ETV Bharat / bharat

পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি এআইএমপিএলবি-র সচিব জ়ফরইয়াব জিলানি - zafaryab jilani

অজ্ঞান অবস্থায় তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

জ়ফরয়াব জিলানি
জ়ফরয়াব জিলানি
author img

By

Published : May 20, 2021, 7:53 PM IST

Updated : May 20, 2021, 10:52 PM IST

লখনউ, 20 মে : বৃষ্টিতে ভেজা মেঝেতে পা পিছলে পড়ে গিয়ে আহত হলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সচিব জ়ফরইয়াব জিলানি ৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানা গেছে ৷ অজ্ঞান অবস্থায় তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জ়ফরইয়াব জিলানির ছেলে নাজ়াম জ়ফরইয়াব বলেন, বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিজের অফিস থেকে বাইরে আসার সময় বৃষ্টির জলে ভেজা মেঝেতে পিছলে যান তিনি ৷

সত্তরোর্ধ্ব জ়ফরইয়াব দুর্ঘটনার পর অজ্ঞান হয়ে যান ৷ সঙ্গে সঙ্গে প্রাক্তন এই অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

নাজ়াম জ়ফরইয়াব বলেন, "প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ৷ এখনও তাঁর জ্ঞান ফেরেনি ৷"

লখনউ, 20 মে : বৃষ্টিতে ভেজা মেঝেতে পা পিছলে পড়ে গিয়ে আহত হলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সচিব জ়ফরইয়াব জিলানি ৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বলে জানা গেছে ৷ অজ্ঞান অবস্থায় তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জ়ফরইয়াব জিলানির ছেলে নাজ়াম জ়ফরইয়াব বলেন, বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৷ নিজের অফিস থেকে বাইরে আসার সময় বৃষ্টির জলে ভেজা মেঝেতে পিছলে যান তিনি ৷

সত্তরোর্ধ্ব জ়ফরইয়াব দুর্ঘটনার পর অজ্ঞান হয়ে যান ৷ সঙ্গে সঙ্গে প্রাক্তন এই অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

নাজ়াম জ়ফরইয়াব বলেন, "প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ৷ এখনও তাঁর জ্ঞান ফেরেনি ৷"

Last Updated : May 20, 2021, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.