ETV Bharat / bharat

Telangana School : 1 সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে তেলাঙ্গানায় - cm kc rao

1 সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা সরকার ৷ আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্রশেখর রাও ৷ 30 অগস্টের মধ্যে স্যানিটাইজ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৷

Telangana School
1 সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে তেলেঙ্গানায়, ঘোষণা সরকারের
author img

By

Published : Aug 23, 2021, 10:00 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্যের স্কুল এবং কলেজ মার্চ 2021 থেকে বন্ধ তেলাঙ্গানায় ৷ তবে এবার করোনা সংক্রমণ কমার কারণে আগামী 1 সেপ্টেম্বর থেকে স্কুল -কলেজ খোলার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা সরকার ৷ আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্রশেখর রাও ৷ এই বিষয়ে তিনি আজ মন্ত্রী সবিতা ইন্দ্রারেড্ডি, এরাবেলি দয়াকর রাও, মুখ্যসচিব সোমেশ কুমার এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই স্কুল খোলার সিদ্ধান্ত ঝুলেছিল করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ৷ স্কুল বন্ধ থাকার ফলে অনেকক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ৷ কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না ৷ তবে দৈনিক সংক্রমণের হার কম থাকার ফলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হল ৷ ইতিমধ্যেই স্কুল খোলার পর যাতে করোনাবিধি মেনে পড়াশোনা চালানো যায় সেবিষয়ে শিক্ষা এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হয়েছে ৷ 30 অগস্টের মধ্যে স্কুল এবং কলেজগুলিকে স্যানিটাইজ করা হবে ৷ এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে পঞ্চায়েত এবং পৌরবিষয়ক দফতরকে ৷

আরও পড়ুন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন বুলন্দশহরে

তেলাঙ্গনা সরকার মার্চে স্কুল বন্ধ করেছিল ৷ এরপর নবম এবং তার বেশি শ্রেণির ক্লাস আংশিকভাবে নেওয়া হচ্ছিল ৷ জুলাইতে পাকাপাকিভাবে সরকার স্কুল খোলার সিদ্ধান্ত নিলে হাইকোর্ট তাদের প্রশ্ন করে এবং সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দেয় ৷ এরপর করোনা সংক্রমণ কমার ফলে আজ স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয় তেলাঙ্গানা সরকার ৷ তেলাঙ্গানা ছাড়াও দেশের বেশ কয়েকটি রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেপ্টেম্বর থেকে ৷

হায়দরাবাদ, 23 অগস্ট : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্যের স্কুল এবং কলেজ মার্চ 2021 থেকে বন্ধ তেলাঙ্গানায় ৷ তবে এবার করোনা সংক্রমণ কমার কারণে আগামী 1 সেপ্টেম্বর থেকে স্কুল -কলেজ খোলার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা সরকার ৷ আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্রশেখর রাও ৷ এই বিষয়ে তিনি আজ মন্ত্রী সবিতা ইন্দ্রারেড্ডি, এরাবেলি দয়াকর রাও, মুখ্যসচিব সোমেশ কুমার এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই স্কুল খোলার সিদ্ধান্ত ঝুলেছিল করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ৷ স্কুল বন্ধ থাকার ফলে অনেকক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ৷ কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না ৷ তবে দৈনিক সংক্রমণের হার কম থাকার ফলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হল ৷ ইতিমধ্যেই স্কুল খোলার পর যাতে করোনাবিধি মেনে পড়াশোনা চালানো যায় সেবিষয়ে শিক্ষা এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হয়েছে ৷ 30 অগস্টের মধ্যে স্কুল এবং কলেজগুলিকে স্যানিটাইজ করা হবে ৷ এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে পঞ্চায়েত এবং পৌরবিষয়ক দফতরকে ৷

আরও পড়ুন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কল্যাণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন বুলন্দশহরে

তেলাঙ্গনা সরকার মার্চে স্কুল বন্ধ করেছিল ৷ এরপর নবম এবং তার বেশি শ্রেণির ক্লাস আংশিকভাবে নেওয়া হচ্ছিল ৷ জুলাইতে পাকাপাকিভাবে সরকার স্কুল খোলার সিদ্ধান্ত নিলে হাইকোর্ট তাদের প্রশ্ন করে এবং সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দেয় ৷ এরপর করোনা সংক্রমণ কমার ফলে আজ স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয় তেলাঙ্গানা সরকার ৷ তেলাঙ্গানা ছাড়াও দেশের বেশ কয়েকটি রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেপ্টেম্বর থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.