নয়াদিল্লি, 17 অগস্ট : কূটনৈতিক চালেই আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতীয় রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের দেশে (Indian Officials' Evacuation) ফেরাতে সমর্থ হল দিল্লি ৷ কাবুল বিমানবন্দরের ভয়ংকর পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার বিমান সেখানে আটকে পড়েছিল ৷ ফিরতে পারছিলেন না ভারতীয় আধিকারিকরা ৷ সেই অবস্থায় তাঁদের দেশে ফেরা নিশ্চিত করতে আসরে নামেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)৷ রাতেই তিনি কথা বলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা (US NSA) জেক সুলিভানের সঙ্গে ৷
15 অগস্ট কাবুলে (Kabul) রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার দু'টি বিমান ৷ সেই বিমানে ভারতীয় দূতাবাস কর্মী ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল । কিন্তু ভারতীয় দূতাবাসকে নিজেদের নজরদারির মধ্যে রেখেছিল তালিবান। কাবুল তালিবান দখলে চলে যাওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমে খারাপ হয়েছে আফগানিস্তানে ৷
আরও পড়ুন: Afghanistan: রাষ্ট্রদূত-সহ 120 ভারতীয় কর্মীকে নিয়ে কাবুল থেকে ফিরল বায়ুসেনার বিমান
গতকাল বায়ুসেনার বিমানে প্রথম ধাপে 45 জন ভারতীয় আধিকারিককে উদ্ধার করা হয়েছিল ৷ কাবুল বিমানবন্দরে গতকালের ভয়ংকর পরিস্থিতির মধ্যেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারতীয় কূটনীতিকদের একাংশকে নিয়ে টেক অফ করে বায়ুসেনার বিমান ৷ কিন্তু এরপর আফগানদের দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ বিমানের চাকা জড়িয়ে দেশ থেকে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ চলন্ত বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় আফগানদের ৷ পরিস্থিতি সামাল দিতে মার্কিন বাহিনীর গুলিতে মৃত্যু হয় কয়েকজনের ৷ বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর ৷ ফলে বায়ুসেনার অপর বিমানটি কাবুলেই আটকে পড়ে ৷ দূতাবাসে আটকে থাকা বাকি কর্মীদের দেশে ফেরানো সম্ভব হয়নি ৷ এরপরই অবিলম্বে সেই বিমান ফেরাতে তৎপর হয় দিল্লি ৷ আসরে নামানো হয় দেশের নিরাপত্তা বিষয়ক বহু জটিল সমস্যা ঠান্ডা মাথায় সামাল দেওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ৷
আরও পড়ুন: Afghanistan : পিলপিল করছে মানুষ, 600-র বেশি যাত্রীকে নিয়ে উড়ল বিমান
কাবুল বিমানবন্দরের (Kabul Airport) নিরাপত্তার দায়িত্বে রয়েছে মার্কিন নিরাপত্তা বাহিনী ৷ তাই রাতেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে কথা বলেন অজিত ডোভাল ৷ কাবুলের যা পরিস্থিতি তাতে দূতাবাস থেকে বাকি কর্মীদের বের করে বিমানবন্দরে আনতে বেশ বেগ পেতে হয় ৷ তবে কোনওক্রমে বাকি আধিকারিকদের নিয়ে কাবুল ছাড়তে সক্ষম হয় সি-17 বিমানটি ৷ নিরাপদে আজ গুজরাতের মাটি ছুঁয়েছে বায়ুসেনার সেই বিমান ৷
আরও পড়ুন : Afghanistan : চারদিকে তালিবানের হুঙ্কার, প্রেসিডেন্ট পলাতক ; আতঙ্কপুরী আফগানিস্তান
আফগানিস্তানে দীর্ঘ সময় ধরে আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে ভারত ৷ সেই সূত্র ধরেই কূটনীতির বলে ভারতীয়দের ঘরে ফেরাতে সমর্থ হল দিল্লি ৷
আরও পড়ুন: Afghan Para-athlete: কাবুল থেকে বেরোনোর পথ নেই, ছারখার জাকিয়ার প্যারালিম্পিকসের স্বপ্ন