ETV Bharat / bharat

AI Flight Returns to Kerala: এসি'র সমস্যার কারণে জরুরি অবতরণ দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের - Emergency landing

AI Express Flight Returns due to AC Issue: জরুরি অবতরণ করানো হল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ৷ তিরুঅনন্তপুরম বিমানবন্দরে থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়া বিমানটিকে কয়েকঘণ্টা পরে ফিরিয়ে আনা হয় ৷ যাত্রীদের অন্য সংস্থার বিমানে দুবাই পাঠানো হয়েছে ৷

AI Flight Returns to Kerala ETV BHARAT
AI Flight Returns to Kerala
author img

By

Published : Jul 23, 2023, 8:09 PM IST

তিরুঅনন্তপুরম, 23 জুলাই: উড়ানের কয়েকঘণ্টা পর তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ৷ রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে ৷ জানা গিয়েছে, আজ দুপুরে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় ৷ কিন্তু, মাঝপথে বিমানের এয়ার কন্ডিশন কাজ করা বন্ধ করে দেয় ৷ এর ফলে বিমানের ভিতরে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ ফলে বিমানের ক্যাপ্টেন সেটিকে জরুরি অবতরণ করান ৷

তিরুঅনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের আইএক্স 539 বিমানটি ক্রিউ মেম্বার-সহ 178 জন যাত্রী নিয়ে দুপুর 1 টা 19 মিনিটে রানওয়ে থেকে দুবাইয়ের উদ্দেশে ওড়ে ৷ কিন্তু, প্রায় একঘণ্টা পরে হঠাৎই বিমানের এয়ার কন্ডিশন মেশিন কাজ করা বন্ধ করে দেয় ৷ পাইলট সেটিকে চেষ্টা করেও চালু করতে পারেননি ৷ ফলে দ্রুত সেটিকে তিরুঅনন্তপুরমে ফেরানোর সিদ্ধান্ত নেন ৷ বিকেল 3টে 52 মিনিটে রানওয়েতে সম্পূর্ণ নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয় ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন ৷ বিমানের এয়ার কন্ডিশন মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণেই সেটিকে ফিরিয়ে আনা হয় বলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ এ নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও একটি বিবৃতি জারি করেছে ৷ সেখানে বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা কামনা করে একটি অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ যেটি সন্ধ্যে 6টার সময় তিরুঅনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷

আরও পড়ুন: মাঝ-আকাশে পোড়া গন্ধ ! মাসকাটে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের এই হয়রানির জন্য ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া সবসময় তাদের যাত্রীদের স্বচ্ছন্দ ও সুরক্ষা নিয়ে ভাবে ৷ কিন্তু, পরিস্থিতির কারণে তৈরি হওয়া সমস্যার জন্য তারা ক্ষমাপ্রার্থী ৷ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই বিমানটিকে ফিরিয়ে আনা হয় বলে সেখানে উল্লেখ করা হয়েছে ৷ এসি মেশিন বিকল হওয়া বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেরামতির জন্য ৷

তিরুঅনন্তপুরম, 23 জুলাই: উড়ানের কয়েকঘণ্টা পর তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের ৷ রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষ একথা জানিয়েছে ৷ জানা গিয়েছে, আজ দুপুরে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় ৷ কিন্তু, মাঝপথে বিমানের এয়ার কন্ডিশন কাজ করা বন্ধ করে দেয় ৷ এর ফলে বিমানের ভিতরে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ৷ ফলে বিমানের ক্যাপ্টেন সেটিকে জরুরি অবতরণ করান ৷

তিরুঅনন্তপুরম বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের আইএক্স 539 বিমানটি ক্রিউ মেম্বার-সহ 178 জন যাত্রী নিয়ে দুপুর 1 টা 19 মিনিটে রানওয়ে থেকে দুবাইয়ের উদ্দেশে ওড়ে ৷ কিন্তু, প্রায় একঘণ্টা পরে হঠাৎই বিমানের এয়ার কন্ডিশন মেশিন কাজ করা বন্ধ করে দেয় ৷ পাইলট সেটিকে চেষ্টা করেও চালু করতে পারেননি ৷ ফলে দ্রুত সেটিকে তিরুঅনন্তপুরমে ফেরানোর সিদ্ধান্ত নেন ৷ বিকেল 3টে 52 মিনিটে রানওয়েতে সম্পূর্ণ নিরাপদে বিমানটিকে অবতরণ করানো হয় ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন ৷ বিমানের এয়ার কন্ডিশন মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণেই সেটিকে ফিরিয়ে আনা হয় বলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ এ নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও একটি বিবৃতি জারি করেছে ৷ সেখানে বলা হয়েছে, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা কামনা করে একটি অন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷ যেটি সন্ধ্যে 6টার সময় তিরুঅনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷

আরও পড়ুন: মাঝ-আকাশে পোড়া গন্ধ ! মাসকাটে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের এই হয়রানির জন্য ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া সবসময় তাদের যাত্রীদের স্বচ্ছন্দ ও সুরক্ষা নিয়ে ভাবে ৷ কিন্তু, পরিস্থিতির কারণে তৈরি হওয়া সমস্যার জন্য তারা ক্ষমাপ্রার্থী ৷ যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই বিমানটিকে ফিরিয়ে আনা হয় বলে সেখানে উল্লেখ করা হয়েছে ৷ এসি মেশিন বিকল হওয়া বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেরামতির জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.