ETV Bharat / bharat

Akhilesh Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়ব না : অখিলেশ - Yogi Adityanath

মহম্মদ আলি জিন্নাকে মহাত্মা গান্ধি এবং এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতোই স্বাধীনতা সংগ্রামী বলে সম্প্রতি মন্তব্য করেন অখিলেশ । সেই নিয়ে বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশ ভোটে না লড়ার ঘোষণা অখিলেশের ।

Akhilesh Yadav says hAkhilesh Yadav says he will not contest in next Uttar Pradesh Assembly Election e will not contest in next Uttar Pradesh Assembly Election
নিজে ভোটে লড়বেন না, ঘোষণা অখিলেশের
author img

By

Published : Nov 1, 2021, 2:14 PM IST

Updated : Nov 1, 2021, 3:08 PM IST

লখনউ, 1 নভেম্বর: তাঁর হাত ধরেই ফের মাথা তুলে দাঁড়াতে চাইছে দল । কিন্তু ভোটের লড়াইয়েই থাকছেন না অখিলেশ যাদব । আগামী বছর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে উত্তরপ্রদেশে । তার মধ্যেই ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির (এসপি) সুপ্রিমো অখিলেশ ।

মহম্মদ আলি জিন্নাকে মহাত্মা গান্ধি এবং এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতোই স্বাধীনতা সংগ্রামী বলে সম্প্রতি মন্তব্য করেন অখিলেশ । সেই নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করে চলেছে বিজেপি । তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তার মধ্যেই আগামী নির্বাচনে নাম লেখাবেন না বলে জানিয়ে দিলেন আজমগড়ের সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ ।

ভোটের প্রস্তুতির মধ্যে সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভোটে না লড়ার কথা ঘোষণা করেন অখিলেশ । তবে নিজে ভোটে না লড়লেও, আঞ্চলিক দলগুলিকে একজোট করে বিজেপি-কে কোণঠাসা করার প্রক্রিয়া চালু রাখবেন বলে জানান তিনি । অখিলেশ বলেন, ‘‘রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সঙ্গে জোট পাকা ৷ আসন ভাগাভাগিতে শুধু সিলমোহর পড়া বাকি ৷’’

এর পরই ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন এসপি প্রধান ৷ তিনি বলেন, ‘‘নিজে এ বার বিধানসভা ভোটে লড়ছি না ৷ তবে কৃষক, সাধারণ মানুষের সমস্যা, বেকারত্ব নিয়ে লড়াই চালিয়ে যাব ৷ মানুষের সমর্থন পেলে, আমাদের সরকার সমস্ত সমস্যা নিরসনের চেষ্টা করবে ৷ প্রত্যেকের জন্য তৈরি করা হবে ন্যূনতম প্রকল্প ৷’’

আরও পড়ুন: Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে 'ঘর ওয়াপসি' বরুণের, তুঙ্গে জল্পনা

2012 থেকে 2017 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ ৷ বর্তমানে আজমগড়ের সাংসদ ৷ আগে কনৌজ থেকেও উত্তরপ্রদেশের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন ৷ রাজ্য বিধান পরিষদেরও সদস্য ছিলেন ৷ কিন্তু দলের নেতৃত্বে থেকেও কেন ভোটে লড়বেন না, তার কারণ খোলসা করেননি অখিলেশ ৷ বরং জানিয়েছেন, তিনি নিজের মনের কথা জানিয়েছেন ৷ এ বার দল সিদ্ধান্ত নেবে , তাঁকে ভোটের ময়দানে নামানো হবে, না, হবে না ৷

পূর্ব অভিজ্ঞতা থেকে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অখিলেশ ৷ কংগ্রেসের মতো জাতীয় দলের পরিবর্তে আরএলডি-র মতো আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে বিজেপি-কে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি ৷ যদিও তবে প্রস্তুতিতে পিছিয়ে নেই কংগ্রেসও ৷ লখিমপুর খেরি, হাথরসের মতো ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সরাসরি প্রিয়ঙ্কা গান্ধি বঢরা ৷

