ওয়াশিংটন, 24 জুন: আমেরিকান সঙ্গীতশিল্পী মেরি মিলবেন মঞ্চে গাইলেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন ৷ তারপরেই প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ৷ বিদেশের মাটিতে ভারতীয় ঐতিহ্যকে এইভাবে ফুটে উঠতেই তা নিমেষে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়ো অমিত মালব্য থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা শেয়ার করেছেন নিজের সোশাল অ্যাকাউন্টে ৷
যে কোনও আন্তর্তাজিক মঞ্চে যখন দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে তখন ভারতীয় হিসাবে গর্ব করাটাই স্বাভাবিক ৷ মোদির এবারের তিনদিনের আমেরিকা সফর যেন পরতে পরতে তুলে ধরেছে ভারতীয় সংস্কৃতিকেই ৷ শনিবারও এক দারুণ মুহূর্তের সাক্ষী থাকল গোটা দুনিয়া ৷ ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং রোনাল্ড রোগান বিল্ডিং-এ নমোর আমেরিকা সফরকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন ৷ সেখানেই গানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রখ্যাত সঙ্গীতশিল্পী মেরি মিলবেন-কে ৷
-
A night I will treasure forever.
— Mary Millben (@MaryMillben) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you Prime Minister @narendramodi for your kindness and warmth. An honor to sing for you. Thank you @DDNewslive for airing. India and Indian communities across the world, I love you! God bless the #USIndia alliance. #ModiInUS #PMModiUSVisit https://t.co/FosSOtjL87
">A night I will treasure forever.
— Mary Millben (@MaryMillben) June 24, 2023
Thank you Prime Minister @narendramodi for your kindness and warmth. An honor to sing for you. Thank you @DDNewslive for airing. India and Indian communities across the world, I love you! God bless the #USIndia alliance. #ModiInUS #PMModiUSVisit https://t.co/FosSOtjL87A night I will treasure forever.
— Mary Millben (@MaryMillben) June 24, 2023
Thank you Prime Minister @narendramodi for your kindness and warmth. An honor to sing for you. Thank you @DDNewslive for airing. India and Indian communities across the world, I love you! God bless the #USIndia alliance. #ModiInUS #PMModiUSVisit https://t.co/FosSOtjL87
মিলবেন একজন আফ্রিকান-আমেরিকান হলিউড অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পাী ৷ তিনি মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করলেন ভারতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে ৷ তাঁর কণ্ঠে মুগ্ধ হয়ে উপস্থিত দর্শকরা শুনলেন ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমন ও ওম জয় জগদীশ ৷ এর আগে এক সাক্ষাৎকারে মিলবেন বলেছিলেন, তিনি সত্যিই কৃতজ্ঞ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ভারতীয় সংস্কৃতি তথা বারতীয় সঙ্গীত উপস্থাপন করার সুযোগ পেয়ে ৷ তিনি বলেন, "পরপর চার মার্কিন প্রেসিডেন্টের জন্য আমেরিকান জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করার পর প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ৷"
ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "ভারতীয় সংস্কৃতির একটা আলাদা সৌন্দর্য রয়েছে ৷ কারণ এর মূল্যবোধ অনায়াসে সীমানা অতিক্রম করে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিরজির পা ছুঁয়ে প্রণামের মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী ম্যারি আমাদের প্রাচীন মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ৷ এটি সত্যিই এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত ধারণার প্রতিনিধিত্ব করে।"
অন্যদিকে, বিজেপি সাংসদ কর্নেল রাজ্যবর্ধন রাঠোর বলেছেন, "এর আগে পূর্বে পাপুয়া নিউগিনি থেকে পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রী মোদি একজন ক্যারিশম্যাটিক নেতা, যিনি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেও সম্মান ও প্রশংসার অধিকারী ৷"
আরও পড়ুন: আমেরিকায় বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নবীকরণ করা যাবে, বড় ঘোষণা মোদির
প্রসঙ্গত, জাপানের হিরোশিমায় জি7 শীর্ষক বৈঠকের শেষে পাপুয়া নিউগিনিতে পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। পোর্ট মোরিসবিতে মোদির অবতরণের পরেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। মোদিও উষ্ণ আলিঙ্গন করেন ও হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