ETV Bharat / bharat

Amarinder Singh Resigns : পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অমরিন্দর সিংয়ের

আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অমরিন্দর সিং ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় ৷ এরপর আজ বিকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন ৷

অমরিন্দর সিং
অমরিন্দর সিং
author img

By

Published : Sep 18, 2021, 4:42 PM IST

Updated : Sep 18, 2021, 6:21 PM IST

অমৃতসর, 18 সেপ্টেম্বর : জল্পনা আগেই ছিল ৷ এবার এই জল্পনাকে সত্যি করে আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ বিকেল 4টে থেকে সাড়ে 4টে নাগাদ রাজভবনে পৌঁছান তিনি ৷ রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন তিনি ৷ এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ৷

আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অমরিন্দর সিং ৷ তিনি জানান, দলে তিনি অসম্মানিত হচ্ছেন ৷ তাই তিনি পদত্যাগ করতে চান ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় ৷ সূত্রের দাবি, নতুন কোনও নেতাকে ভোটের আগে পঞ্জাবের মসনদে বসাতে চায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ আর সেটা আঁচ করেই আগেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন অমরিন্দর সিং ৷

রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ তিনি বলেন, " আমি অপমানিত বোধ করেছি ৷ আমি আজ সকালে কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম ৷ জানিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাই ৷ " তাঁর পরবর্তী পদক্ষেপ হিসাবে জানান, আমি কংগ্রেসে আছি ৷ আমি আমার কংগ্রেসের সহকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলব ৷ তারপর ভবিষ্যতের সিদ্ধান্তের কথা জানাব ৷ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, " যাঁর উপর দলের হাইকম্যান্ডের বিশ্বাস আছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন ৷ "

অমরিন্দর সিংয়ের পদত্যাগ নিয়ে কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েননি ওমর আবদুল্লা ৷ টুইটে বলেন, "আমি মনে করি, বিজেপিকে যে কংগ্রেস টক্কর দেবে, এটা আশা করা উচিৎ না৷ তাদের রাজ্যের নেতারা তো এখন নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত ৷ "

  • I guess it’s too much to expect the Congress to take the fight to the BJP when its state leaders are too busy fighting amongst themselves.

    — Omar Abdullah (@OmarAbdullah) September 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, Amarinder Singh : পদত্যাগের ইচ্ছাপ্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের

পঞ্জাব কংগ্রেসে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছে ৷ পরের বছর সেখানে বিধানসভা নির্বাচন ৷ অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর সম্পর্ক ভাল ছিল না ৷ দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দন্দ্বে জর্জরিত ছিল পঞ্জাব কংগ্রেস ৷ তার আগে এই অন্তর্কলহ স্বাভাবিকভাবে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধিদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছিল ৷ এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে পঞ্জাবের প্রদেশ সভাপতি পরিবর্তন করে কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া নভজ্যোত সিং সিধুকে ৷ তারপরেও ক্ষোভ কমেনি অমরিন্দরের বিরুদ্ধে ৷ অমরিন্দর সিংকে সরাতে সিধুর অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন বলে অভিযোগ ৷ অবশেষে, আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ শোনা যাচ্ছে, তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখর ৷

অমৃতসর, 18 সেপ্টেম্বর : জল্পনা আগেই ছিল ৷ এবার এই জল্পনাকে সত্যি করে আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ বিকেল 4টে থেকে সাড়ে 4টে নাগাদ রাজভবনে পৌঁছান তিনি ৷ রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন তিনি ৷ এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ৷

আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অমরিন্দর সিং ৷ তিনি জানান, দলে তিনি অসম্মানিত হচ্ছেন ৷ তাই তিনি পদত্যাগ করতে চান ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় ৷ সূত্রের দাবি, নতুন কোনও নেতাকে ভোটের আগে পঞ্জাবের মসনদে বসাতে চায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ আর সেটা আঁচ করেই আগেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন অমরিন্দর সিং ৷

রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ তিনি বলেন, " আমি অপমানিত বোধ করেছি ৷ আমি আজ সকালে কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম ৷ জানিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাই ৷ " তাঁর পরবর্তী পদক্ষেপ হিসাবে জানান, আমি কংগ্রেসে আছি ৷ আমি আমার কংগ্রেসের সহকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলব ৷ তারপর ভবিষ্যতের সিদ্ধান্তের কথা জানাব ৷ পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, " যাঁর উপর দলের হাইকম্যান্ডের বিশ্বাস আছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন ৷ "

অমরিন্দর সিংয়ের পদত্যাগ নিয়ে কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েননি ওমর আবদুল্লা ৷ টুইটে বলেন, "আমি মনে করি, বিজেপিকে যে কংগ্রেস টক্কর দেবে, এটা আশা করা উচিৎ না৷ তাদের রাজ্যের নেতারা তো এখন নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত ৷ "

  • I guess it’s too much to expect the Congress to take the fight to the BJP when its state leaders are too busy fighting amongst themselves.

    — Omar Abdullah (@OmarAbdullah) September 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন, Amarinder Singh : পদত্যাগের ইচ্ছাপ্রকাশ পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের

পঞ্জাব কংগ্রেসে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছে ৷ পরের বছর সেখানে বিধানসভা নির্বাচন ৷ অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর সম্পর্ক ভাল ছিল না ৷ দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দন্দ্বে জর্জরিত ছিল পঞ্জাব কংগ্রেস ৷ তার আগে এই অন্তর্কলহ স্বাভাবিকভাবে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধিদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছিল ৷ এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে পঞ্জাবের প্রদেশ সভাপতি পরিবর্তন করে কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া নভজ্যোত সিং সিধুকে ৷ তারপরেও ক্ষোভ কমেনি অমরিন্দরের বিরুদ্ধে ৷ অমরিন্দর সিংকে সরাতে সিধুর অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন বলে অভিযোগ ৷ অবশেষে, আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ শোনা যাচ্ছে, তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখর ৷

Last Updated : Sep 18, 2021, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.