ETV Bharat / bharat

চলতি বছরেই শেষ হবে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া

এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের আগে গুরুত্বপূর্ণ কিছু ফরম্যালিটি রয়েছে ৷ শারীরিকভাবে উপস্থিত না থাকলে সেই কাজগুলি হবে না ৷

Air India disinvestment will be completed in 2021, says Hardeep Puri
Air India disinvestment will be completed in 2021, says Hardeep Puri
author img

By

Published : Jun 4, 2021, 2:01 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আটকে গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া ৷ বর্তমানে দেশের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ আগামী দিনে সংক্রমণের প্রকোপ আরও কমে আসবে ৷ ফলে চলতি বছরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী ৷

তিনি বলেছেন, "এয়ার ইন্ডিয়া ডিসইনভেস্টমেন্ট হচ্ছে । প্যানডেমিকের কারণে এতে কিছুটা সময় লাগছে । আমার বিশ্বাস এ বছরের মধ্যে কাজটি সম্পন্ন হবে ৷" চলতি বছরের মার্চে পুরী ঘোষণা করেছিলেন যে মে অথবা জুন মাসে এয়ার ইন্ডিয়া বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে ৷ এই সংক্রান্ত বৈঠকে ঠিক হয়, 64 দিনের মধ্যে সরকার এই ফাইনান্সিয়াল বিড ক্লোজ করে ফেলবে ৷ কিন্তু প্যানডেমিকের কারণে বিডাররা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি ৷ এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের আগে গুরুত্বপূর্ণ কিছু ফরম্যালিটি রয়েছে ৷ শারীরিকভাবে উপস্থিত না থাকলে সেই কাজগুলি হবে না ৷

আরও পড়ুন : শুধুমাত্র মে মাসেই দেশে 17 জন পাইলট করোনায় প্রাণ হারিয়েছেন

অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী আগেই জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়া এখনও 60 হাজার কোটি টাকার ঋণে ডুবে আছে ৷

নয়াদিল্লি, 4 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আটকে গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া ৷ বর্তমানে দেশের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ আগামী দিনে সংক্রমণের প্রকোপ আরও কমে আসবে ৷ ফলে চলতি বছরের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছেন অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী ৷

তিনি বলেছেন, "এয়ার ইন্ডিয়া ডিসইনভেস্টমেন্ট হচ্ছে । প্যানডেমিকের কারণে এতে কিছুটা সময় লাগছে । আমার বিশ্বাস এ বছরের মধ্যে কাজটি সম্পন্ন হবে ৷" চলতি বছরের মার্চে পুরী ঘোষণা করেছিলেন যে মে অথবা জুন মাসে এয়ার ইন্ডিয়া বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে ৷ এই সংক্রান্ত বৈঠকে ঠিক হয়, 64 দিনের মধ্যে সরকার এই ফাইনান্সিয়াল বিড ক্লোজ করে ফেলবে ৷ কিন্তু প্যানডেমিকের কারণে বিডাররা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি ৷ এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের আগে গুরুত্বপূর্ণ কিছু ফরম্যালিটি রয়েছে ৷ শারীরিকভাবে উপস্থিত না থাকলে সেই কাজগুলি হবে না ৷

আরও পড়ুন : শুধুমাত্র মে মাসেই দেশে 17 জন পাইলট করোনায় প্রাণ হারিয়েছেন

অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী আগেই জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়া এখনও 60 হাজার কোটি টাকার ঋণে ডুবে আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.