ETV Bharat / bharat

Air India Express Flight: পাকিস্তানে ভারতীয় বিমান, মেডিক্যাল ইমার্জেন্সির কারণে করাচিতে নামল এয়ার ইন্ডিয়ার উড়ান - emergency landing

সার্জিক্যাল স্ট্রাইকের পর 6 বছর বাদে পাকিস্তানে মাটিতে প্রবেশ করল ভারতের বিমান ৷ মেডিক্যাল ইমার্জেন্সির কারণে করাচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানের ৷

Air India Express Flight
পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 7:19 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: মেডিক্যাল ইমার্জেন্সির কারণে পাকিস্তানে জরুরি অবতরণ করতে হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে ৷ দুবাই থেকে উড়ান নেওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নম্বর IX-192 টি ৷ উড়ানটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে । গত ছ'বছর ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে ৷ তবে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সেদেশে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দিয়েছে । শুধু তাই নয়, বিমানবন্দরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, পাকিস্তানে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণের ঘটনাটি ঘটে 14 অক্টোবর । এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, বিমান নম্বর IX-192 দুবাই থেকে সেখানকার সময় সকাল 8.51টায় উড়ান নিয়েছিল । কিন্তু হঠাতই মাঝ আকাশে এক যাত্রীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । ফলত বিমানটির জরুরি অবতরণ করার প্রয়োজন পড়ে । ক্রুরা নিকটতম বিমানবন্দরের সন্ধান করেছিল ৷ কাছাকাছি বলতে ছিল পাকিস্তানের করাচি বিমানবন্দরই । তাই জরুরি অবস্থার কথা বিবেচনা করে পাকিস্তান অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে ভারতীয় বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে এবং করাচিতে অবতরণের অনুমতি দেয় । বিমানটি দুপুর সাড়ে 12টায় করাচি বিমানবন্দরে অবতরণ করে ।

অবতরণের পর সে দেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ বিমানবন্দরেই অসুস্থ ব্যক্তির চিকিৎসা প্রদান করে। বিমানটি বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের একটি দল যাত্রীটিকে পরীক্ষা করে । শুধু তাই নয়, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে । পাকিস্তানের সময় অনুযায়ী দুপুর 2টো 30 মিনিটে ওই যাত্রীকে আবার বিমানে চড়ে ভারতে ফিরে আসার অনুমতি দেওয়া হয় ।

আরও পড়ুন: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

উল্লেখ্য, ছ'বছর আগে সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয় । তারপর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করেনি ৷ তবে শনিবারের পরিস্থিতিতে পাকিস্তানকে ভারতের বিমানের জন্য তাদের এয়ারস্পেস খুলে দিতে হয়েছে । আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, মেডিকেল ইমার্জেন্সি হলে কোনও দেশই তার আকাশসীমায় বিমান প্রবেশ করতে দিতে অস্বীকার করতে পারে না ।

নয়াদিল্লি, 16 অক্টোবর: মেডিক্যাল ইমার্জেন্সির কারণে পাকিস্তানে জরুরি অবতরণ করতে হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে ৷ দুবাই থেকে উড়ান নেওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নম্বর IX-192 টি ৷ উড়ানটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে । গত ছ'বছর ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখা হয়েছে ৷ তবে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সেদেশে বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দিয়েছে । শুধু তাই নয়, বিমানবন্দরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে ।

জানা গিয়েছে, পাকিস্তানে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণের ঘটনাটি ঘটে 14 অক্টোবর । এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, বিমান নম্বর IX-192 দুবাই থেকে সেখানকার সময় সকাল 8.51টায় উড়ান নিয়েছিল । কিন্তু হঠাতই মাঝ আকাশে এক যাত্রীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে । ফলত বিমানটির জরুরি অবতরণ করার প্রয়োজন পড়ে । ক্রুরা নিকটতম বিমানবন্দরের সন্ধান করেছিল ৷ কাছাকাছি বলতে ছিল পাকিস্তানের করাচি বিমানবন্দরই । তাই জরুরি অবস্থার কথা বিবেচনা করে পাকিস্তান অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে ভারতীয় বিমানকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে এবং করাচিতে অবতরণের অনুমতি দেয় । বিমানটি দুপুর সাড়ে 12টায় করাচি বিমানবন্দরে অবতরণ করে ।

অবতরণের পর সে দেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ বিমানবন্দরেই অসুস্থ ব্যক্তির চিকিৎসা প্রদান করে। বিমানটি বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের একটি দল যাত্রীটিকে পরীক্ষা করে । শুধু তাই নয়, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে । পাকিস্তানের সময় অনুযায়ী দুপুর 2টো 30 মিনিটে ওই যাত্রীকে আবার বিমানে চড়ে ভারতে ফিরে আসার অনুমতি দেওয়া হয় ।

আরও পড়ুন: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

উল্লেখ্য, ছ'বছর আগে সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয় । তারপর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করেনি ৷ তবে শনিবারের পরিস্থিতিতে পাকিস্তানকে ভারতের বিমানের জন্য তাদের এয়ারস্পেস খুলে দিতে হয়েছে । আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, মেডিকেল ইমার্জেন্সি হলে কোনও দেশই তার আকাশসীমায় বিমান প্রবেশ করতে দিতে অস্বীকার করতে পারে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.