ETV Bharat / bharat

Goa Assembly Election 2022 : গোয়ায় তৃণমূলের প্রথম একাদশে নেই লিয়েন্ডার, ফতোরদা থেকে লড়বেন লুইজিনহো - AITC Goa assembly Election news

মঙ্গলবার গোয়া সফরে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল ৷ বিজেপি, কংগ্রেস, এনসিপি-শিবসেনা, আপ, জিএফপি-র বিরুদ্ধে লড়তে প্রার্থী তালিকায় নতুন চমক (Goa Assembly Election 2022) ৷

AITC in Goa Assembly Election 2022
গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস
author img

By

Published : Jan 19, 2022, 9:08 AM IST

Updated : Jan 19, 2022, 9:21 AM IST

পানাজি, 19 জানুয়ারি : গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম দফার তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ৷ তিন দিনের গোয়া সফরের প্রথম দিনেই প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা (AITC releases the first list of candidates for Goa Assembly Elections 2022) ৷ তবে প্রথম দফার এই প্রার্থী তালিকায় জায়গা হয়নি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) ৷

AITC list Goa Assembly Election 2022
গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা

টুইট করে তিনি লিখেছেন, "2022 গোয়া নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল ৷ আমি দলের সব প্রার্থীদের শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করছি, তাঁরা যেন সফল হন ৷ আপনাদের সকলের শুভ ইচ্ছে, পরিশ্রমে আমি নিশ্চিত যে আমরা গোয়াবাসীদের জন্য সবচেয়ে ভালভাবে কাজ করতে পারব ৷ গোয়াকে শীর্ষে নিয়ে যাব ৷"

  • As we release the first list of candidates for #GoaElections2022 , I congratulate all our candidates and pray for their success!

    With your dedication and good intent, I am confident that we will serve all Goans in the best possible way and take Goa to even greater heights.

    — Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর সঙ্গে আরেকটি টুইট করে তিনি রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি কান্দোলকর কিরণকে শুভেচ্ছা জানান ৷ অভিষেক লেখেন, "যুব কমিটি এবং মহিলা কমিটির সকল সদস্যের জন্য আমার শুভেচ্ছা রইল ৷ আসুন, আমরা গোয়াবাসীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গোয়ায় একটা নতুন ভোরের সূচনা করি ৷"

  • I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.

    Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.

    — Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক

14 ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন ৷ আপাতত 40টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ফতোরদা (Fatorda) থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) ৷ তিনি নাভেলিম বিধানসভা কেন্দ্রের সাতবারের বিধায়ক ৷ কিন্তু এবার লুইজিনহোকে নাভেলিমে প্রার্থী না-করে ফতোদরা থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল ৷ আর লুইজিনহো গড় থেকে টিকিট পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওর মেয়ে ভালাঙ্কা আলেমাও (Valanka Alemao) ৷ আর চার্চিল (Churchill Alemao) বেনালিমে প্রার্থী হয়েছেন ৷

প্রাক্তন জিএফপি নেতা কিরণ মোহন কান্দোলকর (Kiran Mohan Kandolkar) এবং জগদীশ ভোবে (Jagdish Bhobe) যথাক্রমে আলদোনায় (Aldona) আর সেন্ট আঁদ্রে (St Andre) থেকে দাঁড়িয়েছেন ৷ কান্দোলকর মঙ্গলবারই সরদেশাইয়ের জিএফপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁকে রাজ্য কমিটির সভাপতি করেছে গোয়া তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

প্রাক্তন বিজেপি নেতা সন্দীপ অর্জুন ভাজ়ারকর (Sandeep Arjun Vazarkar) পোরভোরিমে প্রার্থী হয়েছেন ৷ আর, কোরতালিমে (Cortalim) দাঁড়িয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা গিলবার্ট মারিয়ানো রডরিগেস (Gilbert Mariano Rodrigues) ৷

