ETV Bharat / bharat

Murder in Aligarh: অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার যুবক - Aligarh

Man Killed his Girlfriend in Aligarh: অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল প্রেমিকার ৷ সেই নিয়ে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি ৷ শেষে প্রেমিকের হাতেই মর্মান্তিক পরিণতি তরুণীর ! অভিযোগ, শ্বাসরোধ করে তরুণীকে খুন করে প্রেমিক ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷ উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা ৷

Murder in Aligarh
Murder in Aligarh
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 2:51 PM IST

আলিগড়, 27 অক্টোবর: প্রেমিকার বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র ৷ সেই রাগে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের কুয়ারসি থানা এলাকায় ৷ মেয়েটির পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শিনু ৷ বছর 24-এর ওই মেয়েটি কুয়ারসি থানার বারহেটি এলাকার বাসিন্দা ছিলেন ৷ বৃহস্পতিবার তিনি চাষের খেতে কাজ করতে যান ৷ অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি দেখে শিনুর ভাই মনোজ-সহ পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন ।

অনেক খোঁজাখুঁজির পর ওই গ্রামের বাসিন্দা রাজবীরের বাড়ির সামনে খড়ের গাদার মধ্যে পাওয়া যায় শিনুকে । পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায় ।

শিনুর ভাই মনোজ এই নিয়ে কাঠগড়ায় তোলে একই গ্রামের বাসিন্দা সঞ্জীব কুমার ওরফে রাজাকে ৷ তাঁর দাবি, রাজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিনুর । কিন্তু শিনুর অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল ৷ সেই কারণেই মনোজ এই নিয়ে রাজার উপরই বোনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে ৷ পুলিশ রাজাকে গ্রেফতার করে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত রাজার সঙ্গে শিনুর প্রেমের সম্পর্ক ছিল । শিনুর বিয়ে অন্য জায়গায় ঠিক করে তাঁর পরিবার । এই বিষয়ে জানতে পেরে রেগে যায় রাজা ৷ এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । বিবাদের পর বৃহস্পতিবার সঞ্জীব ওরফে রাজা শিনুকে রাজবীরের বাড়ির পিছনে ডাকে । শিনু আসার সঙ্গে সঙ্গে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । হত্যার পর মৃতদেহ খড়ের মধ্যে লুকিয়ে রাখা হয় ।

এই বিষয়ে আলিগড়ের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক জানান, মৃতার ভাই খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷

আরও পড়ুন: স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা

আলিগড়, 27 অক্টোবর: প্রেমিকার বিয়ে ঠিক হয়েছিল অন্যত্র ৷ সেই রাগে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের কুয়ারসি থানা এলাকায় ৷ মেয়েটির পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শিনু ৷ বছর 24-এর ওই মেয়েটি কুয়ারসি থানার বারহেটি এলাকার বাসিন্দা ছিলেন ৷ বৃহস্পতিবার তিনি চাষের খেতে কাজ করতে যান ৷ অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি দেখে শিনুর ভাই মনোজ-সহ পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকেন ।

অনেক খোঁজাখুঁজির পর ওই গ্রামের বাসিন্দা রাজবীরের বাড়ির সামনে খড়ের গাদার মধ্যে পাওয়া যায় শিনুকে । পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায় ।

শিনুর ভাই মনোজ এই নিয়ে কাঠগড়ায় তোলে একই গ্রামের বাসিন্দা সঞ্জীব কুমার ওরফে রাজাকে ৷ তাঁর দাবি, রাজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিনুর । কিন্তু শিনুর অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল ৷ সেই কারণেই মনোজ এই নিয়ে রাজার উপরই বোনের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে ৷ পুলিশ রাজাকে গ্রেফতার করে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত রাজার সঙ্গে শিনুর প্রেমের সম্পর্ক ছিল । শিনুর বিয়ে অন্য জায়গায় ঠিক করে তাঁর পরিবার । এই বিষয়ে জানতে পেরে রেগে যায় রাজা ৷ এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় । বিবাদের পর বৃহস্পতিবার সঞ্জীব ওরফে রাজা শিনুকে রাজবীরের বাড়ির পিছনে ডাকে । শিনু আসার সঙ্গে সঙ্গে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । হত্যার পর মৃতদেহ খড়ের মধ্যে লুকিয়ে রাখা হয় ।

এই বিষয়ে আলিগড়ের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক জানান, মৃতার ভাই খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷

আরও পড়ুন: স্ত্রীকে ভিডিয়ো কল করে শিশুপুত্রকে খুনের পর আত্মঘাতী বাবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.