কলকাতা, 31 অক্টোবর: প্যারোলে ছাড়া পেয়ে বিতর্কে জড়িয়েছেন স্বঘোষিত গুরু বাবা গুরমিত রাম রহিম (Gurmeet Ram Rahim) ৷ তাঁর আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বিতর্ককে অন্যমাত্রা দিয়েছে ৷ এবার এই নিয়ে বিজেপিকে (BJP) বিঁধলেন বাংলার প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra) ৷ দাবি করলেন, ভোটের সময় বিজেপিকে সাহায্য করে এই গুরু ৷ সেই কারণেই কি তাঁকে আবার প্যারোলে ছাড়া হয়েছে, তুললেন এই প্রশ্নও ৷ নিজের অভিযোগের স্বপক্ষে যুক্তি সাজাতে তিনি টেনে এনেছেন বিজেপির প্রয়াত নেতা অরুণ জেটলির (Arun Jaitley) প্রসঙ্গও ৷
সোমবার সকাল 10টা 03 মিনিটে মোট চারটি টুইট করেছেন অমিত মিত্র ৷ সেখানে তিনি লিখেছেন, ধর্ষণ (Rape) ও খুনে (Murder) সাজাপ্রাপ্ত বাবা রাম রহিমের সঙ্গে বিজেপির সংযোগের খবর খুব বিস্ময়কর ৷ বিশেষ করে যখন রাম রহিম জেল থেকে প্যারোলে বেরিয়েছেন, সেই সময় কীভাবে তাঁর আয়োজিত ‘সৎসঙ্গে’ যান বিজেপির নেতারা !
এর পরই তিনি অরুণ জেটলির প্রসঙ্গ টানেন ৷ লেখেন, 2017 সালের অগস্টে জিএসটি কাউন্সিলের বৈঠকের লাঞ্চব্রেকে এই নিয়ে একটি বিস্ফোরক গল্প শুনিয়েছিলেন অরুণ জেটলি ৷ যখন তিনি গল্পটি শোনান, সেই সময় সবেমাত্র রাম রহিমের সাজা ঘোষণা হয়েছে ৷
-
With News of BRRs rape conviction,Jaitley recalled that while case was subjudice,Navjot Sidhu,then in BJP, told Arun that if 2 of them visit BRR, as invited, BRR could be wooed to support BJP in 69 decisive seats in Punjab. So, Sidhu & Jaitley took a helicopter &..(2/4)
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With News of BRRs rape conviction,Jaitley recalled that while case was subjudice,Navjot Sidhu,then in BJP, told Arun that if 2 of them visit BRR, as invited, BRR could be wooed to support BJP in 69 decisive seats in Punjab. So, Sidhu & Jaitley took a helicopter &..(2/4)
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022With News of BRRs rape conviction,Jaitley recalled that while case was subjudice,Navjot Sidhu,then in BJP, told Arun that if 2 of them visit BRR, as invited, BRR could be wooed to support BJP in 69 decisive seats in Punjab. So, Sidhu & Jaitley took a helicopter &..(2/4)
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022
অমিত মিত্র লিখেছেন, যখন রাম রহিমের বিষয়টি বিচারাধীন ছিল, সেই সময়কার একটি ঘটনা তাঁদের শুনিয়েছিলেন জেটলি ৷ সেই গল্প অনুসারে, বিজেপিতে থাকাকাকালীন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) অরুণ জেটলিকে জানিয়েছিলেন যে রাম রহিমকে সন্তুষ্ট করতে পারলে পঞ্জাব বিধানসভার গুরুত্বপূর্ণ 69টি আসনে সমর্থন পাওয়া যাবে ৷ সেই কারণে একটি হেলিকপ্টারে রাম রহিমের কাছে যান অরুণ জেটলি ও সিধু ৷
তার পর আশ্রমের একটি গুহায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তখন ছিলেন রাম রহিম ৷ তিনি কিছু শর্ত দেন জেটলিদের ৷ যা শোনার পর সেখান থেকে চলে এসেছিলেন জেটলি ৷ তবে শর্ত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন ৷
-
Now it has come a full circle. BJP leaders are wooing Baba again while on 40 days parole from jail (20 years + life sentence). Incidentally (?!), Adampur by-pole is on Nov 3rd & Hariyana panchayat elections on Nov 12th ! Ironic, indeed !
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Now it has come a full circle. BJP leaders are wooing Baba again while on 40 days parole from jail (20 years + life sentence). Incidentally (?!), Adampur by-pole is on Nov 3rd & Hariyana panchayat elections on Nov 12th ! Ironic, indeed !
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022Now it has come a full circle. BJP leaders are wooing Baba again while on 40 days parole from jail (20 years + life sentence). Incidentally (?!), Adampur by-pole is on Nov 3rd & Hariyana panchayat elections on Nov 12th ! Ironic, indeed !
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 31, 2022
চতুর্থ টুইটে অমিত মিত্র প্রশ্ন তুলেছেন, আগামী 3 নভেম্বর আদমপুরে উপ-নির্বাচন ও হরিয়ানায় আগামী 12 নভেম্বর পঞ্চায়েত ভোট ৷ তার আগে কেন 40 দিনের প্যারোলে ছাড়া হল বাবা রাম রহিমকে ৷ এটা কি নেহাতই কাকতালীয়, সেই প্রশ্নও তুলেছেন অমিত মিত্র ৷
আরও পড়ুন: বাবা 'রেপ' রহিম ! প্যারোলে গান প্রকাশের পরেই আইন পরিবর্তনের ডাক মহুয়ার