এদিকে গোয়ায় নির্বাচনী পরিস্থিতি প্রতিদিনই বদলাচ্ছে ৷ বিজেপিকে হারাতে একাধিক বার ঘাসফুল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে ৷ কিন্তু কংগ্রেস এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ অন্যদিকে কংগ্রেসকে বাদ দিয়ে এনসিপি আর শিবসেনা জোট বেঁধেছে ৷ সম্ভবত, আজই তারাও প্রার্থী তালিকা প্রকাশ করবে ৷ গোয়া নির্বাচনে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপও (Aam Admi Party) ৷

পানাজি, 19 জানুয়ারি : গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম দফার তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ৷ তিন দিনের গোয়া সফরের প্রথম দিনেই প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা (AITC releases the first list of candidates for Goa Assembly Elections 2022) ৷ তবে প্রথম দফার এই প্রার্থী তালিকায় জায়গা হয়নি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) ৷

AITC list Goa Assembly Election 2022
গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা

টুইট করে তিনি লিখেছেন, "2022 গোয়া নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল ৷ আমি দলের সব প্রার্থীদের শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করছি, তাঁরা যেন সফল হন ৷ আপনাদের সকলের শুভ ইচ্ছে, পরিশ্রমে আমি নিশ্চিত যে আমরা গোয়াবাসীদের জন্য সবচেয়ে ভালভাবে কাজ করতে পারব ৷ গোয়াকে শীর্ষে নিয়ে যাব ৷"

  • As we release the first list of candidates for #GoaElections2022 , I congratulate all our candidates and pray for their success!

    With your dedication and good intent, I am confident that we will serve all Goans in the best possible way and take Goa to even greater heights.

    — Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর সঙ্গে আরেকটি টুইট করে তিনি রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি কান্দোলকর কিরণকে শুভেচ্ছা জানান ৷ অভিষেক লেখেন, "যুব কমিটি এবং মহিলা কমিটির সকল সদস্যের জন্য আমার শুভেচ্ছা রইল ৷ আসুন, আমরা গোয়াবাসীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গোয়ায় একটা নতুন ভোরের সূচনা করি ৷"

  • I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.

    Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.

    — Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক

14 ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন ৷ আপাতত 40টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ফতোরদা (Fatorda) থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) ৷ তিনি নাভেলিম বিধানসভা কেন্দ্রের সাতবারের বিধায়ক ৷ কিন্তু এবার লুইজিনহোকে নাভেলিমে প্রার্থী না-করে ফতোদরা থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল ৷ আর লুইজিনহো গড় থেকে টিকিট পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওর মেয়ে ভালাঙ্কা আলেমাও (Valanka Alemao) ৷ আর চার্চিল (Churchill Alemao) বেনালিমে প্রার্থী হয়েছেন ৷

প্রাক্তন জিএফপি নেতা কিরণ মোহন কান্দোলকর (Kiran Mohan Kandolkar) এবং জগদীশ ভোবে (Jagdish Bhobe) যথাক্রমে আলদোনায় (Aldona) আর সেন্ট আঁদ্রে (St Andre) থেকে দাঁড়িয়েছেন ৷ কান্দোলকর মঙ্গলবারই সরদেশাইয়ের জিএফপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁকে রাজ্য কমিটির সভাপতি করেছে গোয়া তৃণমূল কংগ্রেস ৷

আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি

প্রাক্তন বিজেপি নেতা সন্দীপ অর্জুন ভাজ়ারকর (Sandeep Arjun Vazarkar) পোরভোরিমে প্রার্থী হয়েছেন ৷ আর, কোরতালিমে (Cortalim) দাঁড়িয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা গিলবার্ট মারিয়ানো রডরিগেস (Gilbert Mariano Rodrigues) ৷

এদিকে গোয়ায় নির্বাচনী পরিস্থিতি প্রতিদিনই বদলাচ্ছে ৷ বিজেপিকে হারাতে একাধিক বার ঘাসফুল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে ৷ কিন্তু কংগ্রেস এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ অন্যদিকে কংগ্রেসকে বাদ দিয়ে এনসিপি আর শিবসেনা জোট বেঁধেছে ৷ সম্ভবত, আজই তারাও প্রার্থী তালিকা প্রকাশ করবে ৷ গোয়া নির্বাচনে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপও (Aam Admi Party) ৷

Last Updated : Jan 19, 2022, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.