অনন্তনাগ (জম্মু ও কাশ্মীর), 9 জুলাই: তিনদিন বন্ধ থাকার পর রবিবার থেকে ফের শুরু হল অমরনাথ যাত্রা ৷ এই কয়েকদিন হিমালয়ের উঁচু অংশে অবিরাম বৃষ্টি এবং তুষারপাত হচ্ছিল ৷ যো কারণে তিনদিন স্থগিত রাখা হয় অমরনাথ যাত্রা ৷ আবহাওয়া খারাপের জেরে অনেক তীর্থযাত্রী আটকেও পড়েছিল যাত্রাপথে ৷ বর্তমানে বৃষ্টি ও তুষারপাত থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে ৷ তাই এদিন ফের শুরু হল যাত্রা ।
অমরনাথ যাত্রায় বাধা প্রতিকূল আবহাওয়া: আধিকারিকরদের তরফে জানা গিয়েছে, গুহা মন্দিরের চারপাশে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ মন্দিরের দরজাগুলি খুলে দিয়েছে এবং আটকে পড়া ভক্তদের দক্ষিণ কাশ্মীর হিমালয়ের প্রাকৃতিকভাবে তৈরি বরফ-লিঙ্গে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। এমনকী যে সমস্ত ভক্তরা ইতিমধ্যে অমরনাথ দর্শন করেছেন তাদের বালতাল বেস ক্যাম্পে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷
31 অগস্ট শেষ হবে যাত্রা: প্রসঙ্গত, 62 দিনব্যাপী অমরনাথ যাত্রা 1 জুলাই থেকে শুরু হয়েছিল এবং 31 অগস্ট তা শেষ হবে । তীর্থযাত্রীরা এই যাত্রায় ঐতিহ্যবাহী দক্ষিণ কাশ্মীর পহেলগাঁও রুট থেকে হিমালয় গুহা মন্দিরের কাছে যান ৷ যা পহেলগাঁও বেস ক্যাম্প থেকে 43 কিলোমিটারের চড়াই করে পাড়ি দিতে হয় । উত্তর কাশ্মীর বালতাল বেস ক্যাম্প থেকে যা 13 কিলোমিটার দূরত্বে । তবে কাশ্মীর ভারী বৃষ্টিপাতের কারণে যাত্রায় ব্যাঘাত ঘটে ৷ রাস্তায় আটকে পড়ে তীর্থযাত্রীরা ৷ পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে ৷ অনন্তনাগ জেলার কাজিগুন্ডে সেনার শিবিরে 700 জনেরও বেশি অমরনাথ তীর্থযাত্রীকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয় ।
আরও পড়ুন: বিপর্যয় কাটিয়ে শুরু হল অমরনাথ যাত্রা, বেস ক্যাম্প থেকে রওনা হচ্ছেন পুণ্যার্থীরা
শুক্রবার থেকে কাশ্মীর উপত্যকায় খারাপ আবহাওয়া এবং বৃষ্টির কারণে উভয় বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল । এখনও পর্যন্ত গুহাগুলিতে পবিত্র শিব লিঙ্গম পরিদর্শন করা তীর্থযাত্রীর সংখ্যা 80 হাজার ছাড়িয়েছে বলে খবর । তীর্থযাত্রীরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, এ বছর তাদের জন্য প্রতিটি স্টলে নিখুঁত ব্যবস্থা রয়েছে । তীর্থযাত্রীরা আরও জানান, সরকারের এই আয়োজনে তারা বেশ মুগ্ধ । সরকার তীর্থযাত্রীদের নিরাপত্তা-সহ অন্যান্য সবদিকের খেয়াল রেখেছে ৷ যার জন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞ ।