নয়াদিল্লি, 17 জুলাই: আবারও বিমান বিভ্রাট ! শনিবার রাতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) কালিকট-দুবাই উড়ানের (Calicut-Dubai Flight) জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হল মাসকাটে (Muscat) ৷ রবিবার ডিজিসিএ (DGCA)-এর তরফ থেকে জানানো হয়, উড়ান শুরু হওয়ার পর সংশ্লিষ্ট বিমানটিতে পোড়া গন্ধ বের হচ্ছিল ৷ এর ফলে মাঝ-আকাশেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ নিরাপত্তার স্বার্থে দুবাইয়ের বদলে মাসকাটে নিয়ে যাওয়া হয় বিমানটিকে ৷
সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ককপিটের ঠিক পিছনে একটি ছিদ্র থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল ৷ এরপরই তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ৷ বিমানটিকে নিরাপদভাবেই মাসকাটে অবতরণ করানো হয় ৷ কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিজিসিএ (Directorate General of Civil Aviation) কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: IndiGo Flight In Karachi: করাচিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত যাত্রীরা
অন্যদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা পরই রবিবার সকালে শারজা থেকে হায়দরাবাদগামী একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটিকে করাচিতে জরুরি অবতরণ করানো হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইন্ডিগো সংস্থার ওই বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ছিল ৷ উড়ান শুরু করার পরই সমস্যার কথা জানতে পারেন বিমানচালকরা ৷ তারপরই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এর আগে গত 5 জুলাই দিল্লি থেকে দুবাইগামী একটি বিমানকে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করাতে হয়েছিল ৷ স্পাইস জেটের সেই বিমানটিতেও উড়ান শুরু করার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ৷ পর পর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্য়ে ৷ বিমানগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলছে নানা মহল ৷