কোচি , 11 সেপ্টেম্বর: দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এয়ারএশিয়া বিমান ৷ বিমান টেক-অফ হওয়ার পরেই দেখা দেয় যান্ত্রিক গোলযোগ ৷ তড়িঘড়ি বিমানটি জরুরি অবতরণ ঘটায় ৷ টেক-অফ হওয়ার কিছু পরেই ফিরে আসে যাত্রীবাহী বিমান এয়ার এশিয়া ৷ কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোচি-বেঙ্গালুরু বিমান ছেড়েছিল রবিবার রাত 11.15 মিনিট নাগাদ ৷ বিমানে ছিলেন 168 জন যাত্রী ৷ কিন্তু কয়েক মিনিট পরেই তা ফিরে আসে বলে জানা যায় ৷ সোমবার এই তথ্য প্রকাশ করেছে বিমান সংস্থা এয়ার এশিয়া ৷
এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, "একটি এআইএক্স কানেক্ট ফ্লাইট কোচি থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিল ৷ কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে টেক-অফের পরে ফিরে আসে যাত্রীবাহী বিমান ৷ নিরাপত্তার দিক মাথায় রেখে ও এয়ারলাইনের নিয়ম মেনে পুরো বিষয়টি সম্পন্ন হয়েছে ৷" এআইএক্স কানেক্টেরের একজন মুখপাত্র অফিসিয়ালি এই বিবৃতি দিয়েছেন ৷ এআইএক্স কানেক্ট প্রাইভেট লিমিটেড, এয়ারএশিয়া ইন্ডিয়া নামেও পরিচিত ৷ মুখপাত্র জানিয়েছেন, বিমানের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে ৷
আরও পড়ুন: একই রানওয়েতে দু’টি বিমান, অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেল দিল্লি বিমানবন্দরে
এই ঘটনায় মুখপাত্র আরও বলেন, "ভ্রমণে ব্যাঘাত ঘটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী ৷" সূত্রের খবর, বিমানটি ফিরে আসার কারণে এমারজেন্সি অ্যালার্ট জারি করা হয়েছিল ৷ মধ্যরাতে বিমানটি নিরাপদে অবতরণ করে ৷ কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর সামনে আসেনি ৷ বিমানটি নিরাপদে অবতরণের পরেই যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হয় ৷
কিছুদিন আগেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দিল্লি বিমানবন্দর ৷ 23 অগস্ট বুধবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অসাবধানতায় দুটি ভিস্তারা বিমানের একই রানওয়েতে চলে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ একটি বিমান দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় ৷ দ্বিতীয়টি প্রস্তুতি নিচ্ছিল টেক অফের জন্য ৷ শেষ মুহূর্তে নজর আসায় দুর্ঘটান এড়ানো গিয়েছ ৷
(পিটিআই)