ETV Bharat / bharat

Agnipath Recruitment Exam: কড়া নিরাপত্তায় দেশের 250টি কেন্দ্রে চলল হবু 'অগ্নিবীর'-দের পরীক্ষা - অগ্নিপথ প্রকল্পে নিয়োগের পরীক্ষা

অনুষ্ঠিত হল অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রথম পরীক্ষা(Agnipath Recruitment Exam)৷ রাঁচির দু'টি কেন্দ্র-সহ দেশের মোট 250টি কেন্দ্রে রবিবার এই পরীক্ষা নেওয়া হয় ৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে মোতায়েন ছিল নিরাপত্তাবাহিনী ৷

agnipath
অগ্নিবীর
author img

By

Published : Jul 24, 2022, 10:48 PM IST

রাঁচি, 24 জুলাই: কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হল অগ্নিবীর বায়ু পরীক্ষা ৷ এটিই অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় বিমান বাহিনী (IAF) কর্মীদের প্রথম ব্যাচের নিয়োগের জন্য প্রথম পরীক্ষা (Agniveer Vayu exam for IAF recruitment held amid tight security)৷ রবিবার রাঁচির দুটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান এক আধিকারিক ৷ রবিবার সকাল থেকেই অক্সফোর্ড পাবলিক স্কুল ও সংস্কার আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস নামে এই দুটি কেন্দ্রে পরীক্ষার্থীদের জড়ো হতে দেখা যায় ৷ এদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ছিল ৷

রাঁচিতে দুটি-সহ দেশের মোট 250টি কেন্দ্রে তিনটি শিফটে রবিবার পরীক্ষা নেওয়া হয় ৷ রাঁচির ডেপুটি কমিশনার(ডিসি)রাহুল সিনহা জানান, অবাধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত সংখ্যক প্রশাসনিক আধিকারিক এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় ৷

আরও পড়ুন : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

পটনার এক পরীক্ষার্থী পবন কুমার বলেন,"অক্সফোর্ড পাবলিক স্কুলে প্রথম শিফটের সময় আমার পরীক্ষা ছিল ৷ সকাল 9টায় শুরু হয় ৷ দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন হয়েছিল ৷" অন্য আরেক পরীক্ষার্থী দেবকান্ত দাস এসেছিলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে ৷ তাঁর পরীক্ষার সিট পড়েছিল সংস্কার আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেসে ৷ পরীক্ষা দেন তৃতীয় শিফটে ৷ তাঁর কথায়,"আমি একটু নার্ভাস ছিলাম ৷ কারণ এটা আমার প্রথম এন্ট্রান্স পরীক্ষা ছিল ৷"

অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে ৷ এই প্রকল্পের অধীনে যারা নির্বাচিত হবে তারা 'অগ্নিবীর' নামে পরিচিত হবেন ৷

আরও পড়ুন : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

রাঁচি, 24 জুলাই: কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হল অগ্নিবীর বায়ু পরীক্ষা ৷ এটিই অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় বিমান বাহিনী (IAF) কর্মীদের প্রথম ব্যাচের নিয়োগের জন্য প্রথম পরীক্ষা (Agniveer Vayu exam for IAF recruitment held amid tight security)৷ রবিবার রাঁচির দুটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান এক আধিকারিক ৷ রবিবার সকাল থেকেই অক্সফোর্ড পাবলিক স্কুল ও সংস্কার আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস নামে এই দুটি কেন্দ্রে পরীক্ষার্থীদের জড়ো হতে দেখা যায় ৷ এদিন পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ছিল ৷

রাঁচিতে দুটি-সহ দেশের মোট 250টি কেন্দ্রে তিনটি শিফটে রবিবার পরীক্ষা নেওয়া হয় ৷ রাঁচির ডেপুটি কমিশনার(ডিসি)রাহুল সিনহা জানান, অবাধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত সংখ্যক প্রশাসনিক আধিকারিক এবং নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয় ৷

আরও পড়ুন : সেনায় নিয়োগে 'অগ্নিপথ' স্কিমের ঘোষণা কেন্দ্রের, সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

পটনার এক পরীক্ষার্থী পবন কুমার বলেন,"অক্সফোর্ড পাবলিক স্কুলে প্রথম শিফটের সময় আমার পরীক্ষা ছিল ৷ সকাল 9টায় শুরু হয় ৷ দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন হয়েছিল ৷" অন্য আরেক পরীক্ষার্থী দেবকান্ত দাস এসেছিলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে ৷ তাঁর পরীক্ষার সিট পড়েছিল সংস্কার আইটি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেসে ৷ পরীক্ষা দেন তৃতীয় শিফটে ৷ তাঁর কথায়,"আমি একটু নার্ভাস ছিলাম ৷ কারণ এটা আমার প্রথম এন্ট্রান্স পরীক্ষা ছিল ৷"

অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে ৷ এই প্রকল্পের অধীনে যারা নির্বাচিত হবে তারা 'অগ্নিবীর' নামে পরিচিত হবেন ৷

আরও পড়ুন : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.