ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : দোষীদের ক্ষমা নয়, নাগাল্যান্ড গণহত্যায় তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর - আফস্পা প্রসঙ্গে সুস্মিতা দেব

নাগাল্যান্ড কাণ্ডে (Nagaland Civilian Deaths) দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে ৷ তৃণমূল সাংসদদের এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ বুধবার দু’পক্ষের বৈঠকের (TMC Delegates Meeting with Amit Shah) পর একথা জানিয়েছেন তৃণমূল প্রতিনিধিদলের সদস্যরা ৷

amit shah assured stringent action in nagaland civilian deaths, says tmc delegation
Nagaland Civilian Deaths : দোষীদের ক্ষমা নয়, নাগাল্যান্ড গণহত্যায় তৃণমূল সাংসদদের আশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রীর
author img

By

Published : Dec 8, 2021, 7:08 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : নাগাল্যান্ড গণহত্যায় (Nagaland Civilian Deaths) দোষীদের কাউকে রেয়াত করা হবে না ৷ সামরিকবাহিনীর নিয়ম এবং ভারতীয় দণ্ডবিধি (India Penal Code) মেনেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ এক্ষেত্রে দোষ প্রমাণ হলে সংশ্লিষ্টদের কোর্ট মার্শালও করা হতে পারে ৷ বুধবারের বৈঠকে তৃণমূল প্রতিনিধিদলের সদস্যদের একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (TMC Delegates Meeting with Amit Shah) ৷ বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদরা ৷

আরও পড়ুন : Nagaland civilian deaths : ওটিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের

শনিবার সন্ধ্য়ায় নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় 13 জন গ্রামবাসীর ৷ ঘটনার কড়া নিন্দা করে এই বিষয়ে নিজেদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সময় চান তৃণমূলের সাংসদরা ৷ বুধবার তাঁদের সঙ্গে বৈঠকের সময় দেন অমিত শাহ ৷ সেই অনুযায়ী এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের সাত সাংসদ ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা ৷

প্রতিনিধিদলের অন্য সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee on meeting with Amit Shah) জানান, শনিবারের ঘটনায় যে একটা বড়সড় ‘ভুল’ বোঝাবুঝি হয়েছিল, সেকথা সংসদে আগেই স্বীকার করেছেন অমিত শাহ ৷ এদিনের বৈঠকেও একই কথা বলেছেন তিনি ৷ তৃণমূল সাংসদদের তিনি জানিয়েছেন, ঘটনায় দোষীদের কাউকেই মাফ করা হবে না ৷ তাঁদের কোর্ট মার্শাল করা হবে ৷ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এছাড়া, ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে ৷ সেই মামলায় তদন্ত করছেন স্থানীয় আইপিএস আধিকারিকরা ৷ সামরিকবাহিনীর নিয়ম এবং ভারতীয় দণ্ডবিধি মেনেই অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ ৷

এর পাশাপাশি, নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদরা ৷ স্বরাষ্ট্র মন্ত্রী তাঁদের জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ পাশাপাশি, কেন্দ্রের তরফেও তাঁদের আর্থিক সহযোগিতা করা হবে ৷ খুব শীঘ্রই ক্ষতিপূরণের পরিমাণ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার ৷

বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সাত প্রতিনিধি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যায় কেন্দ্র ও রাজ্যকে স্বতঃপ্রণোদিত নোটিস মানবাধিকার কমিশনের

এদিনের বৈঠকে আফস্পা নিয়েও কথা হয় বলে জানিয়েছেন কল্যাণ ৷ তাঁদের দাবি ছিল, আফস্পা প্রয়োগের ক্ষেত্রে শীর্ষ আদালতের কিছু গাইডলাইন আছে ৷ আগামী দিনে সামরিকবাহিনী যাতে সেই গাইডলাইন মেনে চলে, সেই আবেদনও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ৷ যদিও এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on AFSPA) বলেন, আফস্পা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ৷ নাগাল্যান্ডের ঘটনার পর আফস্পা নিয়ে মানুষের ক্ষোভ বাড়বে বলে আশঙ্কা করেছেন তিনি ৷ তাই তাঁর আবেদন, অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই আইন নিয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করুক ৷

