পানাজি, 19 জানুয়ারি : গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম দফার তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ৷ তিন দিনের গোয়া সফরের প্রথম দিনেই প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা (AITC releases the first list of candidates for Goa Assembly Elections 2022) ৷ তবে প্রথম দফার এই প্রার্থী তালিকায় জায়গা হয়নি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) ৷
টুইট করে তিনি লিখেছেন, "2022 গোয়া নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হল ৷ আমি দলের সব প্রার্থীদের শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করছি, তাঁরা যেন সফল হন ৷ আপনাদের সকলের শুভ ইচ্ছে, পরিশ্রমে আমি নিশ্চিত যে আমরা গোয়াবাসীদের জন্য সবচেয়ে ভালভাবে কাজ করতে পারব ৷ গোয়াকে শীর্ষে নিয়ে যাব ৷"
-
As we release the first list of candidates for #GoaElections2022 , I congratulate all our candidates and pray for their success!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
With your dedication and good intent, I am confident that we will serve all Goans in the best possible way and take Goa to even greater heights.
">As we release the first list of candidates for #GoaElections2022 , I congratulate all our candidates and pray for their success!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022
With your dedication and good intent, I am confident that we will serve all Goans in the best possible way and take Goa to even greater heights.As we release the first list of candidates for #GoaElections2022 , I congratulate all our candidates and pray for their success!
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022
With your dedication and good intent, I am confident that we will serve all Goans in the best possible way and take Goa to even greater heights.
এর সঙ্গে আরেকটি টুইট করে তিনি রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি কান্দোলকর কিরণকে শুভেচ্ছা জানান ৷ অভিষেক লেখেন, "যুব কমিটি এবং মহিলা কমিটির সকল সদস্যের জন্য আমার শুভেচ্ছা রইল ৷ আসুন, আমরা গোয়াবাসীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গোয়ায় একটা নতুন ভোরের সূচনা করি ৷"
-
I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.
">I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022
Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022
Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.
আরও পড়ুন : Goa Assembly Election 2022 : প্রার্থীতালিকা প্রকাশ করতে তিনদিনের গোয়া সফরে অভিষেক
14 ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচন ৷ আপাতত 40টি আসনের মধ্যে 11টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ফতোরদা (Fatorda) থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) ৷ তিনি নাভেলিম বিধানসভা কেন্দ্রের সাতবারের বিধায়ক ৷ কিন্তু এবার লুইজিনহোকে নাভেলিমে প্রার্থী না-করে ফতোদরা থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল ৷ আর লুইজিনহো গড় থেকে টিকিট পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাওর মেয়ে ভালাঙ্কা আলেমাও (Valanka Alemao) ৷ আর চার্চিল (Churchill Alemao) বেনালিমে প্রার্থী হয়েছেন ৷
প্রাক্তন জিএফপি নেতা কিরণ মোহন কান্দোলকর (Kiran Mohan Kandolkar) এবং জগদীশ ভোবে (Jagdish Bhobe) যথাক্রমে আলদোনায় (Aldona) আর সেন্ট আঁদ্রে (St Andre) থেকে দাঁড়িয়েছেন ৷ কান্দোলকর মঙ্গলবারই সরদেশাইয়ের জিএফপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁকে রাজ্য কমিটির সভাপতি করেছে গোয়া তৃণমূল কংগ্রেস ৷
আরও পড়ুন : Goa Assembly Election 2022 : গোয়ায় মমতার পাল্টা কেজরিওয়ালের, সরকারে এলে মহিলা ও যুবদের ভাতার প্রতিশ্রুতি
প্রাক্তন বিজেপি নেতা সন্দীপ অর্জুন ভাজ়ারকর (Sandeep Arjun Vazarkar) পোরভোরিমে প্রার্থী হয়েছেন ৷ আর, কোরতালিমে (Cortalim) দাঁড়িয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা গিলবার্ট মারিয়ানো রডরিগেস (Gilbert Mariano Rodrigues) ৷
এদিকে গোয়ায় নির্বাচনী পরিস্থিতি প্রতিদিনই বদলাচ্ছে ৷ বিজেপিকে হারাতে একাধিক বার ঘাসফুল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে ৷ কিন্তু কংগ্রেস এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ অন্যদিকে কংগ্রেসকে বাদ দিয়ে এনসিপি আর শিবসেনা জোট বেঁধেছে ৷ সম্ভবত, আজই তারাও প্রার্থী তালিকা প্রকাশ করবে ৷ গোয়া নির্বাচনে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপও (Aam Admi Party) ৷