ETV Bharat / bharat

মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপী প্রতিবাদের ডাক কংগ্রেসের - মূল্যবৃদ্ধি

প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ আগামী 7 জুলাই থেকে 17 জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে জানা গিয়েছে ৷

against-price-rise-congress-to-lunch-nationwide-protest-from-7-july
against-price-rise-congress-to-lunch-nationwide-protest-from-7-july
author img

By

Published : Jun 25, 2021, 3:22 AM IST

Updated : Jun 25, 2021, 6:11 AM IST

নয়া দিল্লি, 25 জুন: মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপি প্রতিবাদের ডাক দিল কংগ্রেস ৷ আগামী 7 জুলাই থেকে প্রতিবাদে পথে নামবেন কংগ্রসে নেতা-কর্মীরা ৷

কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই হাজারো কষ্ট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের বেতন কমে গিয়েছে ৷ এই অবস্থাতেও প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে ৷ যা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা-র মতো এসে পড়ছে ৷ এর বিরুদ্ধেই প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ আগামী 7 জুলাই থেকে 17 জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে জানা গিয়েছে ৷ মহিলা কংগ্রেস সহ দলের সবকটি সংগঠন এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবে ৷

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জেলায় জেলায় সাইকেল যাত্রা করবেন দলীয় কর্মীরা ৷ রাজ্যস্তরে হবে পদযাত্রা ৷ দেশের বিভিন্ন পেট্রল পাম্পের সামনেও জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ করা হবে ৷

আরও পড়ুন: করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

বৃহস্পতিবারই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন ৷ বৈঠকে ঠিক হয়, মোদি সরকারকে অস্বস্তিতে ফেলতে মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনে নামবে দল ৷ এরপরই দেশজুড়ে দশদিন ব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় দলটি ৷ সাম্প্রতিককালে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও দেশজুড়ে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস ৷

নয়া দিল্লি, 25 জুন: মূল্যবৃদ্ধি ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপি প্রতিবাদের ডাক দিল কংগ্রেস ৷ আগামী 7 জুলাই থেকে প্রতিবাদে পথে নামবেন কংগ্রসে নেতা-কর্মীরা ৷

কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই হাজারো কষ্ট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের বেতন কমে গিয়েছে ৷ এই অবস্থাতেও প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে ৷ যা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা-র মতো এসে পড়ছে ৷ এর বিরুদ্ধেই প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ আগামী 7 জুলাই থেকে 17 জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে জানা গিয়েছে ৷ মহিলা কংগ্রেস সহ দলের সবকটি সংগঠন এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবে ৷

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, জেলায় জেলায় সাইকেল যাত্রা করবেন দলীয় কর্মীরা ৷ রাজ্যস্তরে হবে পদযাত্রা ৷ দেশের বিভিন্ন পেট্রল পাম্পের সামনেও জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ করা হবে ৷

আরও পড়ুন: করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের

বৃহস্পতিবারই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধি বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন ৷ বৈঠকে ঠিক হয়, মোদি সরকারকে অস্বস্তিতে ফেলতে মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলনে নামবে দল ৷ এরপরই দেশজুড়ে দশদিন ব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক দেয় দলটি ৷ সাম্প্রতিককালে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও দেশজুড়ে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস ৷

Last Updated : Jun 25, 2021, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.