নয়া দিল্লি, 24 অক্টোবর: এবার আর পাসওয়ার্ড নয় 'পাস কি' দিয়েই সহজেই আনলক করা যাবে অ্যামাজন ৷ এই সুবিধা কেবলমাত্র আইওএস ব্যবহারকারীরাই পাবেন ৷ অ্যামাজন ব্রাউজার ও শপিং অ্যাপ দু’টি ক্ষেত্রেই পাসওয়ার্ড ছাড়াই এই শপিং অ্যাপটি সাইন-ইন করতে পারবেন ব্যবহাকারীরা ৷ ব্যাবহারকারীদের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে ৷ নতুন নিয়মে অ্যামাজন অ্যাপ ব্যবহার আরও সহজ হবে বলে মনে করছেন অ্যাপ ডেভলপাররা ৷ সোমবার এমনটাই জানানো হয়েছে ই-কমার্স সাইটটির পক্ষ থেকে ৷
এতদিন পর্যন্ত এই শপিং সাইট ব্যবহার করা জন্য ব্যবহারকারীদের সাইন-ইন করে পাসওয়ার্ড দিতে হত ৷ নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা পাস কি সেট করতে পারবেন ৷ পাশাপাশি মোবাইল ফোন বা ডিভাইস আনলক করার জন্য মুখের ছবি, আঙুলের ছাপ ও মোবাইলের পিন ব্যবহার করেই অ্যামাজনটি আনলক করতে পারবেন ৷ এই প্রসঙ্গেই আমাজনের ইকমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ ট্রেডওয়েল বলেছেন, "এটি গ্রাহকদের আরও সহজে অ্যামাজন সাইট ব্যবহার করতে সাহায্য করবে ৷ একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরও ভালো হবে ৷" সংস্থার পক্ষ থেকে জানানো হয় আপাতত এই ব্যবস্থা আইওস ব্যবহারকারীদের জন্য হলেও শীঘ্রেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হবে এই ব্যবস্থা ৷ পাস কি ব্যবহারের ফলে হ্যাকাররাও সহজে অ্যাপটি হ্যাক করতে পারবেন না ৷
আরও পড়ুন: জানুয়ারির মাঝামাঝি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1 পৌঁছবে সৌরযান, জানালেন ইসরো প্রধান
অ্যামাজনের পক্ষথেকেই জানানো হয়েছে, পাসওয়ার্ড দেওয়ার সময় গ্রাহকরা সাধারণত জন্মদিন বা নাম পাসওয়ার্ড দেন মনে রাখার জন্য ৷ যা হ্যকাররা সহজেই আন্দাজ করতে পারেন ৷ তাই অ্যামাজন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পাস কি ব্যবহার করা যাবে ৷ ডিভাইসে পাস কি যেহেতু ফেস স্ক্যান, ফিঙ্গার প্রিন্ট এবং লক স্ক্রিন পিন থাকে ফলে হ্যাকাররা সহজে তা হ্যাক করতে পারে না ৷ এমনকী সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয় যে পাস কি পাসওয়ার্ড এবং ওটিপি তথা ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করে সাইন করার থেকে বেশি সুরক্ষিত ৷