ETV Bharat / bharat

Amazon India : উৎসবের মরশুমে ‘হাসি সরবরাহ’ করবে অ্য়ামাজন ইন্ডিয়া, ঘুচবে ডিজিটাল বিভেদ - অ্যামাজন ইন্ডিয়া

উৎসবের মরশুমে ‘হাসি সরবরাহ’ করবে অ্য়ামাজন ইন্ডিয়া ৷ ঘুচবে ধনী-দরিদ্রের মধ্যেকার ডিজিটাল বিভেদ ৷ বিনামূল্যে দুস্থ পরিবারের তরুণ সদস্যদের হাতে তুলে দেওয়া হবে ডিজিটাল ডিভাইস ৷ যাতে তারা সহজেই শিক্ষাগ্রহণের পাশাপাশি যাবতীয় জরুরি পরিষেবার নাগাল পেতে পারে ৷

Amazon India will provide free digital devices to young members of poor families by Delivering Smile
Amazon India : উৎসবের মরশুমে ‘হাসি সরবরাহ’ করবে অ্য়ামাজন ইন্ডিয়া, ঘুচবে ডিজিট্যাল বিভেদ
author img

By

Published : Oct 14, 2021, 6:36 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 14 অক্টোবর : দুস্থ পরিবারের সন্তানদের হাতে প্রয়োজনীয় জিজিটাল ডিভাইস তুলে দেওয়ার ব্যবস্থা করল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ৷ দরিদ্র পরিবারের শিশুরাও যাতে ধনী পরিবারের সন্তানদের মতোই ডিজিটাল মাধ্যমে পড়াশোনার সুযোগ পায় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, তার জন্যই এই উদ্যোগ ৷ অ্য়ামাজন কর্তৃপক্ষের আশা, এর ফলে শিশুদের শিক্ষার ক্ষেত্রে অন্তত ধনী-দরিদ্রের বিভেদ ঘুচবে ৷

আরও পড়ুন : Amazon India: উৎসবের মরসুমে দেশে 1.1 লাখ+ মরশুমি কর্মী নিয়োগ অ্যামাজনের

এই উদ্দেশ্যকে সামনে রেখেই চলতি উৎসবের মরশুমে ‘অ্য়ামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2021’-এর (Amazon Great Indian Festival 2021) সঙ্গে ‘ডেলিভারিং স্মাইল’ (Delivering Smile) নামে একটি উদ্যোগের কথা ঘোষণা করেছেন অ্যামাজন ইন্ডিয়া ৷ উৎসবের মরশুমে অন্য়ের হাতে কিছু তুলে দেওয়ার যে আনন্দ, গ্রাহকদের তারই স্বাদ দেবে এই কর্মসূচি ৷ কর্তৃপক্ষের দাবি, আমজনতা চাইলে ডেলিভারিং স্মাইল-এর সঙ্গে অনায়াসে যুক্ত হতে পারেন ৷ তাতে ধনী-দরিদ্রের মধ্যে থাকা ডিজিটাল বিভেদ দূর হবে ৷

এখনও পর্যন্ত যা স্থির হয়েছে, তা হল, প্রাথমিকভাবে দুস্থ পরিবারের শিশু-কিশোরদের হাতে সরাসরি 20 হাজার ডিজিটাল ডিভাইস তুলে দেবে অ্য়ামাজন ৷ তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে 150 টি ছোট, বড় স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এই উদ্যোগ সফল হলে গোটা দেশে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে ৷ গ্রাহকরা চাইলে অ্যামাজন পে অ্য়াপের মাধ্যমে এই কর্মসূচিতে সরাসরি আর্থিক সহযোগিতা করতে পারেন ৷ এছাড়া, তাঁরা তাঁদের পুরনো স্মার্টফোনও দান করতে পারেন পড়ুয়াদের জন্য ৷ যা পরে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, করোনাকালে ভারতে নানা ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে ৷ টাকার লেনদেন থেকে পড়াশোনা, সবই চলছে অনলাইনে ৷ কিন্তু, এদেশের একটা বড় অংশের নাগরিকই দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন ৷ ফলে তাঁদের পক্ষে অত্যাধুনিক এই মাধ্যম ব্য়বহার করা সম্ভব নয় ৷ সেই কারণেই এমন উদ্যোগ হাতে নিয়েছে অ্যামাজন ইন্ডিয়া ৷

আরও পড়ুন : অনলাইন ক্লাসের জন্য দেওয়া স্মার্টফোন ও ট্যাব ব্যবহার হচ্ছে বিনোদনে !

