প্রয়াগরাজ (উত্তর প্রদেশ), 28 এপ্রিল : কোভিড গাইডলাইন মানতে কেন ব্যর্থ হল নির্বাচন কমিশন ৷ প্রশ্ন তুলল আদালত ৷ মঙ্গলবার এই প্রশ্ন তুলল এলাহবাদ হাইকোর্ট ৷ এই নিয়ে ওই আদালতের তরফে নোটিস দেওয়া হয়েছে উত্তর প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনকে ৷
উত্তর প্রদেশে এখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ৷ সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে 135 জন শিক্ষক, শিক্ষামিত্র এবং ইনভেস্টিগেটর মারা গিয়েছেন ৷ সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নোটিস উত্তর প্রদেশ সরকারের জন্য দিয়েছে এলাহবাদ হাইকোর্ট ৷ আদালতের প্রশ্ন, রাজ্যের নির্বাচনী প্যানেলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ? কোভিড বিধি ভাঙার জন্য যাঁরা দায়ী, তাঁদের কোনও অপরাধী করা হবে না ?
উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী দফাগুলিতে যাতে করোনা সংক্রান্ত বিধি মানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ অক্সিজেন না পেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছে ৷ আদালতের পর্যবেক্ষণ, স্বাধীনতার সাত দশক পেরিয়ে যাওয়ার পর দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে না পারা খুবই লজ্জার ব্যাপার ৷
আরও পড়ুন : এই ক’দিনে 450 টন অক্সিজেন সরবরাহ করেছে ভারতীয় রেল
এই পরিস্থিতিতে আদালতের তরফে লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, আগরা, কানপুর, গোরখপুর ও ঝাঁসির সরকারি হাসপাতালগুলিতে দিনে দু’বার করে স্বাস্থ্য-বুলেটিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি উত্তর প্রদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে আদালতের তরফে ৷