ETV Bharat / bharat

IAF Chief on Agnipath : অগ্নিপথ বিক্ষোভকারীদের সেনার চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে: বায়ুসেনা প্রধান - অগ্নিপথ বিক্ষোভকারীদের বার্তা বায়ুসেনা প্রধানের

সেনায় নিয়োগে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের নানা প্রান্ত (Protest Against Agnipath Scheme)৷ ট্রেনে-বাসে আগুন দিয়ে,পথ আটকে এই প্রকল্পের বিরোধিতায় নেমেছে যুবকরা ৷

IAF Chief on Agnipath protest
অগ্নিপথ বিক্ষোভে উত্তাল দেশ
author img

By

Published : Jun 18, 2022, 5:14 PM IST

নয়াদিল্লি, 18 জুন : দেশের সেনা বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যেসব যুবক কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদের নামে ভাঙচুর, ট্রেনে-বাসে অগ্নিসংযোগ করছেন তাদের কড়া বার্তা দিলেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী ৷ শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সেনায় যোগ দিতে ইচ্ছুক যুবকরা যদি এভাবে হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়েন, তাহলে ভবিষ্যতে চাকরি পেতে তাঁদের সমস্যা হতে পারে ৷ কারণ, সেনার চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপে পুলিশ ভেরিফিকেশনের সময় তাঁরা ছাড়পত্র নাও পেতে পারেন (Those involved in Agnipath protests wont get police clearance warns Air Chief Marshal) ৷

সেনায় নিয়োগের এই নয়া ভর্তি প্রক্রিয়া নিয়ে দেশজোড়া প্রতিবাদ, বিক্ষোভের মাঝেই স্বরাষ্ট্র মন্ত্রক শনিবার ঘোষণা করেছে অগ্নিবীরদের জন্য অসম রাইফেলস ও সিএপিএফ'য়ে 10 শতাংশ পদ সংরক্ষিত থাকবে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বায়ুসেনা প্রধান ৷ তিনি বলেছেন, "এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ ৷ এরফলে যাঁরা চার বছর পর সেনা থেকে অবসর নেবেন তাঁরা কাজের একটি নিশ্চয়তা পাবেন ৷ "

  • #WATCH | IAF chief Air Chief Marshal VR Chaudhari speaks on protests against #AgnipathScheme, "...Resorting to violence&arson is not solution. If they have doubts, there are military stations, Air Force bases, Naval bases around. They can go to them,get their doubts clarified..." pic.twitter.com/h1PmPZUVzA

    — ANI (@ANI) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার জওয়ানদের মতোই পরিস্থিতি হবে অগ্নিবীরদের: ব্রিগেডিয়ার খান্না

'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেন, "হিংসা ও অগ্নিসংযোগ কোনও সমাধান নয় ৷ যদি তাঁদের মনে কোনও প্রশ্ন থেকে থাকে তাহলে তাঁরা সেনা দফতর, বায়ুসেনা ঘাঁটি বা নৌবাহিনীর ঘাঁটিতে যেতে পারেন সেখানে তাঁরা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ৷" তিনি আরও বলেন, "প্রতিবাদীদের এখন প্রয়োজন সঠিক তথ্য যোগার করা এবং এই প্রকল্পটি বিশদে বোঝা ৷ তাহলে তাঁরা নিজেরাই এর সুবিধা সম্পর্কে বুঝতে পারবেন ৷ আমার মনে হয় এর ফলে তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷"

নয়াদিল্লি, 18 জুন : দেশের সেনা বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যেসব যুবক কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদের নামে ভাঙচুর, ট্রেনে-বাসে অগ্নিসংযোগ করছেন তাদের কড়া বার্তা দিলেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী ৷ শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সেনায় যোগ দিতে ইচ্ছুক যুবকরা যদি এভাবে হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়েন, তাহলে ভবিষ্যতে চাকরি পেতে তাঁদের সমস্যা হতে পারে ৷ কারণ, সেনার চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপে পুলিশ ভেরিফিকেশনের সময় তাঁরা ছাড়পত্র নাও পেতে পারেন (Those involved in Agnipath protests wont get police clearance warns Air Chief Marshal) ৷

সেনায় নিয়োগের এই নয়া ভর্তি প্রক্রিয়া নিয়ে দেশজোড়া প্রতিবাদ, বিক্ষোভের মাঝেই স্বরাষ্ট্র মন্ত্রক শনিবার ঘোষণা করেছে অগ্নিবীরদের জন্য অসম রাইফেলস ও সিএপিএফ'য়ে 10 শতাংশ পদ সংরক্ষিত থাকবে ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বায়ুসেনা প্রধান ৷ তিনি বলেছেন, "এটা অত্যন্ত সদর্থক পদক্ষেপ ৷ এরফলে যাঁরা চার বছর পর সেনা থেকে অবসর নেবেন তাঁরা কাজের একটি নিশ্চয়তা পাবেন ৷ "

  • #WATCH | IAF chief Air Chief Marshal VR Chaudhari speaks on protests against #AgnipathScheme, "...Resorting to violence&arson is not solution. If they have doubts, there are military stations, Air Force bases, Naval bases around. They can go to them,get their doubts clarified..." pic.twitter.com/h1PmPZUVzA

    — ANI (@ANI) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার জওয়ানদের মতোই পরিস্থিতি হবে অগ্নিবীরদের: ব্রিগেডিয়ার খান্না

'অগ্নিপথ' বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে বায়ুসেনা প্রধান বলেন, "হিংসা ও অগ্নিসংযোগ কোনও সমাধান নয় ৷ যদি তাঁদের মনে কোনও প্রশ্ন থেকে থাকে তাহলে তাঁরা সেনা দফতর, বায়ুসেনা ঘাঁটি বা নৌবাহিনীর ঘাঁটিতে যেতে পারেন সেখানে তাঁরা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ৷" তিনি আরও বলেন, "প্রতিবাদীদের এখন প্রয়োজন সঠিক তথ্য যোগার করা এবং এই প্রকল্পটি বিশদে বোঝা ৷ তাহলে তাঁরা নিজেরাই এর সুবিধা সম্পর্কে বুঝতে পারবেন ৷ আমার মনে হয় এর ফলে তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.