সংস্থার সহ-সভাপতি মণীশ তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘‘করোনাকালে ডিজিটাল বিভেদ অত্যন্ত প্রকট হয়েছে ৷ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, জরুরি পরিষেবার ক্ষেত্রেও এই বৈপরীত্য প্রতিকূলতা তৈরি করেছে ৷ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক পরিবারের তরুণ প্রজন্ম ৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী এবং সহযোগীদের সাহায্যে সেই বৈপরীত্য় দূর করার সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই কারণেই দুস্থ পরিবারের তরুণদের হাতে ডিজিট্যাল ডিভাইস তুলে দেওয়া হবে ৷ যাতে তারা সহজেই শিক্ষাগ্রহণের পাশাপাশি যাবতীয় জরুরি পরিষেবার নাগাল পেতে পারে ৷ উৎসবের মরশুমে এই উদ্যোগ বহু মানুষের মুখে হাসি ফোটাবে ৷’’

বেঙ্গালুরু (কর্ণাটক), 14 অক্টোবর : দুস্থ পরিবারের সন্তানদের হাতে প্রয়োজনীয় জিজিটাল ডিভাইস তুলে দেওয়ার ব্যবস্থা করল অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) ৷ দরিদ্র পরিবারের শিশুরাও যাতে ধনী পরিবারের সন্তানদের মতোই ডিজিটাল মাধ্যমে পড়াশোনার সুযোগ পায় এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, তার জন্যই এই উদ্যোগ ৷ অ্য়ামাজন কর্তৃপক্ষের আশা, এর ফলে শিশুদের শিক্ষার ক্ষেত্রে অন্তত ধনী-দরিদ্রের বিভেদ ঘুচবে ৷

আরও পড়ুন : Amazon India: উৎসবের মরসুমে দেশে 1.1 লাখ+ মরশুমি কর্মী নিয়োগ অ্যামাজনের

এই উদ্দেশ্যকে সামনে রেখেই চলতি উৎসবের মরশুমে ‘অ্য়ামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2021’-এর (Amazon Great Indian Festival 2021) সঙ্গে ‘ডেলিভারিং স্মাইল’ (Delivering Smile) নামে একটি উদ্যোগের কথা ঘোষণা করেছেন অ্যামাজন ইন্ডিয়া ৷ উৎসবের মরশুমে অন্য়ের হাতে কিছু তুলে দেওয়ার যে আনন্দ, গ্রাহকদের তারই স্বাদ দেবে এই কর্মসূচি ৷ কর্তৃপক্ষের দাবি, আমজনতা চাইলে ডেলিভারিং স্মাইল-এর সঙ্গে অনায়াসে যুক্ত হতে পারেন ৷ তাতে ধনী-দরিদ্রের মধ্যে থাকা ডিজিটাল বিভেদ দূর হবে ৷

এখনও পর্যন্ত যা স্থির হয়েছে, তা হল, প্রাথমিকভাবে দুস্থ পরিবারের শিশু-কিশোরদের হাতে সরাসরি 20 হাজার ডিজিটাল ডিভাইস তুলে দেবে অ্য়ামাজন ৷ তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে 150 টি ছোট, বড় স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এই উদ্যোগ সফল হলে গোটা দেশে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে ৷ গ্রাহকরা চাইলে অ্যামাজন পে অ্য়াপের মাধ্যমে এই কর্মসূচিতে সরাসরি আর্থিক সহযোগিতা করতে পারেন ৷ এছাড়া, তাঁরা তাঁদের পুরনো স্মার্টফোনও দান করতে পারেন পড়ুয়াদের জন্য ৷ যা পরে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে ৷

প্রসঙ্গত, করোনাকালে ভারতে নানা ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে ৷ টাকার লেনদেন থেকে পড়াশোনা, সবই চলছে অনলাইনে ৷ কিন্তু, এদেশের একটা বড় অংশের নাগরিকই দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন ৷ ফলে তাঁদের পক্ষে অত্যাধুনিক এই মাধ্যম ব্য়বহার করা সম্ভব নয় ৷ সেই কারণেই এমন উদ্যোগ হাতে নিয়েছে অ্যামাজন ইন্ডিয়া ৷

আরও পড়ুন : অনলাইন ক্লাসের জন্য দেওয়া স্মার্টফোন ও ট্যাব ব্যবহার হচ্ছে বিনোদনে !

সংস্থার সহ-সভাপতি মণীশ তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘‘করোনাকালে ডিজিটাল বিভেদ অত্যন্ত প্রকট হয়েছে ৷ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয়, জরুরি পরিষেবার ক্ষেত্রেও এই বৈপরীত্য প্রতিকূলতা তৈরি করেছে ৷ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক পরিবারের তরুণ প্রজন্ম ৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী এবং সহযোগীদের সাহায্যে সেই বৈপরীত্য় দূর করার সিদ্ধান্ত নিয়েছি ৷ সেই কারণেই দুস্থ পরিবারের তরুণদের হাতে ডিজিট্যাল ডিভাইস তুলে দেওয়া হবে ৷ যাতে তারা সহজেই শিক্ষাগ্রহণের পাশাপাশি যাবতীয় জরুরি পরিষেবার নাগাল পেতে পারে ৷ উৎসবের মরশুমে এই উদ্যোগ বহু মানুষের মুখে হাসি ফোটাবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.