মুম্বই, 5 অক্টোবর : ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে (Mumbai Road Accident) ৷ বান্দ্রার সঙ্গে ওরলির সংযোগকারী ওই সেতুতে (Bandra Worli Sea Link) চারটি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয় (Ambulance crashes with four cars) ৷ মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ৷ এই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে ৷
মুম্বই পুলিশ জানিয়েছে যে ওই দুর্ঘটনায় 8 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ আপাতত তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৷ দু’জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷
এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে পরে প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে টুইট করা হয় ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷
কীভাবে এই দুর্ঘটনা ঘটল ? মুম্বই পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে ভোর 3টে নাগাদ ৷ সেতুর দক্ষিণমুখী অংশে 76 ও 78 নম্বর পোলের মাঝখানে ঘটনাটি ঘটে ৷ একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে ৷ সেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় একটি অ্যাম্বুল্যান্স ৷ সেই সময় সেখানে আসে আরও দু’টি গাড়ি ৷ সেই গাড়ির যাত্রীরাও সাহায্যের জন্য এগিয়ে আসে ৷
উদ্ধারের কাজ চলার সময় দ্রুতগতিতে ছুটে আসা অন্য একটি গাড়ি ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সের পিছনে থাকা একটি গাড়িতে ৷ সেই সময় অ্যাম্বুল্যান্স-সহ চারটি গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে পাঁচজনের মৃত্যু হয় ৷
আরও পড়ুন : যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 25