ETV Bharat / bharat

চাকরির দেওয়ার নামে 63 হাজার টাকায় তরুণীকে বিক্রির অভিযোগ, গ্রেফতার 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:03 PM IST

চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ৷

Etv Bharat
প্রতীকী ছবি

গোরক্ষপুর, 22 নভেম্বর: এক তরুণীকে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে এসে 63 হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবতির বিরুদ্ধে ৷ পুরো বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয় ৷ ঘটনায় গ্রেফতার 4 ৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা ৷

জানা গিয়েছে, মা ও ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন এক তরুণী ৷ মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন যুবক তার বাড়িতে পৌঁছে তরুণীকে জোর করে একটি গাড়িতে তুলে বেরেলিতে নিয়ে যায় ৷ এই সময় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে ৷ দুই যুবক-সহ চারজনকে থানায় নিয়ে যায় ৷

তরুণী জানায়, কয়েকবছর আগে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল ৷ এই কারণে তিনি তাঁর মা ও ছোট বোনকে নিয়ে আলাদা জায়গায় থেকে চাকরি খুঁজছিলেন ৷ এই সময় ভাটহাট এলাকায় প্রিয়াঙ্কা বলে একজনের সঙ্গে দেখা হয় তাঁর ৷ তিনি একটি কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ মঙ্গলবার ফোন করে প্রিয়াঙ্কা তাঁকে ভাটহাটে আসতে বলেন ৷ সেখানে গেলে তাঁকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় ৷

সন্ধ্যায় ফেরার সময় প্রিয়াঙ্কা একটি গাড়ির দিকে ইশারা করে তরুণীকে বসতে বলেন ৷ জানান যে, এই লোকগুলো পথে বাড়িতে ছেড়ে দেবে ৷ এরপর তরুণী গাড়িতে বসেন ৷ কিন্তু বাড়ি ফেরার রাস্তা এসে গেলেও গাড়ি না-থামাতেই চিৎকার শুরু করেন তিনি ৷ এই সময় গাড়িতে বসা তিন যুবক তাঁকে হুমকি দিতে থাকে ৷ এদিকে তরুণীর চিৎকার শুনে লোকজন পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে গিয়ে থানায় নিয়ে আসে ৷

এই ঘটনায় পুলিশ আধিকারিক মানুস পারিক জানান, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে বেরেলির রাজকুমার, ধরমপাল, প্রশান্তদীপ ও ড্রাইভার সোনু ৷ এর মধ্যে রাজকুমার তার বন্ধু প্রশান্তদীপের বিয়ের জন্য যোগাযোগ করেছিলেন ৷ প্রশান্তদীপ তাঁর আত্মীয় সুরজকে একথা জানিয়েছিলেন ৷ সুরজ এই কথা প্রিয়াঙ্কাকে জানালে সে পরিকল্পনামাফিক চাকরি দেওয়ার নাম করে ওই তরুণীকে ভাটহাটে ডাকে ৷ এখানে মেয়েটিকে বিক্রির জন্য 63 হাজার টাকায় লেনদেন করে এই লোকেদের হাতে তুলে দেওয়া হয় । তবে চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্য দুই অভিযুক্ত সুরজ ও প্রিয়াঙ্কার খোঁজ চলছে ৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ৷

আরও পড়ুন :

  1. পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4
  2. দুর্ঘটনায় অকেজো হয়ে যায় পা, বাইক বিক্রি করে দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক নীরজ

গোরক্ষপুর, 22 নভেম্বর: এক তরুণীকে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে এসে 63 হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবতির বিরুদ্ধে ৷ পুরো বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয় ৷ ঘটনায় গ্রেফতার 4 ৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা ৷

জানা গিয়েছে, মা ও ছোট বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন এক তরুণী ৷ মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন যুবক তার বাড়িতে পৌঁছে তরুণীকে জোর করে একটি গাড়িতে তুলে বেরেলিতে নিয়ে যায় ৷ এই সময় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয় ৷ পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে ৷ দুই যুবক-সহ চারজনকে থানায় নিয়ে যায় ৷

তরুণী জানায়, কয়েকবছর আগে মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়েছিল ৷ এই কারণে তিনি তাঁর মা ও ছোট বোনকে নিয়ে আলাদা জায়গায় থেকে চাকরি খুঁজছিলেন ৷ এই সময় ভাটহাট এলাকায় প্রিয়াঙ্কা বলে একজনের সঙ্গে দেখা হয় তাঁর ৷ তিনি একটি কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ মঙ্গলবার ফোন করে প্রিয়াঙ্কা তাঁকে ভাটহাটে আসতে বলেন ৷ সেখানে গেলে তাঁকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় ৷

সন্ধ্যায় ফেরার সময় প্রিয়াঙ্কা একটি গাড়ির দিকে ইশারা করে তরুণীকে বসতে বলেন ৷ জানান যে, এই লোকগুলো পথে বাড়িতে ছেড়ে দেবে ৷ এরপর তরুণী গাড়িতে বসেন ৷ কিন্তু বাড়ি ফেরার রাস্তা এসে গেলেও গাড়ি না-থামাতেই চিৎকার শুরু করেন তিনি ৷ এই সময় গাড়িতে বসা তিন যুবক তাঁকে হুমকি দিতে থাকে ৷ এদিকে তরুণীর চিৎকার শুনে লোকজন পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে গিয়ে থানায় নিয়ে আসে ৷

এই ঘটনায় পুলিশ আধিকারিক মানুস পারিক জানান, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে বেরেলির রাজকুমার, ধরমপাল, প্রশান্তদীপ ও ড্রাইভার সোনু ৷ এর মধ্যে রাজকুমার তার বন্ধু প্রশান্তদীপের বিয়ের জন্য যোগাযোগ করেছিলেন ৷ প্রশান্তদীপ তাঁর আত্মীয় সুরজকে একথা জানিয়েছিলেন ৷ সুরজ এই কথা প্রিয়াঙ্কাকে জানালে সে পরিকল্পনামাফিক চাকরি দেওয়ার নাম করে ওই তরুণীকে ভাটহাটে ডাকে ৷ এখানে মেয়েটিকে বিক্রির জন্য 63 হাজার টাকায় লেনদেন করে এই লোকেদের হাতে তুলে দেওয়া হয় । তবে চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্য দুই অভিযুক্ত সুরজ ও প্রিয়াঙ্কার খোঁজ চলছে ৷ অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ৷

আরও পড়ুন :

  1. পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4
  2. দুর্ঘটনায় অকেজো হয়ে যায় পা, বাইক বিক্রি করে দুঃস্থ খেলোয়াড়কে হুইলচেয়ার কিনে দিলেন বিধায়ক নীরজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.