তবে কংগ্রেস নয়, উত্তরপ্রদেশে একমাত্র এসপি-ই বিজেপি-র মোকাবিলা করতে সক্ষম বলে মত অখিলেশের ৷ তাঁর কথায়, ‘‘সমাজবাদী পার্টিই একমাত্র দল, যারা বিজেপি-র মোকাবিলা করতে পারে এবং তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে ৷ কৃষকরা আমাদে সঙ্গে রয়েছেন ৷ এ বার রাজ্যে পরিবর্তন আসবেই ৷ মানুষ মনস্থির করেই ফেলেছেন ৷ কোভিডের সময়ও আমাদের কর্মীরা রাস্তায় বেরিয়ে সাহায্যে ছুটে গিয়েছেন ৷ সরকার যাঁদের দিকে ফিরেও তাকায়নি, আমরা তাঁদের সবরকম ভাবে সাহায্য করেছি ৷ তা সহ্য করতে না পেরে মামলা করা হয়েছে আমাদের কর্মীদের বিরুদ্ধে ৷ কিন্তু আমরা পিছিয়ে আসিনি ৷’’

তবে দলকে নিয়ে আত্মবিশ্বাসী হলেও, বিজেপি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে কিছু নেতাকে ভাঙিয়ে আনা ছাড়া জোটের প্রশ্নে এখনও পর্যন্ত নজরকাড়ার মতো কিছু করে দেখাতে পারেননি অখিলেশ ৷ আরএলডি-র সঙ্গে জোটের কথা পাকা হয়ে গেলেও, আসন ভাগাভাগি এখনও ঝুলে রয়েছে ৷ কাকা শিবপাল সিং যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়া (পিএসপিএল)-র সঙ্গেও জোট বাঁধা নিয়ে আলোচনা আটকে রয়েছে ৷

আরও পড়ুন: Fuel Price Hike : একধাক্কায় 266 টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি-র, বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয় খাওয়ার খরচও

পুরনো বিবাদ সরিয়ে রেখে অখিলেশ যদিও কাকার সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ৷ জোটে কাকা এবং তাঁর দলকে প্রাপ্য সম্মান দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি ৷ তবে শিবপালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ অন্য দিকে, উত্তরপ্রদেশে খাতা খুলতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গেও অখিলেশের হাত মেলানো নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ কিন্তু তেমন কিছুই এগোয়নি বলে জানিয়েছেন অখিলেশ ৷ আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর সঙ্গেও কথা এগোয়নি তাঁদের ৷

লখনউ, 1 নভেম্বর: তাঁর হাত ধরেই ফের মাথা তুলে দাঁড়াতে চাইছে দল । কিন্তু ভোটের লড়াইয়েই থাকছেন না অখিলেশ যাদব । আগামী বছর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে উত্তরপ্রদেশে । তার মধ্যেই ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির (এসপি) সুপ্রিমো অখিলেশ ।

মহম্মদ আলি জিন্নাকে মহাত্মা গান্ধি এবং এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মতোই স্বাধীনতা সংগ্রামী বলে সম্প্রতি মন্তব্য করেন অখিলেশ । সেই নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করে চলেছে বিজেপি । তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তার মধ্যেই আগামী নির্বাচনে নাম লেখাবেন না বলে জানিয়ে দিলেন আজমগড়ের সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ ।

ভোটের প্রস্তুতির মধ্যে সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভোটে না লড়ার কথা ঘোষণা করেন অখিলেশ । তবে নিজে ভোটে না লড়লেও, আঞ্চলিক দলগুলিকে একজোট করে বিজেপি-কে কোণঠাসা করার প্রক্রিয়া চালু রাখবেন বলে জানান তিনি । অখিলেশ বলেন, ‘‘রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সঙ্গে জোট পাকা ৷ আসন ভাগাভাগিতে শুধু সিলমোহর পড়া বাকি ৷’’

এর পরই ভোটে লড়বেন না বলে জানিয়ে দেন এসপি প্রধান ৷ তিনি বলেন, ‘‘নিজে এ বার বিধানসভা ভোটে লড়ছি না ৷ তবে কৃষক, সাধারণ মানুষের সমস্যা, বেকারত্ব নিয়ে লড়াই চালিয়ে যাব ৷ মানুষের সমর্থন পেলে, আমাদের সরকার সমস্ত সমস্যা নিরসনের চেষ্টা করবে ৷ প্রত্যেকের জন্য তৈরি করা হবে ন্যূনতম প্রকল্প ৷’’

আরও পড়ুন: Varun Gandhi: দিদি প্রিয়াঙ্কার হাত ধরে কি কংগ্রেসে 'ঘর ওয়াপসি' বরুণের, তুঙ্গে জল্পনা

2012 থেকে 2017 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ ৷ বর্তমানে আজমগড়ের সাংসদ ৷ আগে কনৌজ থেকেও উত্তরপ্রদেশের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন ৷ রাজ্য বিধান পরিষদেরও সদস্য ছিলেন ৷ কিন্তু দলের নেতৃত্বে থেকেও কেন ভোটে লড়বেন না, তার কারণ খোলসা করেননি অখিলেশ ৷ বরং জানিয়েছেন, তিনি নিজের মনের কথা জানিয়েছেন ৷ এ বার দল সিদ্ধান্ত নেবে , তাঁকে ভোটের ময়দানে নামানো হবে, না, হবে না ৷

পূর্ব অভিজ্ঞতা থেকে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন অখিলেশ ৷ কংগ্রেসের মতো জাতীয় দলের পরিবর্তে আরএলডি-র মতো আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে বিজেপি-কে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি ৷ যদিও তবে প্রস্তুতিতে পিছিয়ে নেই কংগ্রেসও ৷ লখিমপুর খেরি, হাথরসের মতো ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সরাসরি প্রিয়ঙ্কা গান্ধি বঢরা ৷

তবে কংগ্রেস নয়, উত্তরপ্রদেশে একমাত্র এসপি-ই বিজেপি-র মোকাবিলা করতে সক্ষম বলে মত অখিলেশের ৷ তাঁর কথায়, ‘‘সমাজবাদী পার্টিই একমাত্র দল, যারা বিজেপি-র মোকাবিলা করতে পারে এবং তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে ৷ কৃষকরা আমাদে সঙ্গে রয়েছেন ৷ এ বার রাজ্যে পরিবর্তন আসবেই ৷ মানুষ মনস্থির করেই ফেলেছেন ৷ কোভিডের সময়ও আমাদের কর্মীরা রাস্তায় বেরিয়ে সাহায্যে ছুটে গিয়েছেন ৷ সরকার যাঁদের দিকে ফিরেও তাকায়নি, আমরা তাঁদের সবরকম ভাবে সাহায্য করেছি ৷ তা সহ্য করতে না পেরে মামলা করা হয়েছে আমাদের কর্মীদের বিরুদ্ধে ৷ কিন্তু আমরা পিছিয়ে আসিনি ৷’’

তবে দলকে নিয়ে আত্মবিশ্বাসী হলেও, বিজেপি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে কিছু নেতাকে ভাঙিয়ে আনা ছাড়া জোটের প্রশ্নে এখনও পর্যন্ত নজরকাড়ার মতো কিছু করে দেখাতে পারেননি অখিলেশ ৷ আরএলডি-র সঙ্গে জোটের কথা পাকা হয়ে গেলেও, আসন ভাগাভাগি এখনও ঝুলে রয়েছে ৷ কাকা শিবপাল সিং যাদবের প্রগতিশীল সমাজবাদী পার্টি লোহিয়া (পিএসপিএল)-র সঙ্গেও জোট বাঁধা নিয়ে আলোচনা আটকে রয়েছে ৷

আরও পড়ুন: Fuel Price Hike : একধাক্কায় 266 টাকা দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি-র, বাড়তে পারে হোটেল-রেস্তরাঁয় খাওয়ার খরচও

পুরনো বিবাদ সরিয়ে রেখে অখিলেশ যদিও কাকার সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ৷ জোটে কাকা এবং তাঁর দলকে প্রাপ্য সম্মান দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি ৷ তবে শিবপালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ অন্য দিকে, উত্তরপ্রদেশে খাতা খুলতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গেও অখিলেশের হাত মেলানো নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ কিন্তু তেমন কিছুই এগোয়নি বলে জানিয়েছেন অখিলেশ ৷ আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন-এর সঙ্গেও কথা এগোয়নি তাঁদের ৷

Last Updated : Nov 1, 2021, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.