নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: কর্নাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলেছে । এর মধ্যেই টুইট করে বিতর্ক ছড়ালেন দিল্লির কংগ্রেস নেতা ও উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ (MP) উদিত রাজ (Congress Leader Udit Raj Tweet) । শনিবারে একটি টুইটে তিনি মহিলাদের জিজ্ঞাসা করেন, মহিলারা শাড়ি ও সালোয়ারের পরিবর্তে জিন্স পরতে চান কি না (Udit Raj Tweet) ?
হিজাব নিয়ে গোটা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে । ইতিমধ্যেই কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি মেয়েদের পোশাক স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন (Congress Leader Priyanka Gandhi) । প্রিয়াংকা গান্ধি জানান, মেয়েদের পছন্দ মতো পোশাক পরার স্বাধীনতা আছে । মেয়েরা নিজেরা ঠিক করবে তাদের পোশাক । তার মধ্যেই কংগ্রেস নেতার বিতর্কিত টুইট সোশ্যাল মিডিয়ায় । কংগ্রেস নেতা উদিত রাজ এই টুইটে লেখেন,"আমি আমার লক্ষ কোটি সমর্থকদের জিজ্ঞাসা করছি, তারা কি শাড়ি-সালোয়ারের পরিবর্তে জিনস পরতে চান ('Wear Jeans Instead Of Saris And Salwars)।" কংগ্রেস নেতার শনিবারের এই টুইট ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ।
আরও পড়ুন: Sonam Kapoor gets trolled : হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও
প্রসঙ্গত, মঙ্গলবার কর্নাটকের মান্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজের একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে । যেখানে দেখা যায়, হিজাব পরিহিত এক কলেজ ছাত্রীকে শিক্ষাঙ্গনে প্রবেশে বাধা দিচ্ছে গেরুয়া উত্তরীয় পরিহিত একদল যুবক, সঙ্গে ‘জয় শ্রী রাম’ ধ্বনি । ওই ছাত্রীকে হিজাব খুলে রেখে ক্লাসে প্রবেশ করার কথাও বলে । সেখানে বিন্দুমাত্র ভয় না পেয়ে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গিয়েছিল মুসকান খান নামে ওই ছাত্রীকে । প্রতিবাদে মুসকান খান আল্লা-হ-আকবর বলে উঠেন । এরপরেই হিজাব-বিতর্কে উত্তপ্ত কর্নাটক সরকার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় । কর্নাটক হাইকোর্টে মামলা হয় (Karnataka High Court On Hijab Row) । হাইকোর্ট রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়ে স্থিতাবস্থা বজায় রাখার কথা বলে ৷