পটনা, 13 জানুয়ারি : বিহারে পটনা বিমানবন্দরের ইন্ডিগোর পাইলটকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী ৷ ঘটনাটি ঘটেছে পটনার পুনাইচকের কুসুম ভিলা অ্যাপার্টমেন্টে ৷ পাইলট রূপেশ কুমার ওই আবাসনেই থাকতেন ৷ কাজ শেষ করে বাড়ি ফিরেছিলেন ৷ সেই সময়ই একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য় করে গুলি চালায় ৷ ঘটনার পর গুরুতর অবস্থায় রূপেশ কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্য়ু হয় ৷
পুলিশের তরফে পটনার এসএসপি উপেন্দ্র নাথ শর্মা জানান, গতকাল সন্ধ্য়া সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ রূপেশ কুমার নামে ইন্ডিগোর পাইলট তথা ম্য়ানেজ়ার অফিস থেকে ফেরার তাঁকে লক্ষ্য় করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ যে সময় ঘটনাটি ঘটেছিল, সে সময় আবাসনের নিরাপত্তারক্ষী সেখানে ছিলেন না ৷ সেই সুযোগেই দুষ্কৃতীরা পাইলটকে লক্ষ্য় করে মোট ছ’টি গুলি চালায় ৷
আরও পড়ুন : আবারও যোগী রাজ্য়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
এই ঘটনায় পটনার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের সমীক্ষা বৈঠকের পরও অপরাধ দমনে ব্য়র্থ হচ্ছে বিহার পুলিশ ৷ এদিকে ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে ৷ পুলিশ বারবার অপরাধ দমনের প্রতিশ্রুতি দিলেও কেন তা কাজে দেখা যাচ্ছে না সেই নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