প্রয়াগরাজ, 4 নভেম্বর: ক্ষতিপূরণ না দিয়ে জমি থেকে উচ্ছেদের অভিযোগ । তার জন্য এলাহাবাদ হাইকোর্টে তিরস্কৃত হল উত্তরপ্রদেশ সরকার । আদালত সাফ জানিয়েছে, ক্ষতিপূরণ না দিয়ে জমি কেড়ে নিতে পারে না কোনও সরকার । গোটা ঘটনায় রাজ্যের জমি সংক্রান্ত বিভাগের দুই অতিরিক্ত প্রধানসচিবের ব্যক্তিগত হলফনামা চেয়েছে আদালত ।
আরও পড়ুন: Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী
যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা দেন জিৎনারায়ণ যাদব এবং আরও দুই ব্যক্তি । দাবি করেন, জমি ঢের আগেই কেড়ে বিয়েছে সরকার । কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাননি তাঁরা । তার শুনানিতেই যোগী সরকারকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি পীযূষ আগরওয়ালের ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন: Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি
মূলত রাজস্ব দফতর, সেচ দফতর এবং পূর্ত দফতরই জমি অধিগ্রহণের কাজ সামলায় । তাদের বিরুদ্ধে থাকা ক্ষতিপূরণ না দিয়ে জমি কেড়ে নেওয়ার কত মামলা জমে রয়েছে, তার একটি তালিকাও চেয়েছে এলাহাবাদ হাইকোর্ট । এই ধরনের অভিযোগ সামাল দিতে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা-ও জানতে চাওয়া হয়েছে । আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।