ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence : 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি অখিলেশের - লখিমপুর খেরি কাণ্ড

লখিমপুর খেরিতে মৃতদের পরিবারকে 2 কোটি টাকা করে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি দেওয়ার দাবি জানালেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷

Akhilesh Yadav, Lakhimpur Kheri Violence
Lakhimpur Kheri Violence
author img

By

Published : Oct 8, 2021, 10:20 AM IST

লখিমপুর খেরি, 8 অক্টোবর : লখিমপুর খেরির ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ মৃতদের পরিবারগুলিকে 2 কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবি জানান অখিলেশ (Akhilesh Yadav) ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি তিনি সরকারি চাকরির দাবিও জানিয়েছেন তিনি ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি ৷ তাঁরা সবাই ন্যায্য বিচার চান ৷ সত্য সামনে আসবে ৷ এমন অনেক ঘটনাই রয়েছে যেখানে সত্য জানা যায়নি ৷ জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সর্বাধিক ৷"

অখিলেশ আরও বলেন, "এই মামলায় মন্ত্রী অজয় মিশ্রের সঙ্গে কোনও পুলিশ আধিকারিককে দেখা করতে হলে আগে তাঁকে স্যালুট করতে হবে ৷ এখন যে অফিসার মন্ত্রীকে স্যালুট করছেন, তিনি কী সেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবেন ? প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র এই ঘটনায় জড়িত ৷ ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, যাতে এখানে মানুষ ওই ভিডিয়ো শেয়ার করতে না পারেন এবং সত্যিটা কী তা জানতে না পারেন ৷"

গত 3 অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় চারজন কৃষক-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আশিস মিশ্রের বিরুদ্ধে ওই দিন বিক্ষোভরত কৃষকদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় সোমবার আশিসের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

লখিমপুর খেরি, 8 অক্টোবর : লখিমপুর খেরির ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ মৃতদের পরিবারগুলিকে 2 কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবি জানান অখিলেশ (Akhilesh Yadav) ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি তিনি সরকারি চাকরির দাবিও জানিয়েছেন তিনি ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি ৷ তাঁরা সবাই ন্যায্য বিচার চান ৷ সত্য সামনে আসবে ৷ এমন অনেক ঘটনাই রয়েছে যেখানে সত্য জানা যায়নি ৷ জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সর্বাধিক ৷"

অখিলেশ আরও বলেন, "এই মামলায় মন্ত্রী অজয় মিশ্রের সঙ্গে কোনও পুলিশ আধিকারিককে দেখা করতে হলে আগে তাঁকে স্যালুট করতে হবে ৷ এখন যে অফিসার মন্ত্রীকে স্যালুট করছেন, তিনি কী সেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবেন ? প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র এই ঘটনায় জড়িত ৷ ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, যাতে এখানে মানুষ ওই ভিডিয়ো শেয়ার করতে না পারেন এবং সত্যিটা কী তা জানতে না পারেন ৷"

গত 3 অক্টোবর লখিমপুর খেরির ঘটনায় চারজন কৃষক-সহ মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আশিস মিশ্রের বিরুদ্ধে ওই দিন বিক্ষোভরত কৃষকদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় সোমবার আশিসের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর দায়ের করে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.