নয়াদিল্লি, 8 ডিসেম্বর : নাগাল্যান্ড গণহত্যায় (Nagaland Civilian Deaths) দোষীদের কাউকে রেয়াত করা হবে না ৷ সামরিকবাহিনীর নিয়ম এবং ভারতীয় দণ্ডবিধি (India Penal Code) মেনেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ এক্ষেত্রে দোষ প্রমাণ হলে সংশ্লিষ্টদের কোর্ট মার্শালও করা হতে পারে ৷ বুধবারের বৈঠকে তৃণমূল প্রতিনিধিদলের সদস্যদের একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (TMC Delegates Meeting with Amit Shah) ৷ বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদরা ৷

আরও পড়ুন : Nagaland civilian deaths : ওটিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের

শনিবার সন্ধ্য়ায় নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সেনাবাহিনীর গুলিতে প্রাণ যায় 13 জন গ্রামবাসীর ৷ ঘটনার কড়া নিন্দা করে এই বিষয়ে নিজেদের বক্তব্য জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সময় চান তৃণমূলের সাংসদরা ৷ বুধবার তাঁদের সঙ্গে বৈঠকের সময় দেন অমিত শাহ ৷ সেই অনুযায়ী এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের সাত সাংসদ ৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা ৷

প্রতিনিধিদলের অন্য সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় (Kalyan Banerjee on meeting with Amit Shah) জানান, শনিবারের ঘটনায় যে একটা বড়সড় ‘ভুল’ বোঝাবুঝি হয়েছিল, সেকথা সংসদে আগেই স্বীকার করেছেন অমিত শাহ ৷ এদিনের বৈঠকেও একই কথা বলেছেন তিনি ৷ তৃণমূল সাংসদদের তিনি জানিয়েছেন, ঘটনায় দোষীদের কাউকেই মাফ করা হবে না ৷ তাঁদের কোর্ট মার্শাল করা হবে ৷ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এছাড়া, ভারতীয় দণ্ডবিধির 302 নম্বর ধারা অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে ৷ সেই মামলায় তদন্ত করছেন স্থানীয় আইপিএস আধিকারিকরা ৷ সামরিকবাহিনীর নিয়ম এবং ভারতীয় দণ্ডবিধি মেনেই অপরাধীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ ৷

এর পাশাপাশি, নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদরা ৷ স্বরাষ্ট্র মন্ত্রী তাঁদের জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ পাশাপাশি, কেন্দ্রের তরফেও তাঁদের আর্থিক সহযোগিতা করা হবে ৷ খুব শীঘ্রই ক্ষতিপূরণের পরিমাণ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার ৷

বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সাত প্রতিনিধি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ড গণহত্যায় কেন্দ্র ও রাজ্যকে স্বতঃপ্রণোদিত নোটিস মানবাধিকার কমিশনের

এদিনের বৈঠকে আফস্পা নিয়েও কথা হয় বলে জানিয়েছেন কল্যাণ ৷ তাঁদের দাবি ছিল, আফস্পা প্রয়োগের ক্ষেত্রে শীর্ষ আদালতের কিছু গাইডলাইন আছে ৷ আগামী দিনে সামরিকবাহিনী যাতে সেই গাইডলাইন মেনে চলে, সেই আবেদনও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ৷ যদিও এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev on AFSPA) বলেন, আফস্পা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ৷ নাগাল্যান্ডের ঘটনার পর আফস্পা নিয়ে মানুষের ক্ষোভ বাড়বে বলে আশঙ্কা করেছেন তিনি ৷ তাই তাঁর আবেদন, অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই আইন নিয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করুক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.