পুণে, 19 ফেব্রুয়ারি: "সত্যের জয় হয়েছে !" শিবসেনার নাম ও প্রতীক একনাথ শিণ্ডে গোষ্ঠীর কাছে আসায় এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Comments on Shiv Sena name and Symbol) ৷ শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, "দুধ কা দুধ, পানি কা পানি" হো গ্য়ায়া ! অর্থাৎ কোনটি দুধ, আর কোনটি জল, তা নির্বাচন কমিশনের (Election Commission of India) সিদ্ধান্তেই প্রমাণিত হয়ে গিয়েছে ৷
বালাসাহেব ঠাকরের হাতে তৈরি শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী কে, তা নিয়ে বিবাদ শুরু হয়েছিল তাঁর ছেলে উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের মধ্য়ে ৷ সেই দড়ি টানাটানির আপাত মীমাংসা হয় গত শুক্রবার ৷ নির্বাচন কমিশন জানিয়ে দেয়, শিবসেনার নাম ও প্রতীক যাচ্ছে একনাথ শিণ্ডের কাছে ৷ বিষয়টি নিয়ে এরপর আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন উদ্ধব ৷ তবে, তাতে বিজেপির উচ্ছ্বাস কমেনি ৷ কারণ, বর্তমানে একনাথ শিণ্ডে তাদের অন্যতম রাজনৈতিক সহযোগী ৷
আরও পড়ুন: শিবসেনার নাম ও প্রতীকের জন্য 2 হাজার কোটি টাকা হাত বদল হয়েছে, বিস্ফোরক সঞ্জয় রাউত
এই প্রেক্ষাপটে শনিবার মহারাষ্ট্রের পুণেয় আয়োজিত একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ ৷ এই বইটি আদতে 'মোদি অ্য়াট 20'-এর মারাঠী অনুবাদ ৷ সেই অনুষ্ঠানে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডে ও তাঁর ডেপুটি দেবেন্দ্র ফড়নবীশ ৷ সেই মঞ্চেই অমিত শাহের মুখে শোনা যায় শিণ্ডে গোষ্ঠীর প্রশস্তি ৷ এমনকী, সংশ্লিষ্ট সিদ্ধান্তের জন্য আরও একবার নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত একনাথ গোষ্ঠীর জন্য একটি বিরাট জয় ৷ এই জয় বিজেপি-শিবসেনা জোটকেও আরও পোক্ত করবে বলে মনে করেন অমিত শাহ ৷ তাঁর মতে, আদতে কারা সত্যের পক্ষে রয়েছেন, তা এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত ৷
শনিবারের সভামঞ্চ থেকে নাম না-করে উদ্ধব ঠাকরেরও সমালোচনা করেন অমিত শাহ ৷ উদ্ধবকে বিশ্বাসঘাতক বলে তোপ দাগেন তিনি ৷ অমিত বলেন, "যাঁরা বিশ্বাসঘাতকতা করেন, তাঁদের ক্ষমা করা উচিত নয় ৷ তাহলে তাঁদের সাহস বেড়ে যায় !"