ETV Bharat / bharat

কেবিনে বাদুড়, মাঝ আকাশ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

যাত্রীসমেত বিমান মাঝ আকাশ থেকে ফিরে এল দিল্লিতে ৷ রওনা হওয়ার আধ ঘণ্টা পর বিমানকর্মীদের চোখে পড়ে একটি বাদুড় ৷ পরে বাদুড়টির মৃতদেহ পাওয়া যায় ৷

author img

By

Published : May 29, 2021, 9:53 AM IST

এয়ার ইন্ডিয়ার বিমানে বাদুড়
এয়ার ইন্ডিয়ার বিমানে বাদুড়

নিউ দিল্লি, 29 মে : মাঝ আকাশ থেকে যাত্রীসহ ফিরল বিমান, কারণ বাদুড় ৷ এমনই একটি কাণ্ড হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে ৷

বৃহস্পতিবার মধ্যরাত 2.20 নাগাদ এয়ার ইন্ডিয়া ফ্লাইট টু নেওয়ার্ক (ইডব্লিউআর) বিমান দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে রওনা দেয় ৷ আধ ঘণ্টা পর মাঝ আকাশে বিমান কর্মীরা কেবিনের ভিতরে বাদুড়টিকে দেখতে পান ৷ তখনই বিমানচালক বিষয়টি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান ৷ জরুরি ভিত্তিতে বিমানটিকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে ৷ কেবিন থেকে বাদুড়টিকে উদ্ধার করতে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয় ৷

আরও পড়ুন : যশে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 3 হাজার কোটি টাকার অর্থসাহায্য দিক কেন্দ্রীয় সরকার, দাবি কংগ্রেসের

ডিজিসিএ-এর উচ্চআধিকারিক জানিয়েছেন, বিজসেন ক্লাস থেকে বাদুড়টির মৃতদেহ পাওয়া যায় ৷ কী করে বাদুড় বিমানে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিমান আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অনুমান করা হচ্ছে বিমানে খাবারের যে গাড়িগুলি তোলা হয়, সেখান থেকেই ভিতরে এসেছিল বাদুড়টি ৷

পরে ওই বিমানের যাত্রীদের সকাল 11.35 নাগাদ অন্য একটি বিমানে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ৷

নিউ দিল্লি, 29 মে : মাঝ আকাশ থেকে যাত্রীসহ ফিরল বিমান, কারণ বাদুড় ৷ এমনই একটি কাণ্ড হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে ৷

বৃহস্পতিবার মধ্যরাত 2.20 নাগাদ এয়ার ইন্ডিয়া ফ্লাইট টু নেওয়ার্ক (ইডব্লিউআর) বিমান দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে রওনা দেয় ৷ আধ ঘণ্টা পর মাঝ আকাশে বিমান কর্মীরা কেবিনের ভিতরে বাদুড়টিকে দেখতে পান ৷ তখনই বিমানচালক বিষয়টি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান ৷ জরুরি ভিত্তিতে বিমানটিকে ফিরিয়ে আনা হয় দিল্লিতে ৷ কেবিন থেকে বাদুড়টিকে উদ্ধার করতে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয় ৷

আরও পড়ুন : যশে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে 3 হাজার কোটি টাকার অর্থসাহায্য দিক কেন্দ্রীয় সরকার, দাবি কংগ্রেসের

ডিজিসিএ-এর উচ্চআধিকারিক জানিয়েছেন, বিজসেন ক্লাস থেকে বাদুড়টির মৃতদেহ পাওয়া যায় ৷ কী করে বাদুড় বিমানে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিমান আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অনুমান করা হচ্ছে বিমানে খাবারের যে গাড়িগুলি তোলা হয়, সেখান থেকেই ভিতরে এসেছিল বাদুড়টি ৷

পরে ওই বিমানের যাত্রীদের সকাল 11.35 নাগাদ অন্য একটি বিমানে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.