ETV Bharat / bharat

Agniveer Air Force Exam: শুরু বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ-পরীক্ষা, টুইট-তোপ রাহুলের - Agniveer

দেশজুড়ে বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের পরীক্ষার সূচনা হল আজ ৷ পরীক্ষা হয়েছে দিল্লি, কানপুর, পটনা-সহ বহু জায়গায় ৷ বায়ুসেনার কাছে এই সংক্রান্ত 7 লক্ষ 49 হাজার 899টি আবেদনপত্র জমা পড়েছিল (Agniveer Air Force Exam) ৷

Agnipath Recruitment Scheme
অগ্নিপথ প্রকল্প
author img

By

Published : Jul 24, 2022, 4:15 PM IST

কানপুর, 24 জুলাই: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের পরীক্ষা শুরু হল আজ থেকে ৷ রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার প্রথম পরীক্ষার সূচনা হল ৷ দিল্লি, কানপুর এবং পটনা-সহ দেশের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা চলবে 24 থেকে 31 জুলাই পর্যন্ত ৷ অন্যদিকে পরীক্ষার দিনেই অগ্নিবীর নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি (Agniveer Air Force Recruitment Exam begins today) ৷

উত্তরপ্রদেশের কানপুরে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে রয়েছেন পুলিশকর্মী, বায়ুসেনার আধিকারিকেরা ৷ সব কেন্দ্রে সিসিটিভি এবং ড্রোন রাখা হয়েছে ৷ দেশে মোট 11টি কেন্দ্রের মধ্যে 6টি কানপুরে ৷ তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে ৷

রবিবার কানপুরে মোট 31 হাজার 875 জন প্রার্থী পরীক্ষা দিলেন ৷ প্রতিটি শিফটে 625 জনের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে ৷ এক পরীক্ষার্থী সংবাদসংস্থাকে বলেন, "বায়ুসেনার অগ্নিবীরের পরীক্ষা দিতে জন্য আমি মিরাট থেকে এসেছি ৷ আমরা খুশি যে এত গণ্ডগোলের পরেও পরীক্ষাটা দিতে পারছি ৷ এর জন্য প্রস্তুতি নিয়েছি এবং যতটা ভালোভাবে দেওয়া সম্ভব, তার চেষ্টা করব ৷"

  • 60,000 सैनिक हर साल रिटायर होते हैं, उनमें से सिर्फ 3000 को सरकारी नौकरी मिल रही है।

    4 साल के ठेके पर हज़ारों की संख्या में रिटायर होने वाले अग्निवीरों का भविष्य क्या होगा?

    प्रधानमंत्री की प्रयोगशाला के इस नए Experiment से देश की सुरक्षा और युवाओं का भविष्य दोनों खतरे में हैं।

    — Rahul Gandhi (@RahulGandhi) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বয়সসীমা 21 থেকে 23 করল কেন্দ্র

ভারতীয় বায়ু সেনার কাছে অগ্নিবীর প্রকল্পের জন্য মোট 7 লক্ষ 49 হাজার 899টি আবেদনপত্র জমা পড়েছিল ৷ 14 জুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন বাহিনীতে (স্থল, জল, বায়ু) সেনা নিয়োগের কথা ঘোষণা করেন ৷ এতে চার বছর সময় পর্যন্ত তরুণেরা চাকরি করার সুযোগ পাবেন ৷ অর্থাৎ এটি স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক ৷ তারপর জওয়ানরা সমাজে ফিরে যাবেন ৷ তবে চুক্তিশেষে অগ্নিবীরের 25 শতাংশকে জওয়ানদের মূল স্রোতে নেওয়া হবে ৷ পাশাপাশি 'সেবা নিধির' আওতায় 11-12 লক্ষ টাকা দেওয়া হবে প্রত্যেক অগ্নিবীরকে ৷ এছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার মতো বেশ কিছু সুযোগ-সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

এদিকে টুইট করে রাহুল গান্ধি বিজেপি সরকারকে প্রশ্ন করেন, "60 হাজার সৈনিক প্রতি বছর অবসরগ্রহণ করেন ৷ তার মধ্যে মাত্র 3 হাজার সরকারি চাকরি পান ৷ 4 বছর শেষে চুক্তিতে নেওয়া হাজার হাজার অগ্নিবীরদের ভবিষ্যৎ কী ? প্রধানমন্ত্রীর প্রয়োগশালার এই নতুন পরীক্ষায় দেশের সুরক্ষা আর যুবদের ভবিষ্যৎ, দুই বিপদে ৷"

