ETV Bharat / bharat

Ambani Family Threatened আটবার ফোন, অম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে আটক 1 - অম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে আটক 1

সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ডিসপ্লে নম্বরে একটি হুমকিমূলক ফোন আসে । জানা গিয়েছে, মোট 8 বার ফোন করে মুকেশ অম্বানি এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় (Ambani Family threatened again) ৷

Ambani
Ambani
author img

By

Published : Aug 15, 2022, 3:12 PM IST

Updated : Aug 15, 2022, 3:44 PM IST

মুম্বই, 15 অগস্ট: দেশজুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন ৷ তার মাঝেই প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ অম্বানি ৷ অ্যান্টিলিয়ার ঘটনার পর ফের হুমকির মুখে পড়ল অম্বানি পরিবার। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ডিসপ্লে নম্বরে একটি হুমকিমূলক ফোন আসে । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করে । জানা গিয়েছে, মোট 8 বার ফোন করে মুকেশ অম্বানি এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় (Ambani Family threatened again) ৷

এদিন সকাল নাগাদ ফোন আসে হাসপাতালে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে বলেন, তিনঘণ্টার মধ্যে অম্বানি পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে ৷ তা শোনার পরেই থানায় যান হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোনে ওই ব্যক্তি উচ্চস্বরে গালিগালাজও করেন ৷ প্রসঙ্গত, এদিন স্ত্রী এবং পৌত্রের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে মাততে দেখা গিয়েছে দেশের অন্যতম শিল্পপতিকে ৷

আরও পড়ুন : অম্বানির বাড়িতে বোমাতঙ্ক: কালো মার্সিডিজ়েই লুকিয়ে রহস্য ?

অভিযোগ পাওয়ার পরেই হাসপাতালে আসেন পুলিশের কর্মকর্তারা ৷ তদন্তে নেমে ফোনের সূত্র খুঁজে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ জানা গিয়েছে, আটক হওয়া ওই ব্যক্তির নাম আফজল ৷ অম্বানির বাড়ি অ্যান্টিলিয়াতেও ঢুকেছে পুলিশের একটি দল । শিল্পপতির নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে । প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে অ্যান্টিলিয়ার সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল । ওই গাড়ি থেকে বিস্ফোরক পদার্থ 'জিলেটিন' উদ্ধার করেছিল পুলিশ ৷

মুম্বই, 15 অগস্ট: দেশজুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন ৷ তার মাঝেই প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ অম্বানি ৷ অ্যান্টিলিয়ার ঘটনার পর ফের হুমকির মুখে পড়ল অম্বানি পরিবার। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ডিসপ্লে নম্বরে একটি হুমকিমূলক ফোন আসে । এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করে । জানা গিয়েছে, মোট 8 বার ফোন করে মুকেশ অম্বানি এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় (Ambani Family threatened again) ৷

এদিন সকাল নাগাদ ফোন আসে হাসপাতালে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে বলেন, তিনঘণ্টার মধ্যে অম্বানি পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে ৷ তা শোনার পরেই থানায় যান হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোনে ওই ব্যক্তি উচ্চস্বরে গালিগালাজও করেন ৷ প্রসঙ্গত, এদিন স্ত্রী এবং পৌত্রের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে মাততে দেখা গিয়েছে দেশের অন্যতম শিল্পপতিকে ৷

আরও পড়ুন : অম্বানির বাড়িতে বোমাতঙ্ক: কালো মার্সিডিজ়েই লুকিয়ে রহস্য ?

অভিযোগ পাওয়ার পরেই হাসপাতালে আসেন পুলিশের কর্মকর্তারা ৷ তদন্তে নেমে ফোনের সূত্র খুঁজে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ জানা গিয়েছে, আটক হওয়া ওই ব্যক্তির নাম আফজল ৷ অম্বানির বাড়ি অ্যান্টিলিয়াতেও ঢুকেছে পুলিশের একটি দল । শিল্পপতির নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে । প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারিতে অ্যান্টিলিয়ার সামনে গাড়িতে বিস্ফোরক উদ্ধার ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল । ওই গাড়ি থেকে বিস্ফোরক পদার্থ 'জিলেটিন' উদ্ধার করেছিল পুলিশ ৷

Last Updated : Aug 15, 2022, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.