ETV Bharat / bharat

সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সব ক্রু নিয়ে উড়ল দেশের প্রথম আন্তর্জাতিক বিমান - সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সব ক্রু

সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সব ক্রু (Fully Vaccinated Crew) নিয়ে আকাশে উড়ল দেশের প্রথম আন্তর্জাতিক বিমান ৷ দিল্লি থেকে রওনা দিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) বিমান দুবাইয়ের দিকে যাত্রা করেছে ৷

Air India Express operates India's first international flight with full vaccinated pilot and crew
সম্পূর্ণ টিকাপ্রাপ্ত সব ক্রু নিয়ে উড়ল দেশের প্রথম আন্তর্জাতিক বিমান
author img

By

Published : Jun 18, 2021, 5:22 PM IST

নয়াদিল্লি, 18 জুন : সম্পূর্ণরূপে কোভিড টিকাপ্রাপ্ত সব ক্রু (Fully Vaccinated Crew) ৷ এমনই বিমান নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) উড়ান ৷ এটাই দেশের প্রথম আন্তর্জাতিক বিমান যার সব ক্রু সম্পূর্ণ টিকা নিয়েছেন ৷ দিল্লি থেকে দুবাই গেল বিমান আইএক্স, 191 ৷ বিমানের পাইলট থেকে ক্রু - সবাই ইতিমধ্যেই টিকা নিয়ে ফেলেছেন ৷

বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, "এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 18 জুন দিল্লি-দুবাই সেক্টরে দেশ থেকে প্রথম আন্তর্জাতিক বিমান ওড়াল যেখানে সব ক্রু করোনার টিকা পেয়ে গিয়েছেন ৷ দিল্লি থেকে সকাল 10.40-এ রওনা হওয়া এই বিমানের পাইলট ও কেবিন ক্রু কোভিডের দুটি ডোজই নিয়েছেন ৷"

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "ক্যাপ্টেন ডিআর গুপ্তা ও ক্যাপ্টেন অলোক কুমার নায়ক বিমানের ক্যাপ্টেন এবং কেবিন ক্রু সদস্যরা হলেন বেঙ্কট কেল্লা, প্রবীণ চন্দ্র, প্রবীণ চৌগলে ও মনীশা কাম্বলে ৷ দুবাই-জয়পুর- দিল্লি সেক্টরে এই একই ক্রু নিয়ে বিমানটি ফিরবে ৷"

আরও পড়ুন: দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

তাঁদের সব ক্রু ও ফ্রন্টলাইন কর্মীদের কোভিড টিকা দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা ৷ শুধু কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেই নয়, যাত্রীদের সুরক্ষা ও স্বস্তির কথাও বিবেচনা করে টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে ৷

আরও পড়ুন: প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

এ দিকে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 480 জন ৷ সুস্থ হয়েছেন 88 হাজার 977 জন এবং মৃত্যু হয়েছে 1 হাজার 587 জনের ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 97 লাখ 62 হাজার 793 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 85 লাখ 80 হাজার 647 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 83 হাজার 490 জনের ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 98 হাজার 656 জন ৷ এখনও পর্যন্ত মোট 26 কোটি 89 লাখ 60 হাজার 399 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 18 জুন : সম্পূর্ণরূপে কোভিড টিকাপ্রাপ্ত সব ক্রু (Fully Vaccinated Crew) ৷ এমনই বিমান নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) উড়ান ৷ এটাই দেশের প্রথম আন্তর্জাতিক বিমান যার সব ক্রু সম্পূর্ণ টিকা নিয়েছেন ৷ দিল্লি থেকে দুবাই গেল বিমান আইএক্স, 191 ৷ বিমানের পাইলট থেকে ক্রু - সবাই ইতিমধ্যেই টিকা নিয়ে ফেলেছেন ৷

বিমান সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, "এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 18 জুন দিল্লি-দুবাই সেক্টরে দেশ থেকে প্রথম আন্তর্জাতিক বিমান ওড়াল যেখানে সব ক্রু করোনার টিকা পেয়ে গিয়েছেন ৷ দিল্লি থেকে সকাল 10.40-এ রওনা হওয়া এই বিমানের পাইলট ও কেবিন ক্রু কোভিডের দুটি ডোজই নিয়েছেন ৷"

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, "ক্যাপ্টেন ডিআর গুপ্তা ও ক্যাপ্টেন অলোক কুমার নায়ক বিমানের ক্যাপ্টেন এবং কেবিন ক্রু সদস্যরা হলেন বেঙ্কট কেল্লা, প্রবীণ চন্দ্র, প্রবীণ চৌগলে ও মনীশা কাম্বলে ৷ দুবাই-জয়পুর- দিল্লি সেক্টরে এই একই ক্রু নিয়ে বিমানটি ফিরবে ৷"

আরও পড়ুন: দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

তাঁদের সব ক্রু ও ফ্রন্টলাইন কর্মীদের কোভিড টিকা দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা ৷ শুধু কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেই নয়, যাত্রীদের সুরক্ষা ও স্বস্তির কথাও বিবেচনা করে টিকাকরণে বেশি জোর দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে ৷

আরও পড়ুন: প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

এ দিকে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 62 হাজার 480 জন ৷ সুস্থ হয়েছেন 88 হাজার 977 জন এবং মৃত্যু হয়েছে 1 হাজার 587 জনের ৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 97 লাখ 62 হাজার 793 জন ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 85 লাখ 80 হাজার 647 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 83 হাজার 490 জনের ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 98 হাজার 656 জন ৷ এখনও পর্যন্ত মোট 26 কোটি 89 লাখ 60 হাজার 399 জনকে টিকা দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.