নিউইর্য়ক, 13 জুলাই: বিশ্বের শ্রেষ্ঠ জায়গার তালিকায় নাম তুলল আমেদাবাদ ও কেরল ৷ দেশের এই দুটি জায়গাকে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো এমন প্রথম 50টি জায়গার মধ্যে স্থান দিয়েছে টাইমস পত্রিকা ৷ পত্রিকার তরফে মঙ্গলবার বলা হয়েছে, কোভিড পরবর্তী অবস্থায় ধীরে ধীরে আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে পর্যটন শিল্প ৷ এমতাবস্থায় আমেদাবাদ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে (Time Magazine puts Ahmedabad and Kerala in top list) । প্রাচীন ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘটেছে বলেই বহু পর্যটক এখানে আসতে আগ্রহ দেখাবেন বলে মনে করছে টাইমস ৷
আমেদাবাদের আরও বেশ কিছু বিশেষত্ব তুলে ধরা হয়েছে ৷ সবরমতি নদীর তীরে অবস্থিত গান্ধি আশ্রম যে কোনও মানুষের কাছে হয়ে উঠতে পারে শান্তির নির্ভরযোগ্য ঠিকানা ৷ আবার এই আমেদাবাদেই নবরাত্রির আনন্দে মেতে ওঠার সুযোগ পাবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা ৷
আরও পড়ুন: 15 জুলাই থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের
তাছাড়া এখানেই টানা দু'দিন ধরে নৃত্য উৎসব হয় ৷ গোটা দুনিয়ায় এতবড় নৃত্য উৎসব আর কোথাও হয় না ৷ সবমিলিয়ে পর্যটকদের আকর্ষণ করবেই আমেদাবাদ ৷ এর পাশাপাশি কেরলের কথাও আলাদা করে উল্লেখ করেছে পত্রিকা ৷ 'ভগবানের আপন দেশে'র সমুদ্রতট থেকে শুরু করে মন্দিরের কথা বিশেষ গুরুত্ব দিয়ে বলেছে টাইমস ৷ ভারতের পাশাপাশি আরব থেকে শুরু করে স্পেন এবং অস্ট্রেলিয়ার কয়েকটি জায়গাকেও নিজেদের সেরার তালিকায় স্থান দিয়েছে বিশ্ববিখ্যাত এই পত্রিকা ৷