়েছে যে, তিনটি বিষয় হিন্দিতে পড়ানো হবে ৷ সেগুলি হল - অ্যানাটমি, ফিজিয়োলজি ও বায়োকেমিস্ট্রি ৷ ভোপালের গান্ধি মেডিক্যাল কলেজে গত 232 দিন ধরে হিন্দি সংস্করণের বইগুলি তৈরি করেছেন 97 জন বিশেষজ্ঞের একটি দল ৷ তাঁরা ইংরেজি থেকে হিন্দিতে বইগুলি অনুবাদ করেছেন ৷

মধ্যপ্রদেশের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সারং রবিবার বলেছেন, হিন্দি মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় পরিবর্তন নিয়ে আসবে ৷ তাঁর কথায়, "এটা একটা বড় দিন ৷ দেশের মধ্যে এই প্রথমবার হিন্দিতে ডাক্তারির পড়াশোনা শুরু হতে চলেছে মধ্যপ্রদেশে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অ্যানাটমি, ফিজিয়োলজি ও বায়োকেমিস্ট্রির প্রথম বর্ষের সব বই উদ্বোধন করবেন ৷ এটা আমার কাছে দারুণ আনন্দের ৷ এ বার এটা স্পষ্ট হয়ে গেল যে, যদি ডাক্তারির পড়াশোনা হিন্দিতে করা সম্ভব হয় তাহলে যে কোনও কোর্সই হিন্দিতে করা সম্ভব ৷ যুব সম্প্রদায়ের মধ্যে বিশেষত যাঁরা হিন্দিভাষী তাঁদের জীবনে এর ফলে একটা বিরাট পরিবর্তন দেখা যাবে ৷"

আরও পড়ুন: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর

সারং আরও বলেন, "এটা করাটা খুব সহজ ছিল না ৷ আমরা খুব সহজ ভাষায় এটা তৈরি করেছি ৷ আমাদের ছাত্রদের যাতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধে হয়, সে জন্যই এই উদ্যোগ নেওয়া ৷ স্বাধীনতার 75 বছর পর এর থেকে ভালো কাজ আর কিছু হয়নি ৷ ইংরেজি হল দাসত্বের প্রতীক ৷ হিন্দি অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.