হায়দরাবাদ, 4 মে : এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধরা পড়েছে মোট পাঁচজন ৷ ধৃতদের মধ্যে তিনজন নাবালক (5 held in Hyderabad gang rape case) ৷ গ্রেফতার দুই অভিযুক্তের নাম সাদুদ্দিন মালিক এবং ওমর খান ৷
টেক-সিটির রাস্তায় গাড়ি মধ্যে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ পুলিশ যদিও জানিয়েছে, এই অভিযোগ মিথ্যা ৷ তবে বিরোধীদের এখন এটাই অস্ত্র ৷ হায়দরাবাদ ওয়েস্ট জোন পুলিশের তরফে জানানো হয়েছে, কর্নাটকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছিল ৷ সেখান থেকে তাদের ধরা হয়েছে ৷ এক আগে শুক্রবার একজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন নাবালক ৷
ইতিমধ্যেই এই গণধর্ষণের ঘটনায় রাজনৈতিক রং লেগেছে ৷ কংগ্রেস এবং বিজেপির তরফে শাসকদল টিআরএসের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তোলা হয়েছে ৷ বিরোধীদের তরফে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে কেসিআর সরকারের মন্ত্রীর ছেলে রয়েছে ৷
এর মধ্যেই পৌরমন্ত্রী কে.টি রামারাও টুইটে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কড়া পদক্ষেপ করার কথা বলেন ৷ পালটা টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি জালিয়েছেন, তেলেঙ্গানা পুলিশ নিরপেক্ষ তদন্ত চালাচ্ছে ৷
আরও পড়ুন : Hyderabad Gang Rape : হায়দরাবাদ গণধর্ষণে জড়িত নয় মন্ত্রীর ছেলে, দাবি পুলিশের ; গ্রেফতার 1
হায়দরাবাদ যুব কংগ্রেসের তরফে এদিন ডিজিপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় ৷ বিক্ষোভকারীরা কে.টি রামারাও-এর পদত্যাগ দাবি করেন ৷ পুলিশ কর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন ৷ বেশকিছু বিক্ষোভকারীকে আটক করেছে ৷
আরও পড়ুন : Hyderabad Minor Gang Rape : টেক-সিটিতে গাড়ির মধ্যে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত মিম বিধায়কের ছেলে