আরও পড়ুন: অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

কানপুর, 24 জুলাই: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের পরীক্ষা শুরু হল আজ থেকে ৷ রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনার প্রথম পরীক্ষার সূচনা হল ৷ দিল্লি, কানপুর এবং পটনা-সহ দেশের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা চলবে 24 থেকে 31 জুলাই পর্যন্ত ৷ অন্যদিকে পরীক্ষার দিনেই অগ্নিবীর নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি (Agniveer Air Force Recruitment Exam begins today) ৷

উত্তরপ্রদেশের কানপুরে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রগুলিতে রয়েছেন পুলিশকর্মী, বায়ুসেনার আধিকারিকেরা ৷ সব কেন্দ্রে সিসিটিভি এবং ড্রোন রাখা হয়েছে ৷ দেশে মোট 11টি কেন্দ্রের মধ্যে 6টি কানপুরে ৷ তিনটি শিফটে পরীক্ষা হচ্ছে ৷

রবিবার কানপুরে মোট 31 হাজার 875 জন প্রার্থী পরীক্ষা দিলেন ৷ প্রতিটি শিফটে 625 জনের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে ৷ এক পরীক্ষার্থী সংবাদসংস্থাকে বলেন, "বায়ুসেনার অগ্নিবীরের পরীক্ষা দিতে জন্য আমি মিরাট থেকে এসেছি ৷ আমরা খুশি যে এত গণ্ডগোলের পরেও পরীক্ষাটা দিতে পারছি ৷ এর জন্য প্রস্তুতি নিয়েছি এবং যতটা ভালোভাবে দেওয়া সম্ভব, তার চেষ্টা করব ৷"

  • 60,000 सैनिक हर साल रिटायर होते हैं, उनमें से सिर्फ 3000 को सरकारी नौकरी मिल रही है।

    4 साल के ठेके पर हज़ारों की संख्या में रिटायर होने वाले अग्निवीरों का भविष्य क्या होगा?

    प्रधानमंत्री की प्रयोगशाला के इस नए Experiment से देश की सुरक्षा और युवाओं का भविष्य दोनों खतरे में हैं।

    — Rahul Gandhi (@RahulGandhi) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বয়সসীমা 21 থেকে 23 করল কেন্দ্র

ভারতীয় বায়ু সেনার কাছে অগ্নিবীর প্রকল্পের জন্য মোট 7 লক্ষ 49 হাজার 899টি আবেদনপত্র জমা পড়েছিল ৷ 14 জুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন বাহিনীতে (স্থল, জল, বায়ু) সেনা নিয়োগের কথা ঘোষণা করেন ৷ এতে চার বছর সময় পর্যন্ত তরুণেরা চাকরি করার সুযোগ পাবেন ৷ অর্থাৎ এটি স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক ৷ তারপর জওয়ানরা সমাজে ফিরে যাবেন ৷ তবে চুক্তিশেষে অগ্নিবীরের 25 শতাংশকে জওয়ানদের মূল স্রোতে নেওয়া হবে ৷ পাশাপাশি 'সেবা নিধির' আওতায় 11-12 লক্ষ টাকা দেওয়া হবে প্রত্যেক অগ্নিবীরকে ৷ এছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার মতো বেশ কিছু সুযোগ-সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

এদিকে টুইট করে রাহুল গান্ধি বিজেপি সরকারকে প্রশ্ন করেন, "60 হাজার সৈনিক প্রতি বছর অবসরগ্রহণ করেন ৷ তার মধ্যে মাত্র 3 হাজার সরকারি চাকরি পান ৷ 4 বছর শেষে চুক্তিতে নেওয়া হাজার হাজার অগ্নিবীরদের ভবিষ্যৎ কী ? প্রধানমন্ত্রীর প্রয়োগশালার এই নতুন পরীক্ষায় দেশের সুরক্ষা আর যুবদের ভবিষ্যৎ, দুই বিপদে ৷"

আরও পড়ুন: অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.