ETV Bharat / bharat

কেকেআরের স্মৃতি উস্কে বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা গম্ভীরের - নির্বাচনী প্রচার

বাংলায় ভোট প্রচারে আসতে পারেন গৌতম গম্ভীর ৷ তার আগে তৃণমূলের ‘বহিরাগত’ তত্ত্ব নিয়ে মুখ খুললেন তিনি ৷ বললেন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপিকে ‘বহিরাগতদের দল’ বলে তোপ দেগেছেন, তাতে তিনি ‘দুঃখিত ও হতাশ’ ৷ গৌতমের দাবি, যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, মনে হয়েছে নিজের বাড়িতেই আছেন ৷ কখনও নিজেকে বাইরের লোক বলে মনে হয়নি তাঁর ৷

west bengal assembly election 2021_Always Felt At Home: Gautam Gambhir May Campaign For BJP In Bengal
প্রচারে নামার আগে বাঙালির আবেগ ছোঁওয়ার চেষ্টা গম্ভীরের
author img

By

Published : Mar 7, 2021, 10:33 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ: তৃণমূলের ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া গেরুয়া শিবির ৷ একদিকে যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান সামনে রেখে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, ঠিক তখনই বাঙালির নস্টালজিয়া ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে দলে টেনে এনেছে বিজেপি ৷ আর এবার গেরুয়াবাহিনীর হয়ে প্রচারে নামতে পারেন প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ৷ সূত্রের খবর, আগামী 22 মার্চ থেকেই এ রাজ্য়ে প্রচার শুরু করবেন তিনি ৷ তার আগে রবিবার বাংলা ও বাঙালির প্রতি নিজের আবেগ প্রকাশ করলেন গৌতম ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ তাঁর কাছে ঘরের মতোই ৷ যখনই এই রাজ্য়ে এসেছেন, মনে হয়েছে নিজের বাড়িতেই আছেন ৷

আদতে দিল্লির ছেলে হলেও গৌতমের বং কানেকশন (বলা ভালো কলকাতা কানেকশন) একটা আছে ৷ ক্রিকেটার জীবনে বেশ কয়েক বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি ৷ এমনকী, তাঁর অধিনায়কত্বে দু’বার ট্রফিও পকেটে পুরেছে শাহরুখের দল ৷ তাই ক্রিকেটপ্রেমী বাঙালির মনে তাঁর জন্য আলাদা আবেগ রয়েছে ৷ ভোট মরশুমে ঠিক এই আবেগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি ৷ জানা গেছে, এ রাজ্যে আটটি পর্যায়েই ভোটের প্রচার করতে পারেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ পাশাপাশি, তাঁকে কাজে লাগানো হবে পড়শি অসমেও ৷ সেখানেও দলের হয়ে একাধিক প্রচার কর্মসূচিতে যোগ দেবেন গৌতম ৷

খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে পা বাড়ালেও এর আগে দিল্লির বাইরে গৌতমের সক্রিয়তা ছিল বাঁধা ধরা ৷ গত বছর হরিয়ানা বিধানসভার ভোটে প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের হয়ে প্রচার করেছিলেন তিনি ৷ কিন্তু এবারই প্রথম পুরো দমে কোনও রাজ্য়ের সামগ্রিক নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন গৌতম ৷ সেক্ষেত্রে, বাংলার এই মঞ্চ তাঁর কাছেও বড় চ্য়ালেঞ্জ ৷ হরিয়ানায় সন্দীপ জিতেছিলেন ৷ বর্তমানে তিনি সে রাজ্য়ের ক্রীড়া ও যুবমন্ত্রী ৷ এখন দেখার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রচারে কতটা ক্য়ারিশমা দেখাতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ৷ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে গৌতমের প্রচারে নামার কথা থাকলেও শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি ৷

আরও পড়ুন: শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির

এদিন পশ্চিমবঙ্গ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ‘বহিরাগত’ তত্ত্ব নিয়েও নিজের মত প্রকাশ করেন গৌতম ৷ তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপিকে ‘বহিরাগতদের দল’ বলে তোপ দেগেছেন, তাতে তিনি ‘দুঃখিত ও হতাশ’ ৷ এ বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন গৌতম ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে থাকার সময়ে একবারের জন্যও আমার মনে হয়নি আমি বহিরাগত, বা আমি সেখানে জন্মাইনি বা বড় হইনি ৷ কিংবা আমি প্রেসিডেন্সি কলেজ বা যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়াশোনা করিনি ৷ কিংবা আমি বড় হতে হতে পার্কস্ট্রিটে দাঁড়িয়ে এগরোল খাইনি ৷ বরং আমার প্রতিবারই মনে হয়েছে, আমি সেই বিশাল পরিবারেরই একটা অংশ, যা আমাকে বরাবর ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছে ৷’’

শুধুমাত্র খেলোয়াড় জীবনের স্মৃতিচারণ নয়, রাজনীতির ময়দানে এসে তিনি যে নেতাদের মতোও কথা বলতে শিখে গিয়েছেন, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন গৌতম ৷ তাঁর দলের নেতা, কর্মী, মন্ত্রীদের দাবি, মমতার নেতৃত্বে দুর্নীতি আর সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাংলা ৷ অভিযোগের সেই এক সুর শোনা গিয়েছে গৌতমের গলাতেও ৷ এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘বোমা-গুলি পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করতে পারে না ৷’’ ইদানীংকালে বাংলাজুড়ে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনার কথাও বলতে ভোলেননি বিজেপির এই তারকা সাংসদ ৷ ভোলেননি সিন্ডিকেটরাজ বা তোলাবাজির প্রসঙ্গও ৷ অর্থাৎ বাংলায় প্রচারের আগে প্রস্তুতি ভালোই সেরে রেখেছেন গৌতম ৷ ইভিএমে তার ফায়দা কতটা পায় দল, এখন সেটাই দেখার ৷

নয়াদিল্লি, 7 মার্চ: তৃণমূলের ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া গেরুয়া শিবির ৷ একদিকে যখন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান সামনে রেখে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, ঠিক তখনই বাঙালির নস্টালজিয়া ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে দলে টেনে এনেছে বিজেপি ৷ আর এবার গেরুয়াবাহিনীর হয়ে প্রচারে নামতে পারেন প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ৷ সূত্রের খবর, আগামী 22 মার্চ থেকেই এ রাজ্য়ে প্রচার শুরু করবেন তিনি ৷ তার আগে রবিবার বাংলা ও বাঙালির প্রতি নিজের আবেগ প্রকাশ করলেন গৌতম ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গ তাঁর কাছে ঘরের মতোই ৷ যখনই এই রাজ্য়ে এসেছেন, মনে হয়েছে নিজের বাড়িতেই আছেন ৷

আদতে দিল্লির ছেলে হলেও গৌতমের বং কানেকশন (বলা ভালো কলকাতা কানেকশন) একটা আছে ৷ ক্রিকেটার জীবনে বেশ কয়েক বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি ৷ এমনকী, তাঁর অধিনায়কত্বে দু’বার ট্রফিও পকেটে পুরেছে শাহরুখের দল ৷ তাই ক্রিকেটপ্রেমী বাঙালির মনে তাঁর জন্য আলাদা আবেগ রয়েছে ৷ ভোট মরশুমে ঠিক এই আবেগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি ৷ জানা গেছে, এ রাজ্যে আটটি পর্যায়েই ভোটের প্রচার করতে পারেন প্রাক্তন এই ক্রিকেটার ৷ পাশাপাশি, তাঁকে কাজে লাগানো হবে পড়শি অসমেও ৷ সেখানেও দলের হয়ে একাধিক প্রচার কর্মসূচিতে যোগ দেবেন গৌতম ৷

খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে পা বাড়ালেও এর আগে দিল্লির বাইরে গৌতমের সক্রিয়তা ছিল বাঁধা ধরা ৷ গত বছর হরিয়ানা বিধানসভার ভোটে প্রাক্তন হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের হয়ে প্রচার করেছিলেন তিনি ৷ কিন্তু এবারই প্রথম পুরো দমে কোনও রাজ্য়ের সামগ্রিক নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন গৌতম ৷ সেক্ষেত্রে, বাংলার এই মঞ্চ তাঁর কাছেও বড় চ্য়ালেঞ্জ ৷ হরিয়ানায় সন্দীপ জিতেছিলেন ৷ বর্তমানে তিনি সে রাজ্য়ের ক্রীড়া ও যুবমন্ত্রী ৷ এখন দেখার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রচারে কতটা ক্য়ারিশমা দেখাতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ৷ প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে গৌতমের প্রচারে নামার কথা থাকলেও শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি ৷

আরও পড়ুন: শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির

এদিন পশ্চিমবঙ্গ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ‘বহিরাগত’ তত্ত্ব নিয়েও নিজের মত প্রকাশ করেন গৌতম ৷ তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপিকে ‘বহিরাগতদের দল’ বলে তোপ দেগেছেন, তাতে তিনি ‘দুঃখিত ও হতাশ’ ৷ এ বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন গৌতম ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে থাকার সময়ে একবারের জন্যও আমার মনে হয়নি আমি বহিরাগত, বা আমি সেখানে জন্মাইনি বা বড় হইনি ৷ কিংবা আমি প্রেসিডেন্সি কলেজ বা যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়াশোনা করিনি ৷ কিংবা আমি বড় হতে হতে পার্কস্ট্রিটে দাঁড়িয়ে এগরোল খাইনি ৷ বরং আমার প্রতিবারই মনে হয়েছে, আমি সেই বিশাল পরিবারেরই একটা অংশ, যা আমাকে বরাবর ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছে ৷’’

শুধুমাত্র খেলোয়াড় জীবনের স্মৃতিচারণ নয়, রাজনীতির ময়দানে এসে তিনি যে নেতাদের মতোও কথা বলতে শিখে গিয়েছেন, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন গৌতম ৷ তাঁর দলের নেতা, কর্মী, মন্ত্রীদের দাবি, মমতার নেতৃত্বে দুর্নীতি আর সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাংলা ৷ অভিযোগের সেই এক সুর শোনা গিয়েছে গৌতমের গলাতেও ৷ এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘বোমা-গুলি পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করতে পারে না ৷’’ ইদানীংকালে বাংলাজুড়ে একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনার কথাও বলতে ভোলেননি বিজেপির এই তারকা সাংসদ ৷ ভোলেননি সিন্ডিকেটরাজ বা তোলাবাজির প্রসঙ্গও ৷ অর্থাৎ বাংলায় প্রচারের আগে প্রস্তুতি ভালোই সেরে রেখেছেন গৌতম ৷ ইভিএমে তার ফায়দা কতটা পায় দল, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.