বেঙ্গালুরু, 12 মার্চ: বিমান সেবিকার মৃত্যু ঘিরে রহস্য বেঙ্গালুরুর আবাসনে। দুবাই থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তাঁর আবাসনেই ওই বিমান সেবিকা আত্মহত্যা করেছেন বলে খবর। বেঙ্গালুরুর কোরামাঙ্গালা এলাকায় শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই বিমান সেবিকার নাম অর্চনা। বাড়ি হিমাচলপ্রদেশে। কিন্তু কর্মসূত্রে তিনি এখন দুবাইয়ে থাকতেন । তাঁর প্রেমিক আদেশ আদতে মেঙ্গালুরুর বাসিন্দা। পেশায় তথ্য প্রযুক্তি কর্মী আদেশ এখন বেঙ্গালুরুতে চাকরি করেন । তাঁর বাড়িতেই আসেন অর্চনা। সেখানেই নিজেকে শেষ করে দিলেন (Police is investigating the whole matter) ।
পুলিশ জানতে পেরেছে মাস ছয়েক আগে দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই তরুণী। কয়েকটি সূত্র খতিয়ে দেখে তদন্তকারীদের অনুমান আদেশ এবং অর্চনার মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। তারই ফলশ্রুতিতে নিজেকে শেষ করে দেন অর্চনা। তবে এখনও কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা । দু'জনের মধ্যে ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা জানার চেষ্টা হচ্ছে। আদেশের সঙ্গে কথা বলা হচ্ছে।
পাশাপাশি দু'জনের কোনও বন্ধু বা পরিচিত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের থেকে এই দু'জনের সম্পর্ক কেমন ছিল সেটা বোঝার চেষ্টা হচ্ছে। আদেশের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তিনি কোনও কিছু গোপন করছেন কিনা সেটা জানার চেষ্টা হচ্ছে । ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত করা হয়েছে।
বিভিন্ন কারণে দেশে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। মহিলাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনায় বেশি বলে কয়েকটি পরিসংখ্যানে উঠে এসেছে । এনসিআরবি (National Crime Records Bureau)-র তথ্য বলছে, 2021 সালে দেশে 45 হাজার 26 জন মহিলা আত্মহত্যা করেছেন। তার মানে প্রতি 9 মিনিটে নিজেকে শেষ করে দিয়েছেন একজন মহিলা । মৃতদের মধ্যে 23 হাজার 178 জনই গৃহবধূ। গড়ে 24 ঘণ্টায় 63 জন গৃহবধূ আত্মহত্যা করেছেন। পারিবারিক অশান্তি থেকে প্রণয় ঘটিত সমস্যাই এই ধরনের আত্মহত্যার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বন্দে ভারত লক্ষ্য করে ফের পাথর! এবার মুর্শিদাবাদের ফরাক্কা