ETV Bharat / bharat

AIADMK Left NDA: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এআইএডিএমকে - জয়ললিতা

এনডিএ জোট থেকে বেরিয়ে আসল এআইএডিএমকে ৷ দক্ষিণ ভারতে এনডিএ জোটের অন্যতম বড় রাজনৈতিক দল ছিল জয়ললিতার এআইডিএমকে ৷ লোকসভা ভোটেরে আগে তারাও এবার হাত ছাড়ল বিজেপি তথা এনডিএ-এর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 5:44 PM IST

Updated : Sep 25, 2023, 6:05 PM IST

চেন্নাই, 25 সেপ্টেম্বর: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির ৷ এনডিএ জোট থেকে বেরিয়ে এল এআইএডিএমকে ৷ দক্ষিণ ভারতে এনডিএ জোটের অন্যতম বড় রাজনৈতিক দল ছিল জয়ললিতার এআইডিএমকে ৷ লোকসভা ভোটেরে আগে তারাও এবার হাত ছাড়ল বিজেপি তথা এনডিএ'র ৷ সোমবার দলের ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি বলেছেন, "এআইএডিএমকে সভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। এআইএডিএমকে আজ থেকে বিজেপি এবং এনডিএ জোটের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে।"

এই সিদ্ধান্তের পিছনে এআইডিএমকে-এর দাবি, বিজেপির তামিলনাড়ু রাজ্য নেতৃত্ব ক্রমাগত তাদের প্রাক্তন নেতাদের সম্পর্কে অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে ৷ কেপি মুনুসামির কথায়, "বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের সম্পর্কে ক্রমাগত অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে।"

সর্বভারতীয় দ্রাবিড় মুনেত্রা কাজগম (এআইএডিএমকে) সোমবার জানিয়েছে, দল 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতৃত্বের দাবি, এই পদক্ষেপটি এক বছরেরও বেশি সময় ধরে এআইএডিএমকে এবং তাদের নেতাদের উপর বিজেপির আক্রমণ এবং মানহানিকর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ।

  • Chennai, Tamil Nadu | K P Munusamy, AIADMK Deputy Coordinator says, "AIADMK unanimously passed a resolution in the meeting. AIADMK is breaking all ties with BJP and NDA alliance from today. The state leadership of the BJP has been continuously making unnecessary remarks about our… pic.twitter.com/HSx3NJKKOJ

    — ANI (@ANI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক প্রবীণ এআইএডিএমকে নেতার কথায়, "বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের নিয়ে ক্রমাগত কটূ মন্তব্য করে চলেছেন। বিজেপি এবং এনডিএ সঙ্গ ত্যাগের কথা আজকের সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস হয়েছে ৷"

আরও পড়ুন: দিল্লির ধরনা নিয়ে প্রচার শুরু তৃণমূলের, চলতি সপ্তাহেই অভিষেকের ভার্চুয়াল কনফারেন্স

প্রসঙ্গত, লোকসভা ভোটের জন্য হাতে রয়েছে মেরেকেটে পাঁচ মাস ৷ চলতি লোকসভা ভোট যে একেবারে সহজ পথে হবে না, তা অতি বড় বিজেপি নেতাও স্বীকার করে নিয়েছেন ৷ একদিকে বিরোধী ঐক্যবদ্ধ জোট, আবার তেমনই দক্ষিণ ভারতে বিজেপির নড়বড়ে অবস্থা দুই যথেষ্ট চিন্তায় রেখেছে মোদি-শাহকে ৷ আর সেই কারণে খানিক ক্ষতে মলম দিতে তামিলনাড়ু থেকে ভোটে লড়ার কথা ভেবেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি ৷ তার মাঝেই জোট ছেড়ে বেরিয়ে গেল এআইএডিএমকে ৷

চেন্নাই, 25 সেপ্টেম্বর: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির ৷ এনডিএ জোট থেকে বেরিয়ে এল এআইএডিএমকে ৷ দক্ষিণ ভারতে এনডিএ জোটের অন্যতম বড় রাজনৈতিক দল ছিল জয়ললিতার এআইডিএমকে ৷ লোকসভা ভোটেরে আগে তারাও এবার হাত ছাড়ল বিজেপি তথা এনডিএ'র ৷ সোমবার দলের ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি বলেছেন, "এআইএডিএমকে সভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। এআইএডিএমকে আজ থেকে বিজেপি এবং এনডিএ জোটের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে।"

এই সিদ্ধান্তের পিছনে এআইডিএমকে-এর দাবি, বিজেপির তামিলনাড়ু রাজ্য নেতৃত্ব ক্রমাগত তাদের প্রাক্তন নেতাদের সম্পর্কে অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে ৷ কেপি মুনুসামির কথায়, "বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের সম্পর্কে ক্রমাগত অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছে।"

সর্বভারতীয় দ্রাবিড় মুনেত্রা কাজগম (এআইএডিএমকে) সোমবার জানিয়েছে, দল 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতৃত্বের দাবি, এই পদক্ষেপটি এক বছরেরও বেশি সময় ধরে এআইএডিএমকে এবং তাদের নেতাদের উপর বিজেপির আক্রমণ এবং মানহানিকর বিবৃতির বিরুদ্ধে প্রতিবাদ।

  • Chennai, Tamil Nadu | K P Munusamy, AIADMK Deputy Coordinator says, "AIADMK unanimously passed a resolution in the meeting. AIADMK is breaking all ties with BJP and NDA alliance from today. The state leadership of the BJP has been continuously making unnecessary remarks about our… pic.twitter.com/HSx3NJKKOJ

    — ANI (@ANI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক প্রবীণ এআইএডিএমকে নেতার কথায়, "বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের নিয়ে ক্রমাগত কটূ মন্তব্য করে চলেছেন। বিজেপি এবং এনডিএ সঙ্গ ত্যাগের কথা আজকের সভায় সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস হয়েছে ৷"

আরও পড়ুন: দিল্লির ধরনা নিয়ে প্রচার শুরু তৃণমূলের, চলতি সপ্তাহেই অভিষেকের ভার্চুয়াল কনফারেন্স

প্রসঙ্গত, লোকসভা ভোটের জন্য হাতে রয়েছে মেরেকেটে পাঁচ মাস ৷ চলতি লোকসভা ভোট যে একেবারে সহজ পথে হবে না, তা অতি বড় বিজেপি নেতাও স্বীকার করে নিয়েছেন ৷ একদিকে বিরোধী ঐক্যবদ্ধ জোট, আবার তেমনই দক্ষিণ ভারতে বিজেপির নড়বড়ে অবস্থা দুই যথেষ্ট চিন্তায় রেখেছে মোদি-শাহকে ৷ আর সেই কারণে খানিক ক্ষতে মলম দিতে তামিলনাড়ু থেকে ভোটে লড়ার কথা ভেবেছিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি ৷ তার মাঝেই জোট ছেড়ে বেরিয়ে গেল এআইএডিএমকে ৷

Last Updated : Sep 25, 2023, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.