ETV Bharat / bharat

256 জন যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে দিল্লি পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীরা, তাঁদের নিজেদের শহরে যাওয়ার জন্য অন্তত 10 ঘণ্টা পরে বিমান ধরতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের শেষ 14 দিনের সফর সূচি জানাতে হবে।

author img

By

Published : Jan 8, 2021, 7:38 PM IST

air-india-flight-with-256-passenger-from-uk-lands-in-delhi
ইংল্যান্ড থেকে দিল্লি এসে পৌঁছাল এয়ার ইন্ডিয়ার বিমান

দিল্লি, 8 জানুয়ারি : নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইংল্যান্ড থেকে প্রথম বিমান দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাল। বিমানে পাইলট এবং কেবিন ক্রু মিলিয়ে 256 জন ভারতে এসে পৌঁছেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে আজ সকাল 10:20 মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি এসে পৌঁছায়। ইংল্যান্ডে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ায় গত 23 ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ ছিল। আজ থেকে একাধিক নিয়মাবলী জারি করে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এদিন 18 জন বিজনেস ক্লাস, 218 জন ইকনমি, 10 জন শিশু, 9 জন কেবিন ক্রু এবং 2 পাইলট সহ এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে অবতরণ করে। বর্তমানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে মোট 15 জোড়া বিমান দুই দেশের মধ্যে চলবে। পরবর্তীতে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীরা, তাঁদের নিজেদের শহরে যাওয়ার জন্য অন্তত 10 ঘণ্টা পরে বিমান ধরতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের শেষ 14 দিনের সফর সূচি জানাতে হবে। একই সঙ্গে ভারতে ফেরার 72 ঘণ্টার মধ্যে কোভিডের নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে যাত্রীদের।

এই পরিস্থিতিতে ইংল্যান্ডে ধরা পড়া নয়া কোরোনার স্ট্রেন ভারতে মোট 73 জনের শরীরে পাওয়া গিয়েছে। ফলে সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক।

দিল্লি, 8 জানুয়ারি : নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইংল্যান্ড থেকে প্রথম বিমান দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাল। বিমানে পাইলট এবং কেবিন ক্রু মিলিয়ে 256 জন ভারতে এসে পৌঁছেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে আজ সকাল 10:20 মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি এসে পৌঁছায়। ইংল্যান্ডে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়ায় গত 23 ডিসেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ ছিল। আজ থেকে একাধিক নিয়মাবলী জারি করে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এদিন 18 জন বিজনেস ক্লাস, 218 জন ইকনমি, 10 জন শিশু, 9 জন কেবিন ক্রু এবং 2 পাইলট সহ এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লিতে অবতরণ করে। বর্তমানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে মোট 15 জোড়া বিমান দুই দেশের মধ্যে চলবে। পরবর্তীতে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীরা, তাঁদের নিজেদের শহরে যাওয়ার জন্য অন্তত 10 ঘণ্টা পরে বিমান ধরতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের শেষ 14 দিনের সফর সূচি জানাতে হবে। একই সঙ্গে ভারতে ফেরার 72 ঘণ্টার মধ্যে কোভিডের নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দেখাতে হবে যাত্রীদের।

এই পরিস্থিতিতে ইংল্যান্ডে ধরা পড়া নয়া কোরোনার স্ট্রেন ভারতে মোট 73 জনের শরীরে পাওয়া গিয়েছে। ফলে সংখ্যাটা আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.