নয়াদিল্লি, 7 নভেম্বর : ছটপুজোর পরই লখনউ সফরে যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ জল্পনা সত্যি হলে বিধানসভা নির্বাচনের আগে মমতার এই উত্তরপ্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ সূত্রের দাবি, যোগী রাজ্যে গিয়ে তাঁর সরকার ও দলের বিরুদ্ধে প্রচারে ঝাঁপাবেন মমতা ৷ আওয়াজ তুলবেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) ও অখিলেশ যাদবের (Akhilesh Yadav) পক্ষে ৷ সপা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই টেলিফোনে পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন অখিলেশ ও মমতা ৷ 2022-এর উত্তরপ্রদেশ নির্বাচনের আগে মমতা কবে কোথায় প্রচারে অংশ নেবেন, তা নিয়েও তাঁদের দু’জনের মধ্যে আলোচনা চলছে ৷
আরও পড়ুন : Leander Paes : ধর্মের রাজনীতি রুখতেই সহজাত নেত্রী মমতার দলে যোগ, জানালেন তৃণমূলের লিয়েন্ডার
সূত্রের দাবি, উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরতে মমতার দেখানো পথেই হাঁটছেন অখিলেশ ৷ ছোট ছোট দল তৈরি করে একেবারে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন সপা প্রতিনিধিরা ৷ বাংলায় একুশের ভোটের আগে এই রণকৌশলেই বাজিমাত করেছিলেন মমতা ৷ এবার অখিলেশও সেই ফর্মুলা ব্যবহার করছেন ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগানও অনুসরণ করেছেন অখিলেশ ৷ তাঁর স্লোগান হল, ‘আব ইউপি মে খেলা হোই’ ৷ দলের নেতা, কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই স্লোগান ব্যবহার করা হচ্ছে ৷
বিজেপিকে হঠাতে আগামী দিনে উত্তরপ্রদেশের মাটিতেও কোমর বেঁধে প্রচারে নামবেন বাংলার ঘরের মেয়ে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ডিম্পল যাদব এবং জয়া বচ্চনের সঙ্গেই একমঞ্চে উপস্থিত থেকে অখিলেশ ও তাঁর দলের হয়ে প্রচার করবেন মমতা ৷ গেরুয়া শিবিরকে উৎখাত করতে উত্তরপ্রদেশবাসীকে অখিলেশকে আশীর্বাদ করার আবেদন জানাবেন তিনি ৷
আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা
সপা নেতারা জানাচ্ছেন, আসলে নরেন্দ্র মোদির (Narendra Modi) পাল্টা অস্ত্র হিসাবেই ব্যবহার করা হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের যেখানে যেখানে মোদি জনসভা করবেন, সেখানে সেখানেই মমতার প্রচার কর্মসূচি রাখা হবে ৷ এছাড়া, বেশ কয়েকটি জেলায় মমতা রোড শো-ও করবেন ৷ এসবের মধ্যেই উত্তরপ্রদেশজুড়ে নতুন ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগিয়েছে সমাজবাদী পার্টি ৷ তাতে লেখা থাকছে ‘আব ইউপি মে খেলা হোই’ ৷