নয়াদিল্লি, 27 মার্চ : এই দশকের আগামী বছরগুলিতে ভয়াবহ তাপপ্রবাহ চলবে ভারতে ৷ এমনই দাবি করেছে মার্কিন গবেষকরা ৷ জিওফিজ়িকাল রিসার্চ লেটারস নামে একটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় আমেরিকার ওক রিজ় ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এই তাপপ্রবাহ চলবে ৷ এই তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের মতো কৃষিতে উন্নত রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে ওই জার্নালে উল্লেখ করা হয়েছে ৷
ওই গবেষণা অনুযায়ী, এবছরের তাপমাত্রার তুলনায় আগামী বছরগুলিতে আবহওয়া আরও অবনতি হবে ৷ যেখানে তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে ৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, এই তাপপ্রবাহের জেরে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ খুব বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে ৷ এর থেকে বাঁচার একমাত্র উপায় উষ্ণায়নে নিয়ন্ত্রণ করা ৷ আর সেটা এখন থেকেই করত হবে ৷ ভবিষ্যতের জন্য বসে থাকলে পরিস্থিতি হাতে বাইরে চলে যাবে বলে দাবি করা হয়েছে ওই জার্নালে প্রকাশিত গবেষণায় ৷
আরও পড়ুন : দক্ষিণে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি
ওই গবেষণাপত্রে আরও বলা হয়েছে, যদি তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, সেক্ষেত্রেও আবহাওয়ার পরিস্থিতি আরও বিজ্জনক হয়ে উঠবে ৷ আর এই উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে জনসংখ্যার বৃদ্ধিতে লাগাম পরানোর কথা বলা হয়েছে ৷ বর্তমানে বাতাসের গড় তাপমাত্রা যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, সেক্ষেত্রেও সামগ্রিকভাবে তার প্রভাব ভয়াবহ হবে বলে ওই জার্নালে দাবি করা হয়েছে